ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতি আমার আগ্রহের বিষয়বস্তু। সঙ্গত কারণেই ঘুরতে ভালোবাসি। ফুরসৎ পেলেই বেরিয়ে পড়ি। তুলে আনার চেষ্টা করি, খোলা চোখে যা দেখি তার সবকিছু। অনুসন্ধান ও উপলব্ধির সমন্বয়ে তথ্যভিত্তিক ভিডিও নির্মাণের চেষ্টা করে যাচ্ছি।
ভাই আপনি কি তথ্য দিলেন? যতসব অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ঠ করলেন। আপনার এই ভিডিও তে জানার এবং বুঝার মতো কিছু নেই।সঠিক ভাবে ভিডিও বানান কাজে আসবে।আপনার বাংলা কথাগুলা ঠিক না।
এতে বোঝা গেলো গরুর খামারের কোনো অভিজ্ঞতা আপনার ও নাই,,খাবার পাত্র এতো উচায় কেনো,,আর গভিরতা এতো কম কেনো,,এই ভুল আপনি না ধরিয়ে বলতেছেন অনেক সুন্দর হয়েছে,,মোট কথা এই ভাবে কেউ বানাবেন না অনেক সমস্যা হবে এভাবে করলে।
ভাই আর যাই হোক আপনি একজন প্রবাসী ছিলেন এই কারণে আপনার বুদ্ধিটাও এরকম প্রবাসী ভাইদের মতই দিলেন। যারা শুরু করতে চায় অল্প দিয়ে শুরু করা ভালো কথাটা অনেক ভালো লাগছে ভাই।