Тёмный
Phitron
Phitron
Phitron
Подписаться
Our goal is to help those serious about getting better at programming and making their learning process enjoyable and effective. In this effort, we are constantly learning new things, and trying. Through the Phitron initiative, we want to work on problem-solving, and core programming fundamentals.
Комментарии
@mdneloy856
@mdneloy856 37 минут назад
abdur rakib bhai apnar kache amar koto gula question ache ami apnar mail khujle khujke pagol hoye gechi bhai apnake linkdine ee sms dibo please bhai aktu response koiren
@phitron
@phitron 35 минут назад
সুন্দরভাবে লিখে পাঠান, তাহলে অবশ্যই দিবে।
@Al-Sami
@Al-Sami 47 минут назад
realistic and inspiring story.
@phitron
@phitron 35 минут назад
ধন্যবাদ
@mahfuzahmed1886
@mahfuzahmed1886 52 минуты назад
ভাই এর মেন্টালিটি খুবই স্ট্রং👌
@phitron
@phitron 34 минуты назад
ট্রু ❤️
@Al-Sami
@Al-Sami 58 минут назад
ajk er podcast best cilo. phi-cast er best podcast ever
@phitron
@phitron 34 минуты назад
নিঃসন্দেহে ❤️
@tamimvaiya531
@tamimvaiya531 Час назад
Take Love Bhai. <3
@Jawad_JIsan
@Jawad_JIsan Час назад
Shariar Hossain Vii
@MaryemAnika
@MaryemAnika День назад
Ami shudhu c programming motamoti pari r kichui pari na. Amr ki ei course e enroll kora uchit hobe??
@phitron
@phitron 34 минуты назад
জ্বি অবশ্যই, অমরা একদম জিরো থেকেই শুরু করি, কিছুই পারার প্রয়োজন নেই।
@diptocodes
@diptocodes День назад
i love jhankar mahabub sir video
@ShortOfSourov.
@ShortOfSourov. День назад
CSE vs SWE which one will be good? Plz help me
@shahadat6050
@shahadat6050 День назад
২টাই ভালো। সিএসই এর ফিল্ড অনেক বিড়। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ফিল্ড তার চেয়ে একটু ছোট। বাট সাবজেক্ট হিসেবে খুবই ভালো একটা সাবজেক্ট
@techsdeepdoer
@techsdeepdoer 2 дня назад
😍😍😍😍😍
@MdSahid-nr5bs
@MdSahid-nr5bs 2 дня назад
Course fee?
@diptocodes
@diptocodes 2 дня назад
i like this video
@AIconnectoff
@AIconnectoff 3 дня назад
1st : How can i decide what should i do thesis or Project? 2nd : How i get standerd salary job after complete graducation? 3rd : For good job which is matter cgpa or good university or skill ?
@abdullaalmamun79
@abdullaalmamun79 3 дня назад
Questions: 1. CSE er jonno University matter kore kina jodi kore kototuku? 2. CP and web development ba aldha 2ta skill akshate ki possible or kora ucit kina? 3. Tech Giant company te jawar jonno icca takle kotodiner akta time set korte hobe? ebabe cinta kora ki possible kina je 1/2year try kore oytar baa kaca kaci industryr jonno prepared?
@shahedmahmud3189
@shahedmahmud3189 4 дня назад
সুন্দর আলোচনা হয়েছে, হ্যাঁ আমি জানি হোস্টের সিএসই নিয়ে বিশদ জ্ঞান রয়েছে তবে এখানে গেস্টকে সাময়িক সময়ের জন্য পেয়েছি তাই উনার থেকে আরো বেশি শুনতে পারলেই ভালো লাগতো, মাঝখানে ইন্টারেপশন না থাকলে আরও ভালো হতো, কিন্তু ভাই আপনারা দুইজনেই জোস আমার কাছে 🫂
@shuchonacreation
@shuchonacreation 4 дня назад
আমি BBA অর্নাস পড়ি কিন্তু আমার স্বপ্ন ইন্জিনিয়ারিং ডিজাইন হতে চাইছিলাম। আমি কি এই job করতে পারব?
