এটা বাংলাদেশের লোক সংগীত। এ কে এম আব্দুল আজিজের কথা ও সুরে এই গান। প্রথম গেয়েছিলেন আব্দুল আলিম। নীনা হামিদও গেয়েছিলেন। এই শিল্পী সুরটা খুব বাজে ভাবে চেন্জ করে করে গাইলেন। সেটাতেও খুব বিরক্ত হইনি। গানের কথা অসংখ্য ভুল। শুরুটাই ভুল করে অথবা ইচ্ছে করে ভুল গাইলো। কলকল ছলছল এর জায়গায় ছলছল কলকল গাইলো। অসংখ্য উচ্চারণ ভুল। সংগীতে না বুঝে, না জেনে মাতব্বরি করা পাপ। শিল্পী কে ধিক্কার জানাই। তবে নৃত্য নিয়ে আমার কোনো কমপ্লেন নাই।