S M SHARAT, He is the Singer of Bangladesh Television, Radio, Film, Audio & Video Albums and Worldwide Stage Performer. This the official youtube channel of singer S M Sharat. Please subscribe my youtube channel.
ভালোবাসা অনেকটা বৃষ্টির মত, আপনি হাউমাউ করে কেঁদেও ডেকে আনতে পারবেন না। আবার হুট করে একদিন দেখবেন আপনাকে তুমুল বৃষ্টির মতো এসে ভিঁজিয়ে দিবে খুব। সেই বৃষ্টি ফোঁটা আপনার শুধু শরীর নয়, ভিতরের আত্মা পর্যন্ত ছুঁয়ে যাবে। আপনি ভিঁজবেন, মুগ্ধ হবেন, কবিতা লিখবেন, জ্বর বাঁধিয়ে বসবেন। একজোড়া নরম শীতল ঠোঁট কপালে চুমু খেয়ে ওই জ্বর নামিয়ে দিবে। আপনার মনে হবে, এই তো জীবন, এই তো বেঁচে থাকা, এই তো আনন্দ। কিন্তু আপনি কস্মিনকালেও বুঝবেন না আপনার সর্বনাশ হয়ে গেছে। চুমুর জোরে কপালের জ্বর নামিয়ে দেয়া ওই একজোড়া ঠোঁটে যদি ভুলক্রমে প্রতারণা জীবাণু থাকে, তবে সেই চুমু, সেই জ্বর কালক্রমে ক্যান্সারের রুপ নিবে, যে ক্যান্সারের কোন চিকিৎসা পৃথিবীর কোথাও নেই..!🖤
আমি পশ্চিমবঙ্গ থেকে শুনে আমার সেই 10/12/2002 দিন টির কথা মনে পড়ে, আমার প্রিয় তাবাসসুম সঙ্গে পালিয়ে বিবাহ করেছিলাম, কিন্তু আমার ফ্যামিলি স্ট্যাটাস ও অর্থে তাবাসসুম দুর্বল ছিল, আমার ফ্যামিলি বিবাহ নাকচ করে,কারন তাবাসসুম বয়স 18 থেকে 3 মাস কম ছিল। অভিমানে ক্রোধে অনেক দিন রাস্তায় রাস্তায় ঘুরি, আমার অন্য মেয়ের সঙ্গে বিবাহ দেয়, তাবাসসুম ও অন্য জায়গায় বিবাহ হয়ে যায়, এই 22 বছরের মধ্যে তার সঙ্গে একদিন দেখা হয়েছিল তাবাসসুম চিৎকার করে কান্না করেছিলে, নিয়তির কী পরিহাস 09/09/2024 তাবাসসুম এর কন্যার সঙ্গে আমার পুত্রের বিবাহ দিয়েছি, আমি এখন হ্যাপি, যখন খুশি তাবাসসুম সঙ্গে কথা বলতে পারি
@@SMSHARAT অসংখ্য ধন্যবাদ ভাই কেউ কমেন্টের রিপ্লাই দেয় না তার জন্য আমি পরে এসে সবার কমেন্ট ডিলিট করে দেই আমি আপনার সব গান শুনি কিন্তু কমেন্ট করে না আজ থেকে কমেন্ট করে যাব 👌👌👌
সেই ছোট বেলায় বাটন মোবাইল এ গান গুলো শুনতাম মনের আনন্দে আর এখন তোমাকে হারিয়ে বুকে হাজার কষ্ট আর চোখে পানি নিয়ে গান গুলো শুনি😢😢 সময় বড়ই অদ্ভুত তাই না ইতি..?😊