আপু কি কাপড় এর উপর কাজ টা করলে ভালো হবে আর আপু আমি নতুন এর আগে কোন কাজ করি নাই।আপনার কাজ টা দেখে ভালো লেগেছে। তাই ভাবছিলাম আমি ও একটা করবো আপু। দোকানে দেখি সাদা পানি ও বিক্রি করে । পানি গুলো কি রং এর সাথে পরিমান মত মিশাতে হবে নাকি।নাকি পানি দিলে ও,চলবে আপু প্লিজ প্লিজ
সুতি কাপড়ের উপর করতে পারেন। আর সাদা পানির মতো পাতলা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মিডিয়া। এটা রং যখন শুকিয়ে যায় তখন মেশাতে হয়। কিন্তু রেডি একরামিন কালারে কিছুই মিশাতে হবে না। আর আগে শুরু করেন যদি কোন সমস্যা হয় আমাকে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ
@@ritu114 কোন জিনিস ই চিরস্থায়ী না। এটা একদিন উঠবেই আর যদি ভালো মানের এক্রামিন কালার হয় তাহলে অনেক দিন ই থাকবে। সবচেয়ে ভালো হবে আপনি যদি কেমিক্যাল নিয়ে নিজে তৈরি করতে পারেন।