মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও সরকারি পৃষ্ঠপোষকতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউণ্ডেশন গঠিত হয়। ১৬-০২-২০০০ তারিখ প্রকাশিত বাংলাদেশ গেজেট এর মাধ্যমে ফাউণ্ডেশনের সংঘস্মারক ও গঠনতন্ত্র প্রকাশ করা হয়।
কার্যক্রমসমূহঃ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে থেরাপি সেবা প্রদান ভ্রাম্যমান ওয়ান স্টপ থেরাপি সার্ভিস সেবা প্রদান বেসরকারি সংগঠন ও ব্যক্তিপর্যায়ে অনুদান প্রদান প্রতিবন্ধী শিশু/ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ অটিজম রিসোর্স সেন্টার এর মাধ্যমে সেবা প্রদান চাকুরী প্রত্যাশী প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান মেলা (জব ফেয়ার) আয়োজন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম কার্যক্রম পরিচালনা সেমিনার ও ওয়ার্কসপ/কর্মশালার আয়োজন কর্মজীবী প্রতিবন্ধী পুরুষ ও মহিলা হোস্টেল পরিচালনা অটিজম সমস্যাগ্রস্থ সন্তানদের পিতা-মাতা/অভিভাবক ও কেয়ার গিভারদের প্রশিক্ষণ পিতৃ-মাতৃহীন প্রতিবন্ধী শিশু নিবাস পরিচালনা জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন ও মেলা আয়োজন।