আমার স্বামী যদি এই মাহফিলে থাকতেন তাহলে একজন পেতেন, একজন হাত তুলতেন যিনি শুনেন নি তার স্ত্রী র মুখে যে আমি দেখে সংসার করেছি অন্য মেয়ে হলে চলে যেতো।।। ❤❤❤❤
আলহামদিলিল্লাহ,, অনেক সুনৃদর ও অনেক ভালো বাবে বুজাতে পারেন উনি, কিন্তু ১০- ১০:৩০ সেনেন্ড এর বিতর তিনি আন প্যারালাল শব্দ টা ব্যাবহার করেন ইমাম আবু হানিপার শানে,, তার এ কথা বুল,, এই কথাটা সুদু মাত্র, কেবল মাত্র, একমাত্র আল্লাহ সাথেয় যায়,, খুদ মো:(স) এর সাথেও এই কথা টা যায় না,,[ তবে স্লিপ অপ টার্ন হতেই পারে,, মনের বুলে হয়তো কথাটা বলে পেলেচেন উনি]
আসলে এদের বক্তব্য শুনলে মনে হয় এরা সকল বইয়ের পাণ্ডিত্য করেছে শুধু কোরআন ব্যতীত। এনারা ওয়াজের ময়দানে গেলে শুধু কিচ্ছা কাহিনী বলতে থাকে কোরআন বাদ দিয়ে অথচ কোরআনেও তো অনেক কিচ্ছা কাহিনী আছে সেগুলো কি বলা যায় না? কুরআনের ইচ্ছা কাহিনী থেকে আর কোন কিচ্ছা কাহিনী ভালো হতে পারে? অথচ আল্লাহতালা কোরআনে বলেন : আমি যা নাযিল করেছি তা থেকে মানুষকে দাওয়াত দাও।
আসলে ভাই দোষটা এসব ইউটিউবারদের। কারণ তারা পুরো ভিডিওটা দেইনা,মাঝে থেকে স্কিপ করে দেই, যার কারনে যে আয়াত বা হাদীসের আলোচনা করেন তাঁরা, তা না বুঝে কিছু মানুষ মনে করে ওয়াজের ময়দানে শুধু তারা কিচ্ছা-কাহিনী বলতে থাকে কোরআন হাদিস বাদ দিয়ে।