টিউনবেঙ্গল নামটি নেওয়া হলো বাংলার সূর ধরে রাখার চেষ্টায়, সাবিবা অর্থাৎ সামপ্রদায়িকতা বিরোধীবাংলাদেশ চ্যানেলটি আরো গভীর আরো ব্যপকভাবে ভিসুয়ালি ছড়িয়ে পড়ুক, জেনে বুঝে বা অজান্তেই, সংগীত - সাহিত্য - সংস্কৃতিকে কাছে রাখলে বিন্দু বিন্দু আলোর ছটা গাঢ় অন্ধকারে পা ফেলতে সাহায্য করে, সম্প্রীতির বিপরীত শব্দ হলো বিভেদ ও সহিংসতা আর পরমত অশ্রদ্ধাশীলতা, বর্তমান শতকে পৌঁছেও আমরা সম্প্রীতির নয়, বিদ্বেষ-বিরূপতার উত্তরাধিকার বহন করে চলেছি, সময় মাত্রই স্বর্ণালী, Moments are golden, আজ পার হলেই সেটা কাল আর কাল গেলেই তা পরশু, যেসব গান - কবিতা - তথ্যচিত্র - সাক্ষাৎকার শান্তির আবেশ দেয়, মানবতা ও অসাম্প্রদায়িক রেশ রাখে, তা ঘিরেই গড়ে উঠুক আয়োজন - শুভেচ্ছা, শুভকামনা (Old golden time with current vibe always need a bonding, recitation, songs, poems, interviews and documentary stil able to touch people towards humanity. Greetings)
গানটি যতবার শুনি ততবার চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে। তীব্র অপরাধবোধে ছেয়ে যায় মন। আজকের এই দিনেও ৫২ বছর আগে লেখা গানটির প্রতিটি অক্ষর মর্মে মর্মে সত্য। তখন ছিল জ্ঞানীগুণীর আড্ডা, আর এখন হয় টকশো। বিচার করে দেখুন, কয়জন টকশোতে শহীদ আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ নিয়ে কথা বলে? কয়জন শহীদ আনাসের চিঠি পড়ে কান্নায় ভেঙ্গে পড়ে? কোন বুদ্ধিজীবি শহীদ মুগ্ধের নিষ্পাপ হাস্যোজ্জল মুখের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠে? না, কেউ না। শহীদদের প্রতি শুকনো সম্মান জানিয়ে “নির্বাচন কবে হবে” এই বলে তারা শহীদদের রক্তের সাথে বেঈমানী করে আবার আগের সেই পুরোনো ক্ষমতার রাজনীতিতে বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। ভারতের দালাল গোলাম মওলা রণি তো বৈষম্যবিরোধী আন্দোলনকেই এখন আর স্বীকার করতে চায় না। কিন্তু নতুন প্রজন্ম পুরোনো দালালদের সকল চক্রান্ত নস্যাৎ করে দিয়ে নতুন বাংলাদেশে ন্যায়বিচারের রাজনীতি চালু করবে ইনশাল্লাহ। শহীদি মার্চের কাফেলা, রাজপথ ছাড়বেনা। বাংলদেশের সকল শহীদদের স্বপ্নপূরণ না করা পর্যন্ত কেউই ঘরে ফিরে যাবে না। পুরোনো দালালেরা সাবধান হয়ে যান। এবার নতুন সৎসাহসী প্রজন্মের সামনে আপনাদের কোন ষড়যন্ত্রই টিকবে না। আমীন। 🤲
একদম কলিজা দিয়ে গাওয়া গান.. শৈশবে যখুন বাবার সাথে মাঠে কাজ করতাম.. আমার নানুর রেখে যাওয়া ক্যাসেটে গানগুলা বাবা বাজাতো মাঠে কাজ করার সময়.. আজ অনেক বড় হয়ে গেছি..লেখাপড়া করে চাকরিও করি..যদিও আগের মতো আর পরিশ্রম নেই.. তবুও মাঝে মাঝে মনে পড়ে যাই গানের সূরে সেই দিন গুলার কথা।। আবার যদি ফিরে পেতাম দিনগুলা।। হাজার কষ্ট হলেও মেনে নিতাম।। কিন্তু হয়তো সেটা আর কখুনো সম্ভব হবে।। এখুন তো বাবার ও বয়স হয়ে গেছে।। এদিন আমিও বাবার মতোই হয়ে যাবো।। এমন একদিন আসবে যেদিন আমিও হয়তো থাবো না.. চলে যাবো না ফেরার দেশে.. কিন্তু এই গান এই শুর সৃতি সবি রয়ে যাবে অনন্তকাল.. আমার বাবার জন্য সবাই দু'আ করবেন।। আর সবাই আমার সালাম নিবেন, আসসালামু আলাইকুম।