Тёмный

অধিকার || Odhikar || স্বরচিত বাংলা কবিতা || poetry With Lyrics ||স্মৃতি রানী রত্না | 

Ratna Blog
Подписаться 151
Просмотров 180
50% 1

অধিকার ||Odhikar || স্বরচিত বাংলা কবিতা ||With Lyrics ||স্মৃতি রানী রত্না || @ratnawebblog ||
কবিতার কথা:-
***********-
অধিকার।
জীবনে কত কঠিন নির্মমতা! কি ভয়ানক হিংস্রতা এ তো আমি চাইনি। আমি চাইনি কোন নৈরাজ্য, আমি চাইনি কোন বিশৃঙ্খলা আর অরাজকতা। আমি চেয়েছি সমতা বিধান,আমি চেয়েছি ন্যায়পরায়ণতা। এটা আমার প্রাপ্যতা।
প্রতিটা পথের ধুলিকনা আজ আমাকে জানান দেয় বারুদের ভাষা কী! বলে দেয় তার বুকের উপর কি নিষ্ঠুরতা! অনাকাঙ্খিত সব ঘটনা।আহা কি মর্মান্তিক! কত বন্ধুর!জীবন চলার পথ। কত স্বৈরাচারিতা জন জীবনে। এই ক্ষমতায়ন, এই বাকরুদ্ধতা এতো আমি চাইনি। আমি চেয়েছি সহমর্মিতা, আমি চেয়েছি সহিষ্ণুতা।
কত লোমহর্শক বর্ননা প্রতি মুহুর্তের। পেজঢালা কালো রাস্তাটা সেজেছিলো রক্তবর্নে। নিথর দেহের উপর শকুনের ধারালো ঠোঁটের কতশত ক্ষত। ওরা বলে! আমি নিশ্চুপ নির্বাক মূতির ন্যায়।বাকরুদ্ধ আমার কন্ঠস্বর।ওরা উত্তেজিত!হিংস্রতার বিরুদ্ধে ওদের প্রতিবাদ।তুমি যতবার বন্দুক তোলো জনতার মিছিলে আমি পেতে দিবো বুক। গড়ে তুলবো গণঅভ্যুত্থান। সংবিধান নরবরে হবে কলমের কষাঘাতে। আমি চাই তবুও আসুক। জনমনে শান্তির এক পশলা বৃষ্টি। মানুষ ফিরে পাক গণতন্ত্র ।
আমরা ভুলে যাই মানুষের মনুষ্যত্বের কথা। ভুলে যাই বিবেক বোধের তাড়না। মানুষের ভাষা, মানুষের অধিকার এখনো দুমরে মুচরে নিষ্পেষিত হয় বাংলার ঘরে ঘরে। সম্মিলিত মানুষের বিরুদ্ধে শাসকের দল শোষণ চালায়, নিপীড়ন চালায়। চালায় অত্যাচারের ভয়ানক মাত্রা। ক্ষমতার কাছে দল ভাড়ি হয়ে যায়, ভাড়ি দলের লাল চোখের চাহনি বদলে দেয় মানুষের প্রতিবাদের ভাষা। কিন্তু এ তো আমি চাইনি। আমি চেয়েছি আমার বাকস্বাধীনতা।
আমাদের রক্ত কি এমন প্রতিজ্ঞা করেছিলো? যেখানে গণতন্ত্রের নামে ক্ষমতার ক্ষুধা আঘাত দেয় মাতৃভুমির বুকে। পৃথিবীটাকে দংশন করে দেয় বাহুভেদি নরপিচাশ নামের কালো কাপরে বাঁধা মুখগুলো। কেড়ে নেয় সর্বস্ব। ক্ষমতার এই দ্বিধা দ্বন্দ্বে বিষের তিব্রতা প্রখর হতে থাকে। রাজপথে চলে মৃত্যুর মিছিল। প্রানের বিসর্জন হতে থাকে সহজ সরল হাজারো মানুষের। যারা খাঁটি দেশপ্রেমিক। কিন্তু এতো আমি চাইনি। আমি চেয়েছি সহজাত প্রবৃত্তি। মানুষে মানুষে ভাতৃত্ববোধ।
শব্দের প্রতিধ্বনিতে আবার কেঁপে ওঠে সে সঙ্গীতের ঝড়। সু উচ্চ মিনারের পাদদেশে সমস্বরে উচ্চারিত হয় আবেগঘন সুর। মুখরিত হয় চারদিকে সুরের মহা প্লাবন।এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।সে জন্মভুমি আজ অন্ধকারে নিমজ্জিত। সর্বনাসের করালগ্রাসে গলাধকরন হচ্ছে মানুষের অধিকার। ভুলুন্ঠিত হচ্ছে অসহায় জীবনের করুন আর্তনাদ। এখানে নাম মাত্র মানুষ আছে। যারা বিবেকের মুখোস পরা ভিতর শূন্য মানবতার দাস।মানুষ তবুও নক্ষত্রের খোঁজে একা জেগে আছে‌ হাহাকার নিয়ে।ভস্মিভূত এই বাংলায় রক্তে রঞ্জিত হয় রাজপথ। আমি জানি আবার আসবে ঝড়! ক্ষমতার জোয়ার, বলি হবে কত প্রান। কাঁদবে জমিন আসমান। সংগ্রামী জনতার বুক হবে ক্ষত বিক্ষত।অন্ধকারের অতলে তলিয়ে যাবে জীবন রেখা চিহ্ন।জাতের ভেদ খুঁজে ধর্মের রেষারেষি করে মরবে কত মানুষ! বেহিসেবী জীবনের ভার বইবে এই মাটি! কিন্তু পরিবর্তন! সেকি আদৌ সম্ভব??কিন্তু আমি পরিবর্তন চাই।
