আমার বাবা-মায়ের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থভাবে আবার দেশে ফিরে আসতে পারেন। এয়ারপোর্ট থেকে বিদায়ের সময় আমার মা আমাকে আর আমার ওয়াইফকে বার বার বলতেছিলেন আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করি। আল্লাহ আমাদের সবাইকে ঠিকভাবে নামাজ আদায় করার তৈফিক দান করুক। আমিন❤️
video deke volar moto kono vasha amar nei, choke pani chole asche, allah apnar ma, baba abong sokol hojj jatrir hojj kobul koruk, abong shustho rakun, allah jeno sokol muslim jati ke hojj palon korar towfik dan koren, amin.
ভাই চোখে পানি চলে আসলো দোয়া করি আপনার আব্বা আম্মা হজ শেষে সহি সালামতে বাড়িতে ফিরে আসুক আল্লাহ্ চাইলে আমিও একদিন আমার বাপ মায়রে রাসূলের দেশে হজ পালন করতে পাঠামু ইনশাআল্লাহ
মাসাআল্লাহ আলহামদুলিল্লাহ্ ভাইয়া আজকে আপনার এই ছোট ভিডিও টা দেখতে কিযে ভালো লাগল বলার বাইরে বারে বারেই চোখে পানি যমছিল।আর মনে হচ্ছিল যদি আমার ছেলে টাও এভাবে আমাদের নিয়ে এভাবে ভাবতো।আপনার বাবা মা অনেক ভাগ্য বান তাদের সন্তান তাদের এত শ্রদ্ধা করে এতো ভালোবাসে এতো ভালো চিন্তা করে তাদের নিয়ে। আল্লাহ্ আপনাকে দীর্ঘ নেকহায়াত দান করুন।🥺🥺🥺🥺🥺🥺
ভাইগো তোমার মতো সুসন্তান আল্লাহ যেন প্রতিটি মা বাবাকে নসিব করেন ( আমীন)। আল্লাহ যেন চাচাজি ও চাচিজানকে সুস্থ সুন্দর ভাবে ওমরাহ পালন শেষে তোমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসেন এই দোয়া রইলো।
ইনশাআল্লাহ , আললাহ ওনাদের মনের আশা পুরন করুন আমিন । মককা ও মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন আমিন। আজকে ঘর থেকে বিদায় নিতে কি আর কসটের,,, কিনতু যখন মককা ও বিশেষ করে মদিনা থেকে বিদায় নিয়া,, বাংলা দেশে আসতে চাইবে,, তখম মনে হয় কলিজাটা ছিড়ে যাচ্ছে নবীর জন্য। আসতে মন চাই ছিলোনা ,, আমরা ২০১৯ এ বড় হজ্জ করেছি আলহামদুলিল্লাহ। এখনো আমার সেই সৃতি মনে পড়লে কলিজায় আঘাত লাগে। আললাহ আকবার। আললাহ সবাইকে হজ্জ করার তৌফিক দান করুন কেন।
ভাইয়া অনেক ভালো একটা কাজ করছেন মা বাবা কে ভালো রাখতে পারলে আপনি ও ভালো থাকবেন, আমার মা র ও অনেক ইচ্ছা ছিল ওমরাহ করতে যাবে কিন্তু তার আগেই সে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে তাই আপনার এই ভিডিও দেখে চোখে পানি চলে এসেছে।
আল্লাহ আপনার আববা আম্মা কে ভালো রাখোক।আমার মায়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখেন হাজার বছর বেচে থাকেন।আমার বাবা না মারা গেছেন।আমার মায়ের জন্য অনেক মায়া আমার
ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে এবং আমার মা- বাবাকে বাচিয়ে রাখেন এবং আমাদের তৌফিক দান করেন তাহলে আমার নবী হযরত মোহাম্মদ ( সাঃ) এর দেশ দেখিয়ে আনাবো। ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন 🙂🙂🙂আল্লাহ যাতে আমার মনের নেক আশা পূরণ করেন। আমিন
দোয়া করি ভাই আপনার মা-বাবা যেন ঠিকমতো ওমরা হজ পালন করে চু সালামতে দেশে ফিরে আসতে পারে চিন্তা করবেন না এটা শান্তির দেশ এখানে কোন কিছু হবে না দোয়া করি সবার মা বাপ কে যেন এইভাবে ওমরা হজ পালন করতে পারে আলহামদুলিল্লাহ আমি দুইবার ওমরা হজ পালন করেছি
