@@PhysicsBong dada eta ki fill korar por whatsapp link e tap korle barbar bolche WhatsApp not installed.Join hote parchina (My name Shibam Banerjee, form e WhatsApp number tao diechi amar ). KINDLY AMAR WHATSAPP NUMBER ta join kore dao nijeder group e , ami link thk parchina .
একজন একটা প্রশ্ন করেছিল মাস্টার্সের পরে ফিল্ড চেন্জ নিয়ে। USA তে ফিল্ড চেন্জ করা সবথেকে সোজা। মানে কেউ হাই এনার্জিতে কাজ করে বায়োতে ট্রান্সফার করতে চাইলে খুবই সম্ভব। কারণ এখানে লোকজন UG এর পরেই জয়েন করে, তাই একটা পার্টিকুলার ফিল্ডেই PhD স্টুডেন্টকে কাজ করতে হবে; এটা তারা মনে করে না। আর UGC এর ৪ বছরের UG কোর্স শুরু হয়েছে, এবার থেকে USA তে সবাই মাস্টার্স না করেই এপ্লাই করতে পারবে। যাত্রাপথে মাস্টার্স পেয়ে যাবে।
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রফেসর সৌমিত্র সেনগুপ্ত বাবুকে অনেক ধন্যবাদ আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রীদের অন্ধকার পথে আলোর দিশা দেখানোর জন্য। সঞ্চালকদেরও অনেক ধন্যবাদ ওঁর মতো এমন এক মানুষের মূল্যবান কথাগুলি আমাদের শুনতে সুযোগ করে দেয়ার জন্য। পরবর্তীতে ওঁকে নিয়ে যদি কোনো interactive সেসন করা হয়, তাহলে খুবই উপকৃত হব। ধন্যবাদ।
Unfortunately, Our intention is to make it in Bengali as initial but yes, If any speaker wants to make it in English then We'll do. So far all are okay with Bengali.
Nice informative video also I'm looking to grow a strong base in scientific computing with Python. Is there any course out there or any professor who can guide me into a short course in getting a profound knowledge
অসাধারণ এবং অত্যন্ত উপযোগী একটি উদ্যোগ ইউনিভার্সিটি স্টুডেন্টস দের জন্য। সবগুলি point অত্যন্ত গুরত্বপূর্ণ। নিজে theoretical condensed matter এর PhD ছাত্র (জার্মানি) এবং IISER এর পূর্বতন ছাত্র হিসেবে আমার সবসময় এ মনে হয়েছে ইউজি দ্বিতীয়/ তৃতীয় বর্ষ থেকেই রিসার্চ এর সাথে পরিচিত হওয়া কতটা জরুরি এবং আমার মতে Indian University গুলোতে iiser বা iit এর মতো research internship বা thesis এর ধারণাটা প্রবর্তন করা কতটা উপযোগী আরও বেশি সংখ্যক ছাত্র কে research এ উদ্বুদ্ধ করার জন্য।