@sciencetrivia821
@sciencetrivia821 5 дней назад
স্যারের কাছে জানতে চাওয়া তিনটি প্রশ্ন : ১. তুলনামূলক নিম্নমানের ইউনিভার্সিটি থেকে কিভাবে ভালো নেটওয়ার্ক বিল্ড করা যায়? ২.বিদেশে উচ্চশিক্ষার জন্য একাডেমিক লাইফে কি কি জিনিস মাথায় রাখতে হবে? ৩.কিভাবে ভালো সিজি মেইনটেইন করা যায়?
@minhajmehtaj5472
@minhajmehtaj5472 5 дней назад
If anyone sticks to their aim for 5 years, then success will come. It is one of the most inspirational talk in this session. I really enjoyed the session Success is sweet but the secret to success is sweat. Thanks a lot Jhankar vai for this session and also grateful to M Manjur Mahmud Sir.
@talukderarafatrahman2061
@talukderarafatrahman2061 6 дней назад
Private University UGC grading system mane na keno ??
@minhajmehtaj5472
@minhajmehtaj5472 6 дней назад
ডাটাসফটের মঞ্জুর মাহমুদ স্যারের প্রত্যেকটা প্রোগ্রাম খুব সুন্দর হয়। অপেক্ষায় রইলাম ❤
@diptocodes
@diptocodes 6 дней назад
i am ready
@anikdas9397
@anikdas9397 6 дней назад
Apurbo bro❤❤
@abubakaristiak
@abubakaristiak 6 дней назад
আমার এই প্রশ্নগুলো জানা খুবই দরকার কারণ আগামী দুই এক বছরের মধ্যে হয়তো আমি CSE নিয়ে পড়তে পারি। স্যারের কাছে আমার এই তিনটা কোশ্চেন: 1. CSE রানিং স্টুডেন্ট কিভাবে অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি, কমপ্লিটিভ প্রোগ্রামিং ফিল্ডে সঙ্গে অ্যাটাচ থাকতে পারে অর্থাৎ কোন দিকে বেশি ফোকাস করা দরকার? 2. একজন CSE স্টুডেন্ট কিভাবে প্রোপার ওয়েতে টাইম ম্যানেজমেন্ট করা দরকার? 3. সাম্প্রতিক সময়ে স্টুডেন্টদের ফেবারেট সাবজেট লিস্টে টপ প্রায়োরিটি CSE. তাহলে প্রতিবছর অনেক বেশি পরিমাণে CSE গ্র্যাজুয়েট পাশ করে বের হচ্ছে। এইভাবে যদি সাইকেলটা চলতে থাকে, তাহলে ইন ফিউচার একাডেমিক লাইফে এটা কতটা ইফেক্ট ক্রিয়েট করতে পারে?
@mohammadabdullahaalforhad1375
@mohammadabdullahaalforhad1375 7 дней назад
ফিরোজ স্যারের কাছে ৩টা প্রশ্ন : ১. CSE ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হিসেবে কোন কোন বইগুলো পড়া উচিত এন্ড নিয়মিত ভাবে কীভাবে বই পড়ার অভ্যাস গঠন করতে পারি। ২. যেকোনো সিসুয়েশনে কীভাবে শিখার মাইন্ডসেট টা ধরে রাখতে পারি। এন্ড ডে বাই ডে কীভাবে শিখার মাইন্ডসেট টা কে আরো বেশি গ্রো করতে পারি। ৩. যেকোনো পরিস্থিতিতে কীভাবে নিজের স্বপ্ন বা গোলটাকে ধরে রাখতে পারি এন্ড চ্যালেঞ্জ নেওয়াটাকে একটা অভ্যাসে পরিণত করতে পারি
@khanprogram-z8y
@khanprogram-z8y 7 дней назад
শুধু এই দুটো বিষয় নিয়ে একটা কোর্স চালু করেন বেসিক টু এডভান্স
@The_Aashiq
@The_Aashiq 7 дней назад
how to get internship while studying at 2nd/ 3rd semester
@nazimuddinshawon4986
@nazimuddinshawon4986 7 дней назад
Sirs RU-vid channel youtube.com/@farhanferoz8226?si=X38cfuCfAI0tf8gD
@nazimuddinshawon4986
@nazimuddinshawon4986 7 дней назад
One of the best faculty i ever had
@chowdhury3278
@chowdhury3278 7 дней назад
1. University final year e Project or Thesis, kunta better option? 2. As a 3rd-year student, Research e involved hote ki kora uchit? 3. Higher studies er jonno CSE er kun course gulo te beshi focus kora uchit?
