This is wondwerful story. Who will understand the wrong that Nirmala has done to maintain prestige of her family. She will bear this pain within herself. Your choise of song is really praise worthy.
মনের কোথায় নারা দিয়ে গেলো এই করুন কাহিনী, অপরাধ মানুষ কেনো কোন পরিস্থিতিতে করে ফেলে হয়তো সে নিজেই বুঝতে পারে না....খুব সুন্দর একটি গল্প.... কয়েকবার ফিরে ফিরে শুনলাম ❤❤
গল্পটা শুনলাম মনটা খারাপ হয়ে গেল,পরেশবাবুর সংসারের দারিদ্র্যতার করুন কাহিনী তো অসংখ্য মানুষের দুর্বিসহ যন্ত্রনার কাহিনী। বিত্তশালী মানুষের আচার আচরণের যে ছবি তিনি এই গল্পের মধ্যে তুলে ধরেছেন সেটা একদম ঠিক। খুব খুব সুন্দর পরিবেশন বিশেষ করে শেষের গানটা খুব সুন্দর। অনেক আনন্দ পেলাম। অনেক শুভেচ্ছা রইলো, ভালো থাকবে।
সত্যি, এই অপরাধের সাজা যে কার পাওয়া উচিত, জানি না গো। হায় ভগবান!!!, এমন স্বভাবের মানুষ কি জন্মায় ? কখনোই নয়, পরিস্থিতি যে মানুষের ইচ্ছের বিরুদ্ধে নিয়ে গিয়ে কতো কতো অন্যায় করিয়ে দেয়। শুধুই বলবো, লেখিকার এক বাস্তব রচনা, অপূর্ব লাগলো তোমার গান❤❤❤।
পৃথা খুব ভালো লাগলো ,,,,,,,,,নিজের স্বামী কে ঋণ মুক্ত করতে গিয়ে দুটো শোনার বোতাম নিলো সেটা কটা স্ত্রী পারে,,, আশাপূর্ণা দেবী নিজের নায়িকা কে দিয়েই এতো দুঃসাহস দেখাতে পারে গান খুব ভালো লাগলো ভালো থেকো ❤❤❤ bye
আমি তোমার নতুন সদস্য এই দুই তিন মাস হলো গল্পপাঠ শুনছি তোমার বিগত অনেক গল্পই শুনেছি। যা মন ছুঁয়ে গেছে আমার তোমার কথা বলা ধরন তোমার কণ্ঠস্বর দারুন লাগে তোমার খালি গলার গান ভারী ভালো লাগে গল্পের সাথে গান কোথাও মিলেমিশে এক হয়ে যায়। গৃহ প্রবেশ নির্মলা বৌদি অচিন পাখি রাঙা কাকা বিচিত্র হৃদয় অবাধ্য পৃথিবী মানিক মহাশ্বেতা নীল অপরাজিতা বউ চুরি কানু কহে রাই স্বামী-স্ত্রী গর্ভধারিণী রা বাংলা রানুর প্রথম ভাগ অনাগত আরো অনেক গল্প আমার মন ছুঁয়ে গেছে যা যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি আশা করবো তুমি আরো নতুন গল্প উপহার দেবে। আজকের গল্পটাও ভীষণ সুন্দর