তারপরও মেয়েরা কাজ করবে এটাই তো সঠিক ছেলেরা বাইরের কাজ করবে আর মেয়েরা ঘরের কাজ করে এটাই তো ঠিক আরে মেয়েরা যদি ঘরের কাজ না করে তাহলে কাজটা করবে কে। আমি একটা নারী তবে নাটকটা পছন্দ হলো না
নাটকের প্রধম দেখে যা ভাবছিলাম পুরুষদের হেয় পতি পন্ন করার জন্য কিন্তু শেষটা দেখে বুঝতে পারছি এরকম বারির বউদের সাথে ঘটনা অহরহ ঘটছে মেয়েদের যে ভাবে আগলে রাখে তার মা,বাবা ঠিক সে রকম তার ছেলের বউদের সাথে যদি করতো তাহলে সংসারের মধ্যে এতো জামেলা হত না,সংসার টা আরও সুন্দর হইতে পারতো।
মেয়েদের বিয়ের পর শুসুর বারিই নিজের বারি এটা মানতে হবে একজন মেয়ে তার মা,বাবা কে ভালোবাসবে এটাই তো হওয়ার দরকার তাই বলে একটা ছেলেকে তার মা,বাবার কাছ থেকে দুরে চলে যেতে হবে এটা মানা যায় না।
পরিচালক গাঁজা একটু বেশিই খাইছে। মহান আল্লাহ তায়ালা মানুষ সৃষ্টি করেছেন দুই ভাগে পুরুষ এবং মহিলা। পৃথিবীতে একটা নিজাম সৃষ্টি করেছেন পুরুষ বাহির সামলাবে এবং মহিলা ঘর সামলাবে। মহিলা বাচ্চা কাচ্চা হইতে এবং ঘর ঘোচানোর কাজ করবে। আর পুরুষ রিজিকের সন্ধানে বাহিরে কাজ করবে। এখন অনেকে প্রশ্ন করতে পারবেন মহিলা কি বাহিরের কাজ করতে পারবে না। আমি বলবো পারবে। কিন্তু এতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে হচ্ছে ও। প্রথমতো বলবো মহিলারা অবাধে চলাফেরা করার কারণে পুরুষের চরিত্র হরণ হচ্ছে দ্বিতীয়তো বলবো ধর্ষনের স্বীকার হচ্ছে। আরও অনেক কিছুর স্বীকার হচ্ছে। কিছু সুবিধা ভুগিরা নারী স্বাধীনতার নামে। মহিলাদের ভুগের পণ্য বানিয়ে পেলেছে।