@SujonAhamed-nq8vj
@SujonAhamed-nq8vj 8 дней назад
স্যারের কাছে আমার তিনটা ভিন্ন প্রশ্ন: ১. বাংলাদেশে বর্তমানে সিএসসির জব মার্কেট কেমন এবং এই ফিল্ডে প্রবেশ করতে গেলে কি কি স্কিলস প্রয়োজন? ২. ভালো সফটওয়্যার কোম্পানিতে চান্স পাওয়ার জন্য কি শুধু সিপি (Competitive Programming) করা দরকার, নাকি লিটকোড এবং অন্যান্য রিয়েল-ওয়ার্ল্ড প্র্যাকটিসও গুরুত্বপূর্ণ? ৩. বিশ্ববিদ্যালয়ে সিজিপিএ ভালো রাখার জন্য কিছু কার্যকর স্টাডি ট্রিকস এবং সময় ব্যবস্থাপনা কৌশল কি হতে পারে?
@clancastle3511
@clancastle3511 7 дней назад
Sharing the answer from my experience- 1) The job market has still so much to offer. There is still a great number of lacking noticeable in our job market. Talking about skills, one must get involved in problem solving and follow the process of continuing! To mention here, we have different types of openings available like position for development, SQA, Networking, Project Management(it needs good experience though) and so on. 2) Competitive programing will act like a savior for you if you want to join the industry. Accordingly, leetcode is widely accepted in our country. To crack the interviews you must have a sound knowledge of OPP, Data Structure, Algorithm. It is a must! 3) Always value the small portion of marks including quizzes, assignments. Focus on your lab marks. Always try to do labs by your own. It'll help you to learn so many new terms and ensure the marks. A tip- always try to maintain your github from the very beginning. And try to maintain your notes it will eventually help you while sitting for the interviews.
@habibunnabihemel6353
@habibunnabihemel6353 8 дней назад
It is a humble request to the Phitron Team that the host should refrain from interrupting the guest and allow them to finish speaking. Excessive questioning before the guest completes their thoughts can be quite disruptive.
@nclashraw8633
@nclashraw8633 8 дней назад
My Questions- 1. Can I do extra curricular activities or building skills (i.e. programming, Robotics) along with the BRAC CSE curriculum? & will it affect my academics? 2. What's the future of AI & ROBOTICS in Bangladesh? & How to prepare for it? 3. Sir, when are we getting your marriage invitation? 😜
@mohammadabdullahaalforhad1375
@mohammadabdullahaalforhad1375 7 дней назад
3 number ta joss cilo
@pingpong1638
@pingpong1638 8 дней назад
স্যারের কাছে আমার তিনটা প্রশ্ন: ১। CSE-এর জন্য কি ভার্সিটি ম্যাটার করে ? ২। ঠিক মত ক্লাস না হলে, স্যার রা তেমন দক্ষ না হলে সেই ভার্সিটিতে কি পড়া উচিত ?? (ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গা) ৩। নিজে থেকে বা Phitron/Programing Hero থেকে কোর্স করে কি সার্ভাইব করা সম্ভব হবে ?? যদি এমন ভার্সিটিতে পড়ি ?
