™️ যারা বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের অথেন্টিক ঝালমুড়ি ট্রাই করেননি তাদের জন্য বাংলাদেশে একমাত্র মুড়ি মামা তৈরি করেছেন দেশি-বিদেশি মোট 28 টি মুড়ির আইটেম মানে বিশ্বের সবচেয়ে বেশি মুড়ি আইটেম, কোনো ধরনের পোড়া তেল আর্টিফিশিয়াল মসলা কালার এবং ফ্লেভার ছোলা আলু শুকনা মরিচ টেস্টিংসল্ট মুরগীর গিলা কলিজা পা মাথা ছাড়া সম্পূর্ণ অর্গানিক মসলা কোন ধরনের হাতের স্পর্শ ছাড়া শুধুমাত্র চিকেন মাটন ইলিশ চিংড়ি দুই মধু কাজুবাদাম দিয়ে তৈরি করা হয় এই আইটেমগুলো তাই সবার আমন্ত্রণ রইলো 💞💞
ঘুগনীর উপরে মশা-মাছি বসছে। এইটা তো একটু ঢেকেও রাখা যায়। স্ট্রিট ফুড মানেই যে যা হবে বিষয়টা তো এমন না। চাইলেই একটু পরিষ্কার পরিছন্ন ভাবে উপস্থাপন করা যায়।