*** প্র্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। Juwel Sunni Media এর পক্ষ্যে থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । -------------------------------------------------------------------------------------------------------------------------- Islamic RU-vid Channel of Bangladesh কেয়ামত আসার পুর্বে আমাদের কাজ হলো ঈমানকে দৃড় করা। শির্কমুক্ত জীবন গড়া আর রাসুল (সঃ) এর আদর্শকে আকড়ে ধরা! ----------------------------------------------------------------------------------------------------------------------------- প্রয়োজনীয় তথ্য গুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আর আপনাদের মনে অনুপ্রেরনা সৃষ্টি করতে Juwel Sunni Media, জুয়েল সুন্নি মিডিয়া ইউটিউব চ্যানেলের জন্ম হয়েছে।
এছাড়া ইউটিউব এর মাধ্যমে আপনার প্রতিভা যদি তুলে ধরতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। # 01963-761025 ☎
বাংলা দেখুন বাংলাকে ভালোবাসুন সর্বদা সুস্থ থাকুন Juwel Sunni Media , জুয়েল অফ সুন্নাহ্ সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে....
সুন্নিওত কেন আজ বিলুপ্তির পথে চারিদিকে মসজিদের ইমাম মুয়াযযিম সব উহাব নজদির মত অনুসারি আলেম, আর দীন শিক্ষা প্রতিষ্ঠান তাদেরি, এই সময়ের জন্ন্য এই ধরনের ডকুমেন্ট টারি ভিডিও বেশি বেশি তৈরি ও প্রচার করুন কারন। সুন্নিদেও কোণ মাদারসা নাই সবি উহাবিদের দখলে। ইনিস্টিটিউট ছাড়া সুন্নিওত কত দিন টিকে থাকবে আল্লাহই জানেন । সুন্নি পন্থী পিরসাহেব ফুরফুরা, চরমোনাই, এরা উহব নজদির দলদের সাথে ঐক্য মুহাব্বাত দেখাতে গিয়ে কওমি আলিয়া মাদ্রাসা পাসাপাসি প্রতিষ্ঠা করেছিল, ফলে আজ তাদের সেখানে সুন্নিওত বিলুপ্ত হয়ে তারা আজ উহাব নজদির মতবাদ অনুসারীতে পরিনত হয়েছে। রাসুল সা বলেছেন মুনাফেকের কবরের কাছেও যেও না। আর সুন্নিরা তাদের সাথে ঐক্য দেখাতে গিয়েছে। মনে রাখতে হবে ইবলিশ ফিতনা তৈরিতে বড়ই পারদর্শী যুক্তি নিরভর অনেক পরাসুনা তাদের, সহজ কুরান হাদিসের ফাক ফোকর সবই তার জানা, দিনের প্রতিটি সরল পথের বাকে বাকে ইব্লিশ বসে আছে সুফি আলেমের বেশ ধরে । কাজেই সহজ সর্তে কওমি উহাব নজদিদের মত গ্রামে গ্রামে ছোট পরিসরে কেজি ক্যাটাগরির আলিয়া মাদ্রাসা ইনিস্টিটিউট করে দিন প্রচার ও সুন্নিওত ধরে রাখার জন্ন্য একান্ত দরকার। তাতে ইনকাম ও সুন্নিওত উভয়ই কায়েম হবে। দেওবন্দি কওমি আর আহলে হাদিসদের সালাফি মাদ্রাসায় পুরা দেশএ জালের মত ছড়ান রয়েছে। এই সময়ে এই জুগ ভিত্তিক আধুনিক সুন্নি আকিদা ভিত্তিক কেজি মাদ্রাসা ইনিস্টিটিউট গ্রামে গ্রামে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আগাতে হবে আর সুন্নিওত টিকিয়ে রাখার জন্ন্য যুগ উপযোগী মাদ্রাসা অনেক দরকার।