@shahadat6050
@shahadat6050 8 дней назад
সিএসই যতোটানা ভার্সিটি নির্ভর তারথেকে অনেক বেশী নিজের উপর। অনেকে ভালো ইউনিভার্সিটিতে পড়েও কিছু করতে পারেনা। আবার অনেকেই এর থেকেও নিচের লেভেলের অনেক জায়গায় পড়ে ভালো কিছু করতেছে। আর এখন ইউটিউব গুগল থাকতে একটা লেকচার অনেক অনেক ইন্সট্রাক্টর এর কাছ থেকে শেখা যায়। সো টিচার কেমন সেটাও বিগ কোন প্রবলেম না। ফাইট্রনের কোর্সে আপনি যখনই প্রবলেম এ পড়বেন সাথে সাথে সাপোর্ট পাবেন এবং এখানের লেকচারগুলো অনেকবেশী বিগিনার ফ্রেন্ডলি করে তৈরি করা। সো আপনি সময় দিতে পারলে অবশ্যই সম্ভব
@NUSRATJAHANNIDHI-wt9zx
@NUSRATJAHANNIDHI-wt9zx 8 дней назад
Farhan sir is best. Gem of our BRAC University 💎
@phitron
@phitron 8 дней назад
True 💙
@SaikatIslam-10540
@SaikatIslam-10540 8 дней назад
আসসালামু আলাইকুম ভাইয়া । আমি ডিপ্লোমা ২য় সেমিস্টারে আছি এবং আপনাদের সাথে ৬ষ্ঠ ব্যাসে যুক্ত হয়েছি । ১) যারা ইংরেজিতে দুর্বল কিন্তু প্রোগ্রামিং এর প্রতি আগ্রহি তাদের জন্য ফাইট্রনে আসা ঠিক কিনা? ২)যেহেতু আমি CSE তে নতুন স্টূডেন্ট এখন আমার স্কিলের দিকে কেমন ফোকাস দেওয়া উচিত? ৩) ৩য় ব্যাসে আমার ভাই ছিল আপনাদের যুক্ত ছিল । সেখানে আমি ফারহান ভাইয়ের সি প্রোগ্রামিং এর কিছু ক্লাস করেছি । অনেক ভালো লেগেছে ব্যাট কন্টিনিউ করতে পারি নাই তাই ফাইট্রনে যুক্ত হয়েছি । এখন প্রশ্ন ভাইয়া রেগুলারিটি মেন্টেন করা যায়? যদিও এটা নিজের কাছে । আপনি আমাকে কিছু টিপস দেন
@shahadat6050
@shahadat6050 8 дней назад
১. ইংরেজিতে দূর্বল হলেও ফাইট্রনে এনরোল করতে প্রবলেম নাই। ২. স্কিল বিল্ড করার এখনই পারফেক্ট সময় আপনি এখন থেকে প্রবলেম সলভিং ডাটা স্ট্রাকচার এলগরিদম ডাটাবেজ এসবকিছু উপর বেশী ফোকাস করেন। ৩. রেগুলেটরি মেইন্টেইন করতে হলে অবশ্যই ডেডিকেটেড হতে হবে। আর আমাদের স্টুডেন্ট কেয়ার টিম তো আছেই। ডেইলির মডিউল ডেইলি শেষ করতে হবে। সোশ্যাল মিডিয়া কম ইউস করতে হবে।
@mohammadtanbir7470
@mohammadtanbir7470 8 дней назад
স্যারের কাছে আমার তিনটা প্রশ্ন: ১.বাংলাদেশে বর্তমানে সিএসসির জব ফিল্ডটা কেমন? ২.ভালো সফটওয়ার কোম্পানিতে চান্স পেতে চাইলে কি সিপি করা লাগবে?নাকি শুধু লিটকোড করলেই হবে? ৩.ইউনিভার্সিটিতে সিজিপিএ ভালো রাখার কিছু ট্রিক্স এন্ড টিপস
@shahadat6050
@shahadat6050 8 дней назад
১. এটা বাংলাদেশ সহ সারা বিশ্বেই ক্রমবর্ধমান। তবে দিন দিন কম্পিটিশন বাড়তেছে। এখন টেকনোলজিক্যাল নলেজ আগের থেকেও ভালো থাকা লাগে। ২. সিপি থাকাটা ভালো। তবে সেটা ছাড়া যে পারা যাবেইনা তা কিন্তু না। ৩. আগের বেশ কয়েকটা এক্সামের কোশ্চেন এনালাইসিস করে দেখলেই বুঝা যায় কোনটা বেশী আসে। সেগুলো প্র‍্যাক্টি করা যেতে পারে এক্সামের আগের রাতে।
@MdMosharrofHossain-Nishat
@MdMosharrofHossain-Nishat 8 дней назад
xoss couse
@procesta786
@procesta786 8 дней назад