তাই সাদা কাগজের বুকে আজ বিপ্লবী নেতা, বিপ্লবী হতে দাও তাকে। অগ্নি স্ফুলিঙ্গ হয়ে ছড়িয়ে যাবে দেশের আনাচে কানাচে। প্লাকার্ড ফেস্টুন আর ব্যানারে উজ্জিবীত হয়ে ভেসে রবে জনতার মিছিলে।মানুষ গনতন্ত্র পাবে, স্বাধীনতা পাবে, বেঁচে থাকার জন্য স্থান পাবে। পাবে নির্দিধায় কথা বলার মত সাহস, বেঁচে থাকার অনুপ্রেরনা। এটাই আমাদের সবার অধিকার। তাই মানুষ তার অধিকার ফিরে পাক।
#কবিতা #বাংলাকবিতা #বাংলাকবিতাআবৃত্তি #kobita #poetry #newpoetry #স্বরচিত #কবিতা_আবৃত্তি #poem #bangla #অধিকার #odhikar
অধিকার
ভোক্তা অধিকার অভিযোগ online
তথ্য অধিকার আইন
ভোক্তা অধিকার অভিযোগ নাম্বার
ভোক্তা অধিকার
মৌলিক অধিকার কি
তথ্য অধিকার আইন ২০০৯ pdf
ভোক্তা অধিকার আইন
মৌলিক অধিকার
মানুষের মৌলিক অধিকার ৬টি কি কি
মৌলিক অধিকার কাকে বলে
অধিকার অর্থ কি
অধিকার অর্থ
অধিকার অর্জন
অধিকার অধিকারের বিভিন্ন রূপ
অধিকার অধ্যাদেশ
অধিকার অর্জনের
অধিকার অবাধ হলে কি ঘটবে
অধিকার অবাধ হতে পারে না কেন যুক্তি দাও
অধিকার অবাধ হলে কী ঘটবে
অধিকার মানে কি
অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার
অরণ্যের অধিকার
অর্থনৈতিক অধিকার কি
অতিরাষ্ট্রিক অধিকার কি
অরণ্যের অধিকার উপন্যাসের বিষয়বস্তু
অবকাশ লাভের অধিকার কোন ধরনের অধিকার
অরণ্যের অধিকার উপন্যাসের নামকরণের সার্থকতা
অরণ্যের অধিকার উপন্যাসের চরিত্র
অরণ্যের অধিকার উপন্যাসে নারী চরিত্র
অধিকার আছে
অধিকার আদায়ের
অধিকার আমাদের
অধিকার আদায়
অধিকার আমার
অধিকার আইন
অধিকার আদায়ের স্লোগান
অধিকার আপনার
অধিকার আদায়ে
অধিকার আদায়ের আন্দোলন
আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কি বুঝায়
আইন ও অধিকার সম্পর্কে ব্যাখ্যা করো pdf
আইনগত অধিকার কত প্রকার
আজ কোন অধিকার নেই আমার
আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার
আইনগত অধিকার কাকে বলে
আইনগত অধিকার কী
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস
আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি অধিকার করেআত্মনিয়ন্ত্রণ অধিকার কি
অধিকার ইংরেজি কি
অধিকার ইংরেজি
অধিকার ইন ইংলিশ
অধিকার ইংলিশ
অধিকার ইংলিশ কি
অধিকার ইংরেজি অর্থ
ইসলামের অধিকার কয় ভাগে বিভক্ত
ইসলামে অধিকার কত প্রকার
ইয়াতিমের অধিকার
ইমামের অধিকার
ইসলামে মায়ের সম্পত্তিতে ছেলে মেয়ের অধিকার
ইসলামে শ্রমিকের অধিকার pd
ইসলামে শ্রমিকের অধিকার
ইসলামের দৃষ্টিতে মজুরের অধিকার pdf
ইসলামে শ্রমিকের মর্যাদা ও অধিকার
ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার pdf
ইসলামে পিতা মাতার অধিকার
ইসলামে প্রতিবেশীর অধিকার
ইসলামে বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার
অধিকার চাই
কোন অধিকার নেই
অধিকার উৎস কোনটি
অধিকার উইকিপিডিয়া
উত্তরাধিকারউপভোক্তা অধিকার সংক্রান্ত আইন সম্পর্কে আলোচনা করোউপভোক্তা অধিকার বলতে কি বুঝ
উপভোক্তা অধিকার সংক্রান্ত
উত্তরাধিকারের অধিকার
উচ্চশিক্ষার অধিকার
উপভোক্তা সুরক্ষা আইন উপভোক্তাদের কি কি অধিকার

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
1 Subscriber = 1 Penny
00:17
Просмотров 50 млн
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 3,6 млн