কীর্তন (সংস্কৃত: कीर्तन; আইএএসটি: Kīrtana) সংস্কৃত শব্দ, যার অর্থ ধারণা বা গল্পের বর্ণনা করা, আবৃত্তি করা, বর্ণনা করা,বিশেষ করে ভারতীয় ধর্মে। এটি ধর্মীয় আধ্যাত্মিক বা ধর্মীয় ধারণার বর্ণনা বা ভাগ করা আবৃত্তির সঙ্গীত রূপকে বোঝায়।মূলত কীর্তন হলো কোন দেব-দেবীর নাম, প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত জয়দেব রচিত গীতগোবিন্দম, কীর্তন গানের প্রকৃত উৎস। বৈদিক অনুকীর্তন ঐতিহ্যের শিকড় সমেত, কীর্তন হল কল-এন্ড-রেসপন্স স্টাইলের গান বা জপ, সঙ্গীতে সেট করা, যেখানে একাধিক গায়ক কিংবদন্তি আবৃত্তি বা বর্ণনা করে, অথবা কোন দেবতার প্রতি প্রেমপূর্ণ ভক্তি প্রকাশ করে, অথবা আধ্যাত্মিক ধারণা নিয়ে আলোচনা করে। মধ্যযুগীয় হিন্দুধর্মের ভক্তি আন্দোলন দ্বারা কীর্তন জনপ্রিয় হয়েছিল, ষষ্ঠ শতাব্দীর দিকে দক্ষিণ ভারতীয় আলভার (বৈষ্ণবধর্ম) ও নয়নার (শৈবধর্ম) থেকে শুরু করে, । কীর্তন ঐতিহ্যের ভিত্তি অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থ যেমন ভগবদ-গীতাতেও পাওয়া যায় যেখানে কৃষ্ণ ভক্তি মার্গ (ঈশ্বরের প্রতি প্রেমের ভক্তির পথ) কে মোক্ষের মাধ্যম হিসেবে বর্ণনা করেন, কর্ম মার্গের পাশাপাশি (কর্মের পথ) ) এবং জ্ঞান মার্গ (জ্ঞানের পথ)।
ঠিক বলেছেন অসীম দা । কিসের দিন কৃষ্ণ ঠকবাজ পাগল ছাগলের মত বকাবকি করে বিদেশ থেকে টাকা নিয়েছে সনাতন ধর্ম কে বদনাম করার জন্য । আমাদের এখানে আসলে হিসাব হবে ।অসভ্যের কথা কেন সুনেন পশ্চিমবঙ্গের মানুষ
Ashim babu apni thik bolchen. Dino Krishna babu apnar modhe kono vhakti vab nei. Apni Kano amader dharma k ses korchen? Ami bujte parche na j apni ei vabe kon valo kaj ta korchen. Jodi valo chan tahole 'R G kar' niye katha bolun . Sarkar er annyai er bridhhe katha bolun.
বিজ্ঞানী আইজ্যাক নিউটন প্রমাণ করেন প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রদীপের উপরে আলো আছে নিচে অন্ধকার, তা মনে হয় দীন কৃষ্ণ বাবূ বিশ্বাস করেন না, তাই সনাতন এর খারাপ দেখায় আর মুসলিমের ভালো গুলো দেখায়। জানিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দীন বাবুর জন্মে ভেজাল আছে কিনা। কোন ধর্ম ত্যাগী আর কোন ধর্ম ভোগী বলতে পারেন দীন বাবু?
অসীমবাবু দেখছি MLA হয়ে, বেশী বকছেন। এটা ঠিক নয়।কারোর পিছনে কাঠি করতে যাবেন না। এটা ঠিক নয়।নিজের বিশ্লেষণ নিজে করুন। কারোরটা নয়।দীনকৃষ্ণ সব কিছুই ঠিকঠাক বলছেন।