ভিডিওটি দেখে ভালো লাগলো। খুব সুন্দর আপনার কণ্ঠস্বর, এবং উপস্থাপন ,আপনার বর্ণনার কৌশল ,এডিটিং ,ক্যামেরার কাজ, এবং তথ্য জ্ঞাপন, সমস্ত কিছু মিলিয়েই ভিডিওটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে ।ধন্যবাদ।
নিশ্চয়ই জানাবো, তবে শুধু কলকাতা নয়, আমাদের দেশে বিশেষত রাজ্যে অনেক অনেক অজানা ইতিহাস লুকিয়ে রয়েছে এবং সেগুলো নিয়ে আমাদের vlog ও রয়েছে, সেগুলো দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।🙏
খুব ভালো উপস্থাপনা। বহু অজানা জিনিস জানতে পারছি তোমাদের চ্যানেল থেকে।❤ যদি যে রাস্তাটার কথা উল্লেখ করলে গোয়ালন্দ থেকে কলকাতা আসার তার গুগল মাপে রুট দিয়ে একটা ব্লাগ তৈরী করো তবে খুব খুশি হবো। অতীতের এই আসাম থেকে কলকাতা আসার নদী পথ এখন ঠিক কোন দিক আসতো তা জানার ইচ্ছে রইলো
ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার ইচ্ছের কথা জেনে। কিন্তু গুগল ম্যাপেও এটা আমরা পাইনি। যদি আমরা পাই তো নিশ্চয়ই আপনাকে share করবো। সব থেকে বড় কথা, যখনকার ইতিহাস বলছি, তখনকার অনেক কিছুই আমাদের সামনে নেই ম্যাপের আকারে । তার ওপর ১৯৪৭ এ কাঁটাতারের বেড়া আটকেছে অনেক কিছু। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। 🙏🙏
Great 👍 job. Kindly explore the history of Sir Nripendranath Institution, Rishiashram , Chandi Ghosh Road , adjacent Putiary Area ,Karunamayee Kalimandir in any of next related video.
খুব ভাল লাগলো।প্রিন্স আনোয়ার শাহ রোড ও গোলাম মহম্মদ রোডের নামকরণের যথার্থতা বুঝলাম।তবে মনে অনেক প্রশ্ন রয়ে গেল।যাদবপুর,বাঘা যতীন,পূর্ব পুঁটিয়ারি,পশ্চিম পুঁটিয়ারি,যোধপুর পার্ক,রিজেন্ট পার্ক,বাঁশদ্রোণী,নাকতলা,মুর অ্যাভিনিউ ইত্যাদি অঞ্চলগুলির নামকরণের ইতিহাস জানার ইচ্ছে রইল।
এই ভিডিওটা নিয়ে আসার জন্য ধন্যবাদ। এতদিন ধরে আনোয়ার শাহ ও গোলাম মোহাম্মদ শাহ রাস্তায় চলাফেরা করেও এসব জানা ছিল না। তবে রসা রোড নামে একটা গলিরাস্তা আজও আছে আনোয়ার শাহ ও গোলাম মোহাম্মদ শাহ রোডের মাঝামাঝি বরাবর। 🤔
ধন্যবাদ। কিছু টা জানা ছিল। কিন্তু এত detail এ জানতাম না। আমার জন্ম কালীঘাট মন্দিরের কাছে হালদার পাড়া রোড অধুনা গুরুপদ হালদার স্ট্রিট যার কিছু দূরেই টালিগঞ্জের শুরু। আমার মেজ জ্যাঠা মশাই এর বাড়ী ওই টালিগঞ্জের চন্ডী ঘোষ রোডে যা এখন বহুতল ভবনে পরিবর্তিত। কাকার বাড়ী সিরিটি শ্মশানের কাছে। তাই ছোটো বেলা থেকেই টালিগঞ্জের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি ছিল। টালিগঞ্জ থেকে এখনকার রবীন্দ্র সদন মেট্রো স্টেশন এর সামনের রাস্তার নাম যে রসা রোড ছিল তাও জানি। টিপু সুলতানের দুই পুত্রের নামের রাস্তাতেও আমার যথেষ্ট যাতায়াত ছিল। কিন্তু আপনার ভিডিও তে অনেক কিছু জানতে পারলাম। খুব আনন্দিত হলাম। আপনার গবেষণার পূর্ণ সফলতা কামনা করি। ঈশ্বরের আশীর্বাদে আপনি সুস্থ শরীরে দীর্ঘ জীবন লাভ করুন।
অবশ্যই বলবো তবে আমাদের একটু সময় দিতে হবে, ওখানে যেতে হবে এবং পুরোনো জায়গা খুঁজে বার করতে হবে, পুরোটাই সময়সাপেক্ষ , তাই সঙ্গে থাকুন অবশ্যই অমরা চেষ্টা করবো।🙏🙏
Amra kauke glorify korini, amra oitihasik tathya apnader samne tule enechi oi jaygar bishoye. Tipu Sultan je ekjon dhormandho chilen se katha amader alochyo bishoye ase na. Abar uni British birodhi Sipahi Bidhrohe e netrityo diyechilen etao itihas ar British ra jevabe onake ebong sokolke sesh korechilo setao itihas. Amra Tipu Sultan er noy, Tollygunjer itihas bolechi sekhane prasangkik vabe onar family r history chole ase. Itihas kokhono change Kora Jay ki? Sange thakun, sunte thakun 🙏🙏