আপনার কথা আমি সহমত পোষণ করতেছি, মূর্তি ভাঙার দরকার ভাঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর কে অপমান করা হচ্ছে তাকে মনে করেইত গলায় জুতার মালা পরিয়েছ তিনি কি আমাদের দেশের জন্য কিছুই করেননি
আপনার ভুল ধারণা, এই মূর্তি করার সময় আলেমরা পর্যন্ত নিষেধ করেছিল, আলেমদের সেই নিষেধ মানা হয়নি, মুক্তি গড়া হয়েছিল।এই মূর্তি তৈরি করার জন্য তার বাবা অবশ্যই কবরে অনেক আজব ভোগ করছিল, এটা ইসলাম ধর্মের আইন, সেনাবাহিনী মূর্তিগুলো ভেঙেছে এর কারনে নিশ্চয় তার বাবার কবরের শাস্তি নিশ্চয়ই কিছুটা কমেছে, তার সন্তান বাবাকে অমর করার জন্য বাবার শাস্তির ব্যবস্থা করে দিয়েছিল কবরে।