বর্তমানে আমরা বিজ্ঞানের সাথে তাল মেলাতে গিয়ে নিজের ইষ্ট দেবতার কথা ভুলে যাই বা ভুলে গেছি! ঈশ্বরের নাম বা ভগবানের অস্তিত্ব অনেকেই বিশ্বাস করি না! নিজের দৈনিক ব্যস্ততায় দিন কেটে যায়। ফলে ঈশ্বরের অস্তিত্ব রক্ষা বড় প্রশ্ন চিহ্নের মুখে ! এমন চলতে থাকলে হিন্দু ধর্ম একদিন লোপ পাবে ! তাই আজ সময় এসেছে নতুন করে ভাবার, জীবনের শত কাজের মাঝে শুধুমাত্র একবার তাকে স্মরণ করি আসুন। তার অস্তিত্ব ও আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখি। তাই শত কাজের মধ্যেও দিনে একবার সেই সৃষ্টিকর্তা ঈশ্বরের নাম নিই এই kirton Media 10 চ্যানেলে।
দূর ছাই।,,,,,, লতা মঙ্গেশকর নামটা নিতে গেলেন কেন?। আপনার কি মাথায় কোন সমস্যা আছে।না কি কনের রোগে ভুগছেন। যত্ত,,,,, সব । কোথায় রাজধানী আর কোথায়,,,,,,কি আর বোলবো। জয় শ্রী রাধে ।
পূর্ববঙ্গের বাঙ্গালীদের মধ্যে প্রতিভা আছে, ভক্তি আছে, আপনারা হিন্দু ল্যান্ড দাবি করুন। ভারতবর্ষের 150 কোটি লোকের মন জয় করতে পারবেন। সারা বিশ্বে কীর্তনের আসর করে কোটি কোটি টাকা কামাতে পারবেন। যাত্রা প্লে করে সারা বিশ্বের মানুষের মন জয় করতে পারবেন। ভক্তিবিনোদ ঠাকুর 150 বছর আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন সারা বিশ্বে একদিন বাংলা ভাষা রাষ্ট্রভাষায় পরিণত হবে। বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীরা বাংলা ভাষা শিখবে। ইসকন সেটাই প্রচার করছে। চৈতন্যচরিতামৃত সমস্ত বিশ্বের মানব পড়ছে, সেতো বাংলা ভাষায় রচিত। আসুন এই গোপালগঞ্জ কে তুলে ধরি। বরিশাল ফরিদপুর কীর্তনে এক নাম্বার। এদের প্রতিভা জগতে কিছু দেওয়ার আছে। মুসলমানদের তেল লাগাবেন না।
এই কীর্তনিয়া কৃষ্ণাপাল এনার কথার ঠিক নাই। এনি কীর্তনের আসর নিয়ে অন্য জায়গায় বেশি টাকা পাইলে সেখানে চলে যায়।আমাদের সাথে করেছে সেই কাজ। কীর্তনীয়াদের আমরা ভক্তি ভরে স্রোদধা করি এত টাকা খরচ করে কীর্তন বসাই।আর এদের মত নোংরা কীর্তনীয়া গান ভেবে কমিটির সাথে চরম বেয়াদবী করে।এদের মত মহিলাদেরকে আসরে জায়গা দেওয়া টাই ঠিক না।