ধান ও সবজি, চাষে সাফল্য অনেক পেয়েছি। যদি গো পালন এর জন্য সবুজ ঘাসের চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তাহলে উপকৃত হব। আপনাকে শতকোটি প্রনাম জানাই।
অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্যার অসীম বাবুকে WhatsApp এ ম্যাসেজ করেছিলাম গ্ৰুপে যুক্ত করে দেওয়ার জন্য,উনি কোন রিপ্লাই দেননি।আরো একবার ম্যাসেজ করেছিলাম তাও উনি রিপ্লাই দেননি।
এই চারাটা নিয়ে খুব লোক ঠকানো চলছে। সাবধানে কিনবেন এবং এই চারা এখন সমস্ত নার্সারিতে পাওয়া যাচ্ছে । ষাট বা সত্তর টাকা থেকে শুরু ,তবে সব সময় বড় দেখে চারা কিনবেন , এবং আমি বলবো কার্তিক বা অগ্রহায়ণ মাসের দিকে ঐ চারাতে ছোট ছোট কাঁঠাল ধরে আছে দেখে কিনুন। তাহলে ঠকতে হবে না।
Amistar top + 0.0.50 স্প্রে করা যাবে ফুলকপি গাছে। আপনি আগে একটা video তে বলেছিলেন swal company juniper + 0.0.50 spary করতে তাহলে এখন কোনটা করবো ? আজকে 15 থেকে 20 দিন হলো বসিয়েছি জমিতে দয়া করে একটু উত্তর দেবেন না হলে বৃষ্টিতে সব পচে যাচ্ছে ।
সাহারান পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে বলছি আমি সিডলিং ট্রে তে করে টমেটো চারা ফেলেছি ওই চারায় ভিটামিন বা সার কিছু কি দিতে হবে আর শেয়ার বড় মাছের একটা ভিডিও দেখান
বড় মাছের ভিডিও পরে দেখাবো । ওই চারাতে আপনি স্প্রে করবেন । গোড়ায় সার দেওয়ার দরকার নেই। NPK 20 20 20 প্রতি লিটার জলে এক গ্রাম মিশিয়ে স্প্রে করবেন চার দিন ছাড়া ছাড়া পাঁচ বার।
স্যার আমার প্রশ্নের উত্তর পেয়ে সত্যিই খুব খুশি। স্যার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর জানা খুবই প্রয়োজন, ওয়েস্ট ডি কম্পোজার দিয়ে আখের পাতা পচানো হয়,, তাহলে শতকরা কি পরিমান নাইট্রোজেন ফসফেট পটাস পাওয়া যাবে?
পাতা পচানো সারে নাইট্রোজেন ওয়ান পার্সেন্ট, ফসফেট ওয়ান পারসেন্ট ,পটাশ টু পার্সেন্ট। কিন্তু এর মধ্যে আপনি জৈব পদার্থ পাবেন ,যেটা হিউমাস বৃদ্ধিতে সাহায্য করবে, মাটির জীবাণুকে বৃদ্ধি করতে সাহায্য করবে ,মাটিকে আলগা করবে গাছকে খাদ্য গ্রহণ করতে বেশি সাহায্য করবে। রাসায়নিক সারের চাইতে দীর্ঘদিন ধরে ওই কম পরিমাণ খাদ্য জুগিয়ে যাবে অর্থাৎ যে খাবারটা পাতা পচানো সার দিয়ে আপনি দেবেন অনেকদিন গাছকে সবুজ রাখবে। যেটা রাসায়নিক সার পারবেনা।
স্যর পুকুরে ভাল উদ্ভিজ কনা ও প্রানি কনা কি ১৯:১৯;১৯ফলিয়ার sprayদিয়ে করা যায় কিংবা অন্য কোন ফলিয়ার spray দিয়ে করাগেলেভাল হবে জানাবেন। ৩৩শতকে পরিমান বলবেন
