Welcome to my channel @Nafisa's Tune ...thanks for visiting my channel... I am doing Cover songs and recite poems if you like my performance plz support me & subscribe my channel 🙏❤️
মানতে পারলাম না আপনার কথাটা ভাইয়া। তাকে মেনে চললে তার মধ্যে একটা ডিক্টেটর ভাব চলে আসে হয়তো সবার বেলায় নয় আবার কারো কারো বেলায় এমনটাই হয়। আমি হতে দেখেছি তাই বললাম 🙏
নাফিসা বরাবরের মতোই অনবদ্য হওয়ার চেষ্টা করেছেন এই কবিতা পাঠেও। কিন্তু নাফিসা অনবদ্য হয়ে উঠতে পারলেন না! #কিন্তু_কেন? একটা কথাই বলবো, ভুল লেখা নির্বাচন। লেখা নির্বাচনের ক্ষেত্রে নাফিসাকে অত্যন্ত সতর্ক হতেই হবে। এই লেখায় কোন পেনিট্রেশন নেই। এই লেখায় এমন একটি বাক্যও নেই, যা শুনে শ্রোতার বুকে কম্পন তৈরি হয় বা চোখ ভিজে আসে। এই বিষয় নিয়েই অনেক হৃদয়গ্রাহী লেখা, লেখা সম্ভব। #নাফিসাকে_মনে_রাখতে_হবে, লেখা দুর্বল হলে, কোনোভাবেই তিনি সেই লেখায় তাঁর কণ্ঠের ম্যাজিক লাইক ছড়িয়ে দিতে পারবেন না। #শরীর_পোশাককে_সুন্দর_করে। #পোশাক_কোনদিনই_শরীরকে_সুন্দর_করতে_পারেনা! কবিতা হলো শরীর। কবিতা পাঠ হলো পোশাক ও অলংকার। সবশেষে নাফিসার জন্য আন্তরিক শুভকামনা জানাই❤ তাঁর আগামী প্রোজেক্টই দুর্দান্ত হয়ে উঠবে, আশা রাখি আমি🎉 #শিবনাথ_বন্দ্যোপাধ্যায়🎉
আচ্ছা আপু অসংখ্য ধন্যবাদ তাও শুনেছেন তো সেটাই আমার কাছে অনেক কিছু। সবার কাছে যে ভালো লাগবে তাতো না। আপনার কাছে ভালো লাগেনি সেটা বলেছেন কোন অসুবিধা নাই। আবারো ধন্যবাদ 🙏🙏🙏🌹🌹🌹
@@NafisasTune75অনিমেষ গুনি, বেশ ভালোই বলেছেন হাহাহা নিশ্চয় আপনার বলতে ভালো লেগেছে! এতে কোন অভিযোগ নেই আমার। আপনার প্রতিভা গুলো অনেক গুণে গুণান্বিত, যেমন একটা লেখনি যেমনি হোক সেটাকে জীবন্ত করতে পারেন , ভালো গাইতে পারেন আবার লিখতেও পারেন!! শুধু তাই নয় প্রত্যেকটা কাজেই নিরলস প্রচেষ্টায় নৈপু্নতার আবেশ জড়ানো !! ভালোলাগার যে গভীরতা মাপা যায় না সেখান থেকেই কৃতজ্ঞতা প্রকাশ করছি, ভালো থাকবেন প্রিয় আপু শুভকামনা 🎉🎉🎉
স্তব্ধ করে দেওয়া লেখা আর পাঠ❤❤ তুমি কিন্তু গানটাও ভালো গাও❤ কণ্ঠে সুর আর সুরের অভিনয় দুটোই আছে❤ ভালো থেকো❤ ভালো থেকো ছবি❤ ভালো থেকো নাফিসা❤ #শিবনাথ_বন্দ্যোপাধ্যায়🎉
এই কবিতা পাঠে আবার আমি ফিরে পেলাম সেই প্রিয় কণ্ঠ নাফিসা❤ বিস্তারিত ব্যাখ্যা করার পরিসর এখানে নেই। অন্য কোন এক সময়, অন্য কোন সুযোগে নিশ্চয় বলবো সেসব কথা। নাফিসার জন্য আন্তরিক শ্রদ্ধা, শুভকামনা, ভালোবাসা❤