বাড়ি থেকে বের হওয়ার পর এয়ারপোর্ট পৌঁছাতে দূরত্ব অনুযায়ী সময় লাগে ৫/৬ ঘন্টা বিমান উড্ডয়নের ৩ ঘন্টা আগে এয়ারপোর্টে প্রবেশ করতে হয়। বিমানে থাকতে হয় ৬:৩০ মিনিট। জেদ্দা নামার পর হোটেলে পৌছাতে সময় লাগে প্রায় ৪ ঘন্টা। একজন যাত্রী বাড়ি থেকে বের হয়ে হোটেলে পৌছাতে সময় লাগে প্রায় ১৮-২০ ঘন্টা। এখন আপনিই বলুন বিমানের খাবার কতটুকু গুরুত্বপূর্ণ।
অবশ্যই অধিক সওয়াবের না তবে একেবারেই যে সওয়াব নাই তা কিন্তু না। কারন নবিজীর সৃতিবিজড়ীত জায়গায় যাওয়া নবিজীকে ভালোবাসারই একটা অংশ। তাছাড়া একটানা এবাদত করলে একগুঁয়েমি ভাব চলে আসে।
আসসালামু আলাইকুম আমরা চারজন যেতে চাচ্ছি ডিসেম্বরের কয় তারিখ। আমার বাবুর বয়স ছয় মাস ওর খরচ কি লাগবে। আর আর ও দশ দিন পর কনফার্ম করতে চাচ্ছি আমার বাচ্চার পরীক্ষা তাই।
রমজানে আমাদের গ্রুপ প্যাকেজ আছে তবে এখনো চুড়ান্ত করিনাই। আপনি আমার ওয়াট সাপে পাসপোর্টের কপি দিয়ে এবং তারিখ লিখে পাঠান আমরা প্যাকেজ চুড়ান্ত করে আপনাকে জানাবো ইনশাআল্লাহ।
যেকোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুনঃ হোছাইন আহমাদ, মোয়াল্লেম মোবাইল নম্বর - ০১৭২১৪৮৭৬০৪ / ০১৭২১৪৮৭৬০৪ আন্তরিক ট্রাভেল ইন্টারন্যাশনাল (HL- 602) প্যারামাউন্ট হাইটস ৬৫/২/১ বক্স কালভার্ট রোড (লেভেল ৪ এবং ১৩) পুরানা পল্টন, ঢাকা
আমি যশোর ক্যান্টনমেন্টের পাশ থেকে বলছি। আমরা রমজান মাসে স্বামী-স্ত্রী যাইতে চাই ইনশাআল্লাহ। দুইজনে কত টাকা প্যাকেজ। রমজান মাসে প্যাকেজ আছে কিনা জানাবেন। আপনার কথাগুলি সবই ভালো লাগলো। এইগুলো ঠিক থাকলে আলহামদুলিল্লাহ।
রমজানে আমাদের গ্রুপ প্যাকেজ আছে তবে এখনো চুড়ান্ত করিনাই। আপনি আমার ওয়াট সাপে পাসপোর্টের কপি দিয়ে এবং তারিখ লিখে পাঠান আমরা প্যাকেজ চুড়ান্ত করে আপনাকে জানাবো ইনশাআল্লাহ।
টিকেটে 25% ডিস্কাউন্ট পাবেন আর খাবার এবং সিট না নিলে খাবারের টাকা এবং সিটরে টাকা বাদ যাবে আনুমানিক সব মিলিয়ে সব প্যাকেজ থেকেই ৩৯,০০০/- টাকার মত কম পড়ব।