Barisal জেলা থেকে দেখছি.. ভাইয়া আমাদের যখন কল বিসেয়েছে তখন আমারা তাদের কাছে জিগ্যেস করেছিলাম যে সিলেকশন বালি লাগবে কিনা তারা বলছে লাগবে না তাই বরিং সিলেকশন বালি দেওয়া হয় নাই..এখন কি কর নিয়ো.?
ভাই টাংগাইল কালিহাতি থেকে বলছি ১বছর ২মাস হয় আমি সাবমারসিবল পাম্প বসাইছি বসাতে সময় ৫/৬ ভ্যান গোবর দিয়ে ৩৫০ফিট বেরিং এ সাব মারসিবল পাম্পটি স্থাপন করা হয় এবং পাম্প বসানো শেষ হলে বেরিং এ ৪কেজি লবন ৩কিজি ইউরিয়া সার ৪কেজি ডিটারজেন্ট পাউডার ও২কেজি ব্লিসিং পাউডার দেয় বরিংএর মধ্যে ১ বছর ২মাস যাবদ পানি ফেলতেছি এখনো গন্ধ করতেছে এর প্রতিকার কি ভাই দয়া করে জানাবেন ভাই।
সিলেকশন বালি বলতে কি বোঝায়? বোরিং করার পর ফিল্টার সহ নতুন পাইপ ঢুকিয়ে দিয়ে তারপর বাজার থেকে কেনা যে বালি নীচে ঢালা হয় সেটাকেই কি সিলেকশন বালি বলে?এই বালি ঢালার কি কোনো বিশেষ নিয়ম আছে? আমার মিস্ত্রিরা ৪ বস্তা বালি পর পর একসঙ্গে ঢেলে দিয়ে ছিল। আমার টিউবওয়েল বসানো হয়েছে এক মাস হলো। সকালে পাম্প করলে প্রথম বালতির জল কালচে ও সামান্য গন্ধযুক্ত হয় । তার পর ৪-৫ বালতি পরিষ্কার ও গন্ধহীন জল ওঠার পর থেকেই সাদা ও হলদেটে চিকন বালি উঠতে থাকে। টিউবওয়েলটির গভীরতা ১০০ ফুট । এটাতে জোড়া পাইপ লাগানো হয়নি । সাদা একটানা ১০০ ফুট পাইপ , নীচে ১০ ফুট ফিল্টার ও আগুন ধরিয়ে নীচে টা বন্ধ করা ছিল। এখন আপনার এই ভিডিও অনুসারে টুলু পাম্প বসিয়ে ওয়াশ করলে কি আমার টিউবওয়েলে বালি উঠা বন্ধ হবে? অনুগ্ৰহ করে জানাবেন। আমি ভারত থেকে। আমি আপনার আগের ভিডিও তে আমার টিউবওয়েলের এই সমস্যার কথা বলে ছিলাম।
Vai amar tiubwoel 735 fut govir&160 fut line tana sukna mowsumay sadaron motore pane uthena ki korle kon motor bosale pane utbe ta nie ekta video chai doya kore.
হ্যালো আসসালামু আলাইকুম ভাই তিন ইঞ্চি বই রিংগের মধ্যে 0.5 সারমার্সিবল এর মধ্যে দেড় ইঞ্চি পাইপ দিয়ে পানি তোলা হয় এখন আমি পিওর লাগাতে চাই টিউবল এর মধ্যে কি এক ইঞ্চি পাইপ দিয়ে পানি তোলা যাবে টিউবল কোনটা লাগাবো ছোটটা না বড়টা এক ইঞ্চি পাইপের মধ্যে আমাকে পরামর্শ দিবেন প্লিজ ভাই প্লিজ
ভাই ভারত থেকে বলছি।এক মাস হলো নতুন টিউবওয়েল বসানো হয়েছে। প্রথমে ঘোলা পানির সঙ্গে সাদা ও হলদেটে চিকন বালি উঠত। প্রায় ১০-১২ দিন পর পানি পরিষ্কার হয়েছে কিন্তু ঐ সাদা ও হলদেটে চিকন বালি ওঠা বন্ধ হয়নি। এটা কি পরে ঠিক হবে? না হলে এর কারণ ও প্রতিকার বললে উপকৃত হব ।
আসসালামালাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন ভাইয়া আমাদের সাবমারসেবল বসানোর সময় সিলেকশন বালু নিচে যায়নি এজন্য কি কোন বালু উঠে এখন করনীয় কি প্লিজ জানাবেন ভাই