আপনার ভিডিওটা দেখে খুব ভালো লাগলো এত সুন্দর ভাবে সব জিনিসগুলো দেখিয়েছেন বলেছেন এত ভালো ইনফরমেশন খুব কম ভিডিওতে পাওয়া যায় আশাকরি আপনি এরকম আরো ভিডিও বানাবেন।
দারুন ভিডিও!! আপনার প্রত্যেকটি ভিডিওই আমি দেখি। এর আগে বোলপুরের ভারত সেবাশ্রম সংঘের ভিডিও দেখে তিন দিন কাটিয়ে এসেছিলাম,তার রিভিউ আপনাকে দিয়েছিলাম। এবার বৌদিকে এবং মেয়েকে দেখে ভালো লাগলো। বৌদির বাচন ভঙ্গি কিন্তু আপনার থেকেও সাবলীল এবং স্পষ্ট। খুব ভালো লাগলো।
বাস এ করে গেলে ওই মোড় থেকে কি হোস্টেল যাওয়ার গাড়ি পাওয়া যাবেই? ফেরার সময় কি ভবে ফিরবেন? বাস কি নির্দিষ্ট সময় পাওয়া যাবে? বাস এর ফ্রন্ট সিট কি reserve করা যায়? আর হোস্টেল এর ম্যানেজার বাবুর নাম ও ফোন নম্বর কি দিতে পারবেন? আগ্রিম ধন্যবাদ আপনাকে।
1.Paye jaben, Gari gulo bus er timing er sangey adjust kore Hill top dariye thake.2.Hostel er staff der bolly babastha kore day. 3.Ager video te bus er timing bolechi. 4.Front seat reserve kara Jay. 5.Description box e number ache