🕺 - Hi, there! I'm Magsman and love to travel! I am a Bangladeshi Travel Vlogger and make Bangla Travel Videos.
🌐 - I make Travel Video Vlog. This is my Bangla Travel blogging channel for Bangla Travel Video. 🗺️ - I make solo travel around different cities in the part of my World Travel Video Series. Along the way, I indulge in street food and immerse myself in local culture. My dream is to become a full-time travel vlogger and to make more engaging travel Vlogs. 🎞️ - And I publish my travel Video Stories on youtube through the Travel blog format. I share more travel tips, cheap flight information, hotel booking, visa information and many tourist attractions for the budget traveler. My hope, my travel vlog will inspire you in unique and exciting ways to your own adventures. My work means the world to me. 🗓️ - I regularly publish my travel video stories here in Travel video Vlog format, once a week. Now I need your love and support. 🙏 ❤️
রিটার্ন টিকিট, হোটেল বুকিং ও আইটেনারি রেডি করে নিয়ে যাবেন। কোন প্রশ্ন জিজ্ঞেস করলে বলবেন, ঘুরতে যাচ্ছি। ঘুরা শেষ হলে চলে আসবো। এই দেখেন রিটার্ন টিকিট। অল দ্যা বেস্ট।
মাত্র 40 হাজার টাকা নিয়ে গেলে আপনারা ভিয়েতনামের টাকায় 70 লক্ষ টাকা পেয়ে যাবেন যেখানে আপনারা খুবই ভালোভাবে ঘুরতে পারবেন এবং বিলাসবহুল জীবনযাপন করতে পারবেন
ভাইয়া ভিজেটে গিয়ে কাজ করতে পারবো আমাকে এক জনে এজেন্সি ওয়ালা বলছে কাজ করতে পারবো পুলিশ কোন ঝামেলা করবে না এখানে তো ভাইয়া দীর্ঘদিন দীর্ঘ বছর থাকতে হবে কোন সমস্যা হবে কিনা ভাইয়া জানাবেন
কীভাবে যাবেন? প্রথমেই চলে যেতে হবে খাগড়াছড়ি সদরে। শহর থেকে পানছড়ি যাওয়ার সময় চোখে পড়বে জামতলী যাত্রী ছাউনি। ছাউনির বাঁ-পাশের রাস্তা ধরে হাঁটলে দেখা মিলবে চেঙ্গি নদীর। এই নদী পার হয়ে হাতের ডানপাশের রাস্তা ধরে হাঁটতে হবে। অল্প কিছুক্ষণ হাঁটার পর দেখা যাবে পল্টনজয় সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলের কাছেই একটি দোকান আছে। এবার এই দোকানের পাশের মেঠোপথ ধরে আগাতে হবে। এ পথে দুটো সাঁকো পার হওয়ার পর একটি ধান ভাঙার কল চোখে পড়বে। কলের ডানপাশের রাস্তা ধরে হাঁটলে আরেকটি সাঁকো পার হতে হবে। সাঁকো পার করে মূল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন বগড়া পাড়ায়। বগড়া পাড়ার পর এক বিশাল ছড়ার দেখা মিলবে। ছড়া পেরিয়ে অল্প কিছুদূর হাঁটলেই পৌঁছে যাবেন আরেকটি লোকালয়ে, যার নাম কাপতলা পাড়া। এ পাড়ার একটি স্কুলের নাম ‘কৃষকের মাঠ স্কুল’। এবার স্কুলের ডানদিকের ঢালু রাস্তা দিয়ে নেমে সোজা হাঁটতে হবে। আশেপাশের প্রকৃতি উপভোগ করতে করতে দেখবেন পৌঁছে গিয়েছেন স্বর্গের সিঁড়ির কাছে। কিছু প্রয়োজনীয় নির্দেশনা ১. এলাকায় পানির সংকট, তাই নিজের প্রয়োজনমতো পানি নিতে হবে। সাথে শুকনো খাবার বা গ্লুকোজ রাখতে পারেন। ২. স্থানীয়দের সাথে নমনীয় ব্যবহার করবেন। তাদের সাথে ছবি তুলতে চাইলে অবশ্যই অনুমতি চেয়ে নেবেন। ৩. পরিবেশের ক্ষতি করে, এমন কোনো অপচনশীল দ্রব্য, যেমন- পানির প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট বা পলিথিন যেখানে সেখানে ফেলে আসবেন না। ৪. যারা প্রথমবার যাবেন, অবশ্যই দলবদ্ধভাবে থাকবেন।
কীভাবে যাবেন? দেশের যে কোনো স্থান থেকে প্রথমে খাগড়াছড়ি পৌঁছাতে হবে। সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাবেন হাতিমুড়া। এরপর পানছড়ি যাওযার পথে জামতলীস্থ যাত্রী ছাউনির সামনে নামতে হবে।বামদিকের রাস্তা ধরে সোজা গিয়ে চেঙ্গী নদী পেরিয়ে ডান দিকে স্কুল। সেখান থেকে ঘণ্টাখানেক হাঁটলেই পৌঁছে যাবেন স্বর্গের সিঁড়িতে। সেখানে রাত্রিযাপনের কোনো ব্যবস্থা নেই। তাই ফিরে আসুন খাগড়াছড়িতে।
ভিয়েতনামে তেমন কোন জব নাই যারা অদক্ষ শ্রমিক তাদরে জন্য। যেমন- যদি সফটওয়্যার ইন্জিয়ার না হয়ে থাকেন অথবা ভালো কোন কাজের স্কিল আপনার না থাকে। আশা করি বুজতে পেরেছেন।