১। সিএসই এর ক্ষেত্রে ইউনিভার্সিটি ম্যাটার করে কিনা?করলে কতটুকু করে বা জব মার্কেটে ইউনিভার্সিটির কারণে বৈষম্য তৈরি হয় কিনা? ২।যদিও প্রশ্নটা একটু হাস্যকর লাগতে পারে তবে আমার খুবই ইচ্ছে জানার।আমার কিছু বন্ধুকে দেখি তারা খেলাধুলা ও করে,প্রেমও করে,এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও করে,সাইড-ইনকামও করে,ঘুরাঘুরি ও করে রেজাল্টও ভালো। এসকল পাবলিকগুলো আসলে কিভাবে করে আমার খুবই জানার ইচ্ছে।আমি কোথাও একদিন ঘুরতে গেলে তার পরেরদিন মনে হয় আমার জন্য আকাশ পাতাল সব এক হয়ে যাচ্ছে।পা থেকে মাটি সরে যাচ্ছে। দয়া করে বলবেন। ৩।একটা কথা আছে "Communication is the key"। এক্ষেত্রে আমি যদি কারো সাথে কমিউনিকেট হতে চাই তাহলে হবো কিভাবে?এপ্রোচটা কেমন হবে।অনেকের সাথে হওয়ার চেষ্টা করছি তাদের ভার্সিটির না হওয়ার কারণে আসলে কোনো সিগনিফিকেন্ট বিষয়ে হেল্প করতে আগ্রহ প্রকাশ করে না।তাই আমি যদি চাই সারা বাংলাদেশের পাবলিক,প্রাইভেট যাই হোক না কেনো আমার ফিল্ডের ভিতর একটা শক্ত ও মজবুত কমিনিউকেশনে তৈরি করতে তাহলে কিভাবে করবো? যাদের কাছে এটলিস্ট কাঙ্খিত হেল্পটা পাবো।
@Saad-jp7oi
@Saad-jp7oi 8 дней назад
My Questions - 1 - Sir CSE er jonno University kotota matter kore ? 2 - CP suru korsi ami ekhon valo lagtese kintu jodi ekta time e giya hard lage tokhon ki korbo? 3 - Major hisebe kivabe subject choose korbo ? like data science, cyber security etc er moddhe kivabe bujbo konta amar jonne better hobe ? Thanks in advance...
@shahadat6050
@shahadat6050 8 дней назад
১. সিএসই এর জন্য ইউনিভার্সিটি এর থেকেও যেটা বেশী মেটার করে সেটা হলো সেল্ফ ডেডিকেশন। মোটামুটি সব ইউনিভার্সিটিতেই সিএসই এর সেইম সাবজেক্টগুলোই পড়ানো হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটি এনভায়রনমেন্টটা ভালো ইফেক্ট ফেলে। যাদের প্যাশন থাকে এবং পরিশ্রমী হয় তাদের জন্য ইউনিভার্সিটি আসলে তেমন বেশী মেটার করেনা। ২। এটা আসলে স্পোর্টস এর মতো আপনার হার্ড লাগলেও যদি এটাকে ভালোবাসেন তাহলে ধৈর্য ধরে রাখতে পারবেন। আর কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হবে। যে প্রবলেম গুলো অনেক ট্রাই করেও পারা যাচ্ছেনা। দরকার হলে সলিউশন দেখে নিয়ে হলেও আবার ট্রাই করতে হবে। ৩. বেটার হয় যদি আপনি সেই সাবজেক্ট গুলো নিয়ে একটু রিসার্চ করেন। দেন ডিসিশন নেওয়াট ইজি হয়ে যাবে।
@phitron
@phitron 8 дней назад
1. University matter kore if you consider envirnoment. Sekhar khetre you can rely on other things. Sikhte Chaile onek resources ache university bade. But a good university provides you a good community and network.
@phitron
@phitron 8 дней назад
2. Ekta certain time pore sob kichui kothin lagte shuru kore. Eitar ekmatro solution holo lege thakte hobe.
@Alexfergusiion
@Alexfergusiion 8 дней назад
Questions: 1.kono course shuru korle initial phase e onek interesting lage.Tobe topic gula ektu jotil howa start korle course korte moteo iccha kore na.What can be the solution? 2.kono kichhu te consistent hote chaile mindset ta kemon hoite hobe? 3.Good problem solvers der jonno Data Science career track koto ta fruitful?
