বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। A-Z KRISHI KURIGRAM চ্যানেলের সকল সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি । আমার চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষিভিত্তিক যাবতীয় চাষাবাদ সম্পর্কে সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা। পাশাপাশি উচ্চ ফলনশীল উপসী/ হাইব্রিড ধানের বীজ ও সকল প্রকার সবজির বীজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া। কৃষিজমিতে আক্রান্ত বিভিন্ন প্রকার রোগ বালাই ও ছত্রাক সম্পর্কে আপনাদের ধারণা দেয়াএবং সমাধানের জন্য ভালো মানের কীটনাশক ও ছত্রাকনাশকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভাল মানের কিছু ভিডিও কনটেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি যেটির মাধ্যমে আপনাদের উপকার হয় । যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।ধন্যবাদ সবাইকে,,,
চুল প্রয়োগটা কেমন করবো বুঝতে পারলাম না , চুন ফেলার পর , চাষ দিয়ে , জল কী দেবো ( মাটি কিন্তু পানসি প্রকৃতির , মাটিতে প্রায় সব সময় রস থাকে) । রিপ্লে দিও ধন্যবাদ 😂।
চুন ছিটানোর পর জমি চাষ দিতে হবে। জমিতে যদি রস না থাকে তাহলে হালকা সেচ দিবেন।জমিতে রস থাকলে সেচ দেয়ার প্রয়োজন নেই। চুন ছিটানোর কমপক্ষে 15 দিন পর চারা রোপন করবে।
@@a-zkrishikurigram চুন বলতে যেটা রং করা হয় ওই চুন , আমি কৃষি সার্ভিসে গিয়েছিলাম বলে চুনের কেজি 100 টাকা / কেজি , এই ছাড়া আর কোন চুন পাওয়া যায় না । আর হার্ডওয়ারের দোকানে চুনের কেজি 15 কেজিতে 140 টাকা ( CAMEL BRAND) । এবার আমি কোনটা ব্যবহার করবো বুঝতে পারছিনা ।
#মিরাকেল_গ্রোথ #মাটির_উচ্চ_ফলনশীল_অনুখাদ্য_যা_আমেরিকান_ফর্মূলায়_তৈরি।। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা যদি কৃষিকে আধুনিক মানের স্মার্ট কৃষি না করতে পারি তাহলে আমাদের পরনির্ভরশীলতা কাটবে না! আমরা কেন অন্য দেশের দিকে চেয়ে থাকবো!! #মিরাকেল ব্যবহার করুন, #দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করুন। #কেন_মিরাকেল_ব্যবহার_করবেন? ★এটা মাটির অনুখাদ্য যা আপনার কৃষি জমিকে উর্বর করবে। ★শিকড় গজাতে সাহায্য করে, গাছকে বিশুদ্ধ খাবার খেতে সহায়তা করে, বিষাক্ত খাবার খাওয়া থেকে বিরত রাখে। ★ইউরিয়া সহ দস্তা, সালফার, বোরন, কপার, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এর খরচ কমাবে। ★ধান বিঘাতে ৫/৭ মণ বেশি উৎপাদন হবে ইনশাআল্লাহ। #প্রয়োগ_মাত্রা : ★ধানের জন্য ৩০ শতাংশে ধান লাগানোর ১০/১২ দিন বয়সে ২ কেজি ১ম বার, ২য় বার ১ কেজি ১৫ দিন পর। ★সকল সবজিতে ১০ শতাংশে ১ কেজি। ★পান, ড্রাগন, কলা, ৫ শতাংশে ১ কেজি। ★বড় গাছে বছরে ১ কেজি মিরাকেল দিবেন। ★মাঝারি ফলের গাছে ২৫০ গ্রাম দিবেন মিরাকেল। নোট : শুধু মাত্র ইউরিয়া সারের সাথে মিশিয়ে প্রয়োগ করবেন। জমিতে পানি থাকা অবস্থায় প্রয়োগ করবেন। নোট ২ : সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয়। পাইকারি ও খুচরা নিতে যোগাযোগ করুন।। #কেউ_ডিলার_নিতে_চাইলে_সরাসরি_আমাকে_কল_দিন। (01818159498) WhatsApp নোট ৩ : ★মিরাকেল ফিস গ্রোথ (মাছের প্রাকৃতিক খাবার তৈরি হবে পুকুরে) ★ফাস্টেস্ট ফিস গ্রোথ (রেনু মাছ ছাড়া সকল মাছের জন্য দ্রুত রেজাল্ট দিবে) ★মিরাকেল 4 CPA (ফুলকে ফলে পরিনত করতে, স্বাদ বৃদ্ধি করতে, পরাগায়নের জন্য বিশেষভাবে কাজ করে) ★মিরাকেল নিশিন্দা (পোকা মাকড়ের জম) ★মিরাকেল ক্যাটেল গ্রোথ (গরু মোটাতাজাকরণ সহ গাভীর দুধ বৃদ্ধিতে সহায়তা করে, মুরগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। স্মার্ট কৃষিতে #মিরাকেল_গ্রোথ বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ ✊✊ #মাটি_বাঁচান #কৃষি_বাঁচান #দেশ_বাঁচান #কৃষি_বাচলেই_দেশ_বাঁচবে_ইনশাআল্লাহ ✊✊ ধন্যবাদ ও ভালোবাসা অবিরাম
আমার বাড়ি মুমেনসিং গুফরগাও তুদামমীরু গেরামে আমি ২০ হতাংশ জমিত মইচ লাগাইছি হের পরে পাতা কুড়কাইয়া বিনাশ হইয়া জাইতাছে তয় গুডা আছে অহন এইডা মারলে কাম দিবো আর এই মালডা কুনো পাইমু