২০০৮,২০০৯ এ ndc থেকে ক্লাস করে বাসায় ফেরার পথে রোজ শুনতাম সেসময়। অসাধারণ একটা এলবাম। রাস্তার কত সৃতি আটকে আছে গানগুলোর সাথে। এখনো মনে হয় যে গতকাল-ই মাত্র ছিল দিনগুলো। সময় যে এত তাড়াতাড়ি কেটে যায় :( 4:23 ❤❤
যদি কোনো দিন হঠাৎ করে পড়ে মনে আমার লেখা গানগুলো যা ছিল তোমার জন্যে যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে আমার গাওয়া গানগুলো যা ছিল তোমায় নিয়ে নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে কেউ জানবে না যে ঘুমন্ত শহরে তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মুহূর্তে আকাশের তারা হয়ে দেবো তোমায় আলো যখন চারিদিক অমাবস্যায় কালো যদি মনের দু'চোখ বেয়ে আসে চোখের জল মুছে দেবো শুধু স্মৃতি হয়ে মনের কষ্ট সব নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে কোনো এক সকালে কোনো দূরদেশে তুমি দেখবে আমার পায়ের চিহ্ন ঐ শুভ্র তুষারে আসবো ফিরে তোমার কাছে চোখের ঐ জল মুছে দিতে নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে কেউ জানবে না যে ঘুমন্ত শহরে তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মুহূর্তে আসবো ফিরে তোমার কাছে চোখের ঐ জল মুছে দিতে আসবো ফিরে তোমার কাছে চোখের ঐ জল মুছে দিতে আসবো ফিরে তোমার কাছে চোখের ঐ জল মুছে দিতে
Keno vai, eisob ganer view barle to valoi, duniar faltu ganer view bare. Jei hare piracy eisob gaan gulare niye hoise, kotoi ba kamaise ei artist ra, RU-vid theke kichu ay hok. Eirokom gan ar dekhte pan? Keu ar banaite chay?