@shahadat6050
@shahadat6050 8 дней назад
১. এরকম সিটুয়েশন আসলে সবারই আসে। এই টাইমে ধর্য ধরার কোন বিকল্প নাই। বোরিং টপিকগুলো ইউটিউবে অনেক টিউটর ইন্টারেস্টিং ওয়েতে শেখায় সেগুলো ফলো করা যেতে পারে। ২. যে জিনিসগুলো আমাদের ডিস্ট্রাক্টেড করে সেগুলো থেকে দূরে থাকতে হবে। যেমন ফেসবুক, ইউটিউব রিলস এগুলো। পাশাপাশি পার্সনাল লাইফে কম প্রয়োজনীয় ইভেন্টগুলোতে যাওয়া কমিয়ে দিতে হবে।
@phitron
@phitron 8 дней назад
1. এই সমস্যাটি অনেকের সাথেই হয়। এর কারণ হতে পারে নতুন কিছু শেখার প্রাথমিক উত্তেজনা কমে যাওয়া বা জটিল বিষয়গুলি বুঝতে সমস্যা হওয়া। এই সমস্যা সমাধানের জন্য আপনি এই কাজগুলো করতে পারেন : - ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন:পুরো কোর্সকে একসাথে না ভেবে, ছোট ছোট অধ্যায় বা টপিককে লক্ষ্য হিসেবে ধরুন। প্রতিটি ছোট লক্ষ্য অর্জনের পর নিজেকে পুরস্কৃত করুন। - স্টাডি গ্রুপে যোগ দিন: অন্যদের সাথে মিলে পড়াশোনা করলে জটিল বিষয়গুলো বুঝতে সহজ হবে এবং মোটিভেশনও বাড়বে। - আপনার শিক্ষক বা সহপাঠীদের সাথে কথা বলুন: যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, তাহলে দ্বিধা করবেন না, তাদের সাথে কথা বলুন। - অনলাইন রিসোর্স ব্যবহার করুন: ইউটিউব, কোর্সেরা, এডেক্স ইত্যাদি প্ল্যাটফর্মে অনেক ভালো ভালো কোর্স এবং টিউটোরিয়াল পাওয়া যায়। - প্র্যাকটিস করুন: তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি প্র্যাকটিস করলেও জটিল বিষয়গুলো বুঝতে সহজ হবে।
@phitron
@phitron 8 дней назад
2. কোনো কিছুতে কনসিস্টেন্ট হতে হলে একটি সঠিক মাইন্ডসেট থাকা খুবই জরুরি। এই মাইন্ডসেটের মধ্যে থাকবে: - ধৈর্য্য: কোনো কিছু একদিনেই শিখে ফেলা সম্ভব নয়। ধৈর্য্য ধরে কাজ করতে হবে। - আত্মবিশ্বাস: নিজের উপর বিশ্বাস রাখতে হবে। ভুল করলেও নিজেকে নিরুৎসাহিত করবেন না। - লক্ষ্য নির্ধারণ: স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করুন। - পরিকল্পনা: একটি ভালো পরিকল্পনা বানান এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। - স্বাধীনতা: নিজের উপর নির্ভর করতে শিখুন। অন্যের উপর নির্ভর করবেন না।
@Arno__07C
@Arno__07C 4 дня назад
​@@phitron 3no ta amr lagbe bhai den🫠
@akhlakurrahman7846
@akhlakurrahman7846 9 дней назад
❤❤❤
@phitron
@phitron 8 дней назад
@webdevsshariful
@webdevsshariful 9 дней назад
But AI will take over all coders in just two years. According to AMAZON CEO "In Leaked Audio, Amazon Cloud CEO Says Human Developers Will Soon Be a Thing of the Past"
@phitron
@phitron 9 дней назад
Not going to happen very soon. তবে যদি হয়ও ? তাই বলে কি আমরা কোনো স্কিল শিখবো না ?
@webdevsshariful
@webdevsshariful 8 дней назад
@@phitron Bujhte parchi na vai ki korbo. Phitron-er page ta open kora ache 2 din dore, anek chinta korchi enroll korbo kina. Kintu remote job system almost dead, ar BD market-er obostha ja, ekjon rickshaw driver-o anek valo income kore 2-3 bochor-er experienced software engineer-er theke. Tar upor ami hoilam non-CSC. Ektu motivation-er dorkar.