আগে তুমি আঞ্চলিক ভাষা কোথায়, কোথায় বলতে হয় সেটা জানো তাহলে আর ফ্রান্স এ কাজের অভাব হবে না! কাজ পাওয়া এতো সহজ না! এই ভাষা জ্ঞান আর দক্ষতার কথা বাদ দিলাম
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই, বাংলাদেশ থেকে ইলেক্ট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স এর উপর লেভেল-১,২,৩ কমপ্লিট করে আসলে ফ্রান্সে কোন বেনিফিট পাওয়া যায়? অর্থাৎ সার্টিফিকেট শো করলে উক্ত ডিপার্টমেন্ট ওয়াইজ (ইলেকট্রিশিয়ান বা সহকারী ইলেকট্রিশিয়ান হিসেবে) কাজ পাওয়া যাবে কিনা? লেভেল- ১,২,৩ এর সার্টিফিকেট কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক প্রদান করে থাকে।
@@PatwaryCarnival ফরাসি ভাষা জানেন কতটুকু? এখানে কাজের ক্ষেত্রে ফরাসি বাধ্যতামূলক। ইংলিশ ওরা জানে বা বুঝেনা। আর বাংলাদেশের সার্টিফিকেটের এখানে কোনো দামই নাই যতদিন বৈধ না হবেন। এখানে বৈধ হতে গেলে আশ্রয় কেইস মারা লাগে। যেটা ১-২ বছর রানিং। কেইস এপ্রুভ না হলে অবৈধভাবে থাকতে হয়। কাজের পারমিশন নাই। কাজ করতে পারবেন কন্টাক ছাড়া যদি কেউ কাজে নেয়।
অনেক ভালো লাগলো ভাই বাস্তবতা তুলে ধরার জন্য আমি রুমানিয়া থেকে দেখছি ফ্রান্সে ঢুকলে ভাই কেমন হবে একটু জানাবেন | এখানে আমার কোম্পানি কোন কাজ দেয়নি শুধু টিআরসি এনসি দিয়ে ছেড়ে দিবে তাই ভাবছি চলে আসবে ধন্যবাদ ভাই ভালো থাকবেন |
@@mr.darsonik ২০০ ইউরো দিবে যদি তাদের দেয়া বাসায় গিয়ে থাকেন। বাসা ফ্রান্সের যেকোনো শহরে হবে। প্যারিসে দিবেনা। বাসায় না গেলে কোনো টাকা দিবেনা। নিজের খরচে চলতে হবে।
ফ্রান্সে মহা বিপদ চাকরি বাকরি নাই আমি নিজে থেকে আসছি হায়রে বাঙালির কষ্ট যা বলার বাইরে নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি।
ভাই অবৈধ হয়ে ঢোকার পর আমি কই যাব প্রথমে মনে করেন ইতালি আমি গেলাম ইতালি থেকে অবৈধ হয়ে ফ্রান্সে ঢুকবো তারপর আমার করণীয় কি কই যাব আমি তো কাউকে চিনি না আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে প্লিজ ভাই একটু পরামর্শ নিতাম কথা বলতাম প্লিজ ভাই
assa vaiya amar akjn kaser manus paris ase... romaniya theke gese.. amader kono nijer look nei.. kajer o o kono bebostha krte parse na.. apni ki akto help krte parben.. kothai jabe..kivabe kaj pabe.. ba apnar ase pase kono bebostha ase kina..akto help krben bro vaiyer mto...plz vai.. onk opokar hbe
আসসালামু আলাইকুম ভাইয়া আমার খুব কাছের মানুষ ফ্রান্সে গেলেন আজ থেকে ৩ বছর হয়ে গেল কোনো কাজ পায় নাই অনেক কষ্টে আছে সে আমি ওর কষ্ট বুঝলে কি হবে আমার পরিবার বিশ্বাস করে না সে যে অনেক কষ্টে আছে এখনো সে নিজের পাইয়ে দাঁড়ায়তে পারে নাই না ঠিক মতো খেতে পারে না ঘুমাতে পারে ঐদেশের ভাষাও কেমন জানি শিখতে অনেক কষ্ট হয় আল্লাহ তুমি জন্ম দুঃখীর পাশে দাঁড়াও ভাইয়া ভালো থাকবেন চিন্তা করবেন না আল্লাহ কিছু না কিছু একটা করবেন ইনশাআল্লাহ 🤲🤲🤲🤲🤲🤲🤲😥😥😥😥😥