আমার বাবা এক বছর আগে বড় হজ্ব করে আসছে আলহামদুলিল্লাহ সুস্থ ভাবেই আসছে। দোয়া করি আপনার বাবা মা সুস্থ ভাবেই যেন আসতে পারে আপনার কাছে। আমি আমার বাবাকে খুব ভালোবাসি তাই অনুভব করতে পারি আপনার কষ্টটা সত্যি এই দিন টা খুব কষ্টের হয়
আল্লাহ আপনার ভালো করুক। অনেক ভালো কাজ করেছেন। আমার বাবা, মা ও ওমরাহ করেছেন। তাদেরকে ছেড়ে থাকার কষ্টটা আমি তখন বুঝেছি।বাবা, মা যে আল্লাহর দেয়া কত বড় রহমত তা সবাই বুঝে না । আল্লাহ যেন সবার বাবা, মাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমিন।
আসসালামু আলাইকুম ভাই আপনার স্যালুট আপনার মত সন্তান যেন সবাই হয় দোয়া করেন আমিও যেন আমার আব্বা আম্মার হজ করাতে পারি দোয়া করবেন আমার জন্য এরকম তৌফিক দে আল্লাহ তায়ালা
ভাইয়া দোয়া করব আপনার আব্বা আম্মা যেনো সুস্থ ভাবে দেশ এ ফিরে আসে।প্রতি টা সন্তান ই যেনো তার বাবা মা কে হজ করাতে পারে মহান আল্লাহ যেনো সেই তওফিক দেয়।আমিন
আমারও ভাই আপনার মত খুব বেশি শখ স্বপ্ন মা-বাবা একদিন আল্লাহর ঘর দেখতে যাবে দেখতে যাবে আল্লাহ যেন সকল ছেলে মেয়ের মনের আশা মা বাবার মনের আশা পূরণ করে আমিন
আপনার মত চিন্তা-ভাবনা যাতে সব সন্তানরাই করতে পারে সব সন্তানদের স্বপ্ন যাতে হয় তাদের আগে যেন তাদের মা-বাবাকে বড় হজ্ব কিংবা ওমরা হজ্ব করাতে পারে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার জন্য আপনাকে দেখে আরো অনেক ছেলে মেয়েরাই মা-বাবাকে হজ্ব করাতে উৎসাহিত হবে।
ভাইয়া আজ পর্যন্ত আপনার যত ভিডিও দেখছি সব ভিডিও তে হাসছি।আজকে আর চুখের পানি ধরে রাখতে পারলাম না।আপনার মত আমার বাবা মাও আমারা ৩ ভাই বোনকে অনেক কষ্ট করে মানুষ করছে।এখন আমারা ও আমাদের মা বাবা কে ওমরাহ হজ্জ করাব।দোয়া করবেন।
দোয়া রইলো ও দোয়া চাই ভাইয়া কাকা ও কাকিমার কাছে আজ আমি ও আমার মার সাথে ভিডিও কলে কথা বলার সময় সেই আগের মতই বললাম মা বাবাতো নাই তো তোমাকে বড় হজৃ না করাতে পারলেও এখন উমরাহ করতে টাকা কম লাগে তোমাকে নিয়ে যাব আশা করি ইনশাআল্লাহ্ আমার মা সেই খুশি হয়েছে আল্লাহ্ যেন সকল সন্তানদের যেন তার বাবা ও মাকে হজেৃ নিতে পারে তার তৌফিক দান করুন আমীন আমীন আমীন
Sottibe apni kub kub kub besi vlo moner manush,,,, sotti apni otuloniyo,,,, age vabtam apni mone hoy sudu mojar manush r ajke deohlam apni akjon sresto shontan. Allah apnar moner sob asa puron koruk,,,, anti uncle ar joj allah kobul koruk doya kori tara jeno hasi mukhe fire aste pare,,,,, amin
Alhamdrillah,Allah Pak kobul koruk apnar abba Amma k ,kobul koruk umrah hojj k , masaallah Mon Teke dua asce apnar Jonno, Allah Pak nek sontan nek amoldar hisebe kobul koruk apnk,apnar wife k pordday rahkben insaaallah
সকল সন্তানযেন তাদের পিতা মাতাকে হজ করাতে পারে সেই তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন। ভাইয়া আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আর আল্লাহ পাক যেন আঙ্কেল আন্টিকে সুস্থভাবে আবার আসার তৌফিক দান করে আমিন❤❤❤❤