তারা তো পাইকারি বিক্রি করে পয়সা নিয়ে নিচ্ছে কিন্তু যারা খুচরা বিক্রি করে মাসের পর মাস বছরের পর বছর পরে থাকে বিক্রি হয় না। আর এলাকাভিত্তিক ব্যবসা করলে একবার যদি কোয়েল কাজ না হয় ওই কয়েল জীবনে কেউ কিনে না।
উপস্থাপন এতো কথা বললে বা বুঝলে তো ভাল না। উপস্থাপন যথ কথা বলে ততোই ভাল। যিনি বলছে তাকে আগে বলতে দিন তার পরে আপনি কথা বলুন। বার বার কথার মধ্যে সাইকেল চাচালে তো কথা শুনতে ভাল লাগল বে না।