গানের কথাগুলো গুলো যেমন হৃদয়কে আন্দোলিত করে, সুরটাও তেমন মর্মস্পর্শী। কালজয়ী এ গানগুলো মনকে ক্লেদমুক্ত করে ভাবের জগতে পৌঁছে দেয়। আহ্.....কী সুন্দর গাইলেন!
জীবন বেলার শেষ প্রান্তে দাড়িয়ে আজ মনে হয় - কি করলাম সারাজীবন! শুধু ভূতের বেগার খেটে গেলাম! একদিন প্রভুর নাম নিতে পারলাম না । এখন দেহে যৌবন নাই, গায়ে শক্তি নাই-চোখের দৃষ্টি নাই, এখন শুধু দীর্ঘশ্বাস আর চোখের জল ছাড়া কিছুই সম্বল নাই । গানটি আমার চোখে জল এনে দিলো ।
বিজয় সরকার, অনাদি সরকার, রসিক সরকার এবং অমূল্য রতন ♥♥ প্রাণ বন্ধুর বাসর ঘরে ভাল থাকুক সবাই। এরা কেউই সামান্য মানুষ নয়। নামের সাথে কর্মের সার্থকতা অফুরন্ত♥♥♥♥
এই গানটা যে ভদ্রলোকের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে ,তার খাতায় যা লেখা ছিলো -তাই গাওয়া হয়েছে । আপনি একটু বলে দিন যে -গানটি কার লেখা (যদি আপনার জানা থাকে ) এই গান যার কাছ থেকে নেয়া হয়েছে -তিনি অনাদি বাবুর সাথে সংগ করা লোক ।