আসসালামুয়ালাইকুম আমার জানতে চাওয়া গ্যাস হওয়ার পরে যে অবশিষ্ট গোবর বা ওয়েস্ট থাকে কতটুক দূর নিয়ে ফেলানি সম্ভব পাইপের মাধ্যমে , আমার ইচ্ছা আছে একটা বায়োগ্যাস প্লান্ট করার, তবে বাড়িতে তো আর ময়লা রাখা সম্ভব না, বাড়ি থেকে প্রায় 300 মিটার দূরত্বে আমার কিছু পরিত্যক্ত জমি আছে সেখানে পাইপের মাধ্যমে ময়লা নেওয়া কি সম্ভব