স্যার, নার্সারি থেকে কিনে আনা নতুন কিছু লেবু গাছের মধ্যে, তিনটি গাছে ক্যাংকার রোগ হয়ে আছে। একটি গাছে বড্ড বেশি রোগটা আছে। কিনে আনার পরে পরেই সাফ ফাংগিসাইড স্প্রে করেছি, রুট হরমোন ও হিউমিক অ্যাসিড গুলে গোড়ায় ঢেলে দিয়েছিলাম। তার তিনদিন পর কপার অক্সিক্লোরাইড স্প্রে করেছি ও গোড়ায় ঢেলেছি। আরো তিন দিন পর কনিকা ও এসওপি স্প্রে করেছি এবং গোড়ায় ঢেলেছি। এর মধ্যে কিছু রোগগ্রস্ত পাতা ঝরে পড়ে গিয়েছে, কিন্তু গাছটিতে এখনো অনেক রোগ ওলা পাতা রয়ে গিয়েছে। অনবরত বৃষ্টি হচ্ছে, পাতাগুলো কেটে দিতে চাইছি। কিন্তু বুঝতে পারছি না এই বৃষ্টিপাতের মধ্যে পাতাগুলো কেটে আবার ফাংগিসাইড স্প্রে করবো কিনা ? পরামর্শ দিয়ে সাহায্য করবেন।
ভাই তিন দিন ধরে প্রচন্ড বৃষ্টি হয়েছে যার কারনে দুইদিন জল আটকে আছে।এক ফিট এখন কি মরিচ খেত বাঁচানোর কোনো উপায় আছে ভাই দুই বিঘা খুব সুন্দর হয়েছে।সবে ফল এসেছে। ভাই একটু জানাবেন প্লিজ। খুব অসুবিধা হলে যাবে
স্যার আমার বাড়ির পাশে একটা ১০*১০ ফিট এর একটা গোবর ডোবা ছিলো এখন সেটাতে আর গোবর ফেলা হয়না সারা বছর ডোবা টাতে জল থাকে কারণ আমার সম্মেরসিবল এর জল সেখানে জমা হয় ওই ডোবাতে কি বাড়ির খাবার জন্য মাছ পনা ছাড়তে পারি যদি ছাড়া যায় তবে কি জল চুন দিয়ে সোধন করব,
Cheti khol ,ar tricodarma, sudomonash flurosis, ekhon barsha kale paner boroje deya jabe ki ,3000 gach ache, koto debo,cheti khol, ar, tricodarma, sudomonash,
ভাই পানি জমে ছিল এক ফুট পর্যন্ত। কিন্তু এখন পানি চলে গেছে। দুই দিন জমিতে ছিল। এই মরিচ গাছের গোড়ায় কি স্পেরে করব একটু জানাবেন প্লিজ।আর আপনার সাথে সরাসরি কথা বলতে চাই । আপনার হটস এ্যাপ নাম্বার পাওয়া যাবে
Xelora প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করবেন। না পাওয়া গেলে zenet প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে ঐভাবে স্প্রে করবেন। প্রথম টা বেশি কাজ পাবেন।
স্যার নমস্কার❤ওই মহিলার আমার পাশের গ্রামে বাড়ি কিন্তু ভিডিও টা হয়েছে কোন জায়গায়। স্যার পটল নাকি কোন ওষুধ জলে ধুয়ে নেয় বলে পচেনা । সত্যিই কি এমন কোনো ওষুধ আছে । করলা চিচিঙ্গা এখন একদিন থাকলেই পচে যাচ্ছে।
Amistar top + 0.0.50 স্প্রে করা যাবে ফুলকপি গাছে। আপনি আগে একটা video তে বলেছিলেন swal company juniper + 0.0.50 spary করতে তাহলে এখন কোনটা করবো ? আজকে 15 থেকে 20 দিন হলো বসিয়েছি জমিতে দয়া করে একটু উত্তর দেবেন না হলে বৃষ্টিতে সব পচে যাচ্ছে ।
Amistar top + 0.0.50 স্প্রে করা যাবে ফুলকপি গাছে। আপনি আগে একটা video তে বলেছিলেন swal company juniper + 0.0.50 spary করতে তাহলে এখন কোনটা করবো ? আজকে 15 থেকে 20 দিন হলো বসিয়েছি জমিতে দয়া করে একটু উত্তর দেবেন না হলে বৃষ্টিতে সব পচে যাচ্ছে ।