মা' কে কতোটা ভালোবাসতেন এটাই খাঁটি ভালোবাসা, মায়ের প্রতি তার আনুগত্য শ্রদ্ধা ভক্তি নতুন প্রজন্মকে একটা বার্তা দেয়, মা, বাচ্চু ভাই কে আল্লাহতালা জান্নাতুল ফেরদৌস দান করুক।
তানভীর ভাই আপনার এই Documentary টা আপনার প্রতি আমার শ্রদ্ধা আরো বাড়িয়ে দিয়েছে !! চোখে পানি ধরে রাখতে পারলাম না ভাই,মনের গভীর থেকে দোয়া রইলো আপনার জন্য ....
পৃথিবী তে একজন করে লেজেন্ড আসে আর রেখে যায় তার কিছু মুহূর্ত ও সৃতি রক সংগীতের এক কণ্ঠ এক মানব সেই প্রিয় আইয়ুব বাচ্চু.....তুমিই আমৃত্যু.তুমিই কালজয়ী....তাই তোমার মৃত্যু মেনে নিতে হলো তোমার কস্ট হবে ভেবে.....স্যালুট ইউ.
আমি নিজে একজন মিডিয়ার মানুষ ছিলাম কারণ আমি চলচ্চিত্রের সংগে যুক্ত ছিলাম। আপনার প্রায় প্রতিটি প্রগ্ৰাম আমার দেখা হয় । বাচ্চু ভাইয়ের প্রতি আপনার শ্রদ্ধায় আমি অভিভূত। আপনার দীর্ঘায়ু কামনা করছি। আরিফ দুবাই থেকে
Tanvir Tareq ভাই চোখের পানি আর ধরে রাখতে পারলাম না।এই পর্বটা দেখে আজ থেকে আমি আপনার অনেক ভক্ত হয়েগেলাম।যদিও বাচ্চু ভায়ের নিয়ে আপনার তৈরি সব ভিডিও গুলা আমি দেখি।আমি সুইজারল্যান্ড প্রবাসী, আমি একজন চরম ভক্ত বাচ্চু ভাইয়ের।ছোট থেকে বাচ্চু ভায়ের গান শুনে বড় হয়েছি।এখনও নিয়মিত শুনি।কিন্তু ঘুমথেকে উঠে যখন তার মৃত্যুর খবর দেখি ফেসবুক, প্রথমে কিছুক্ষন বিশ্বাস করতেই পারছিলাম না।যাই হোক হয়তো নিজের প্রিয় মানুষ কে হারানোর কথাটা বিশ্বাস করাটাই হয়তো খুব কঠিন হয়ে পরে।আমি দেশে থাকা লাইভ কনসার্ট দেখার সৌভাগ্য আমার হয়েছে।একবার কক্সবাজার প্রাসাদ প্যারাডাইস হোটেলে আমি ছিলাম, ঐ সময় LRB সবাই ঐ হোটেলে ছিল।তখন আরও সামনা-সামনি বাচ্চু ভাইকে দেখেছিলাম, ঐ রেস্টুরেন্টে লান্স করার সময়।তার যে ষ্টারডাম, রক স্টাইল দেখেছিলাম।কাছ থেকে তাকে দেখার যে তৃপ্তি আমি পেয়েছি।ইউরোপ থাকা সুবাদে অনেক বড় বড় বেশ কিছু ষ্টার কে আমি দেখেছি।হয়তো, বাচ্চু ভাইকে দেখার মতো আনান্দ ও তৃপ্তি আমি আর কখনও পাইনি।লেখাটা খুব বড় মনে হলেও, বাচ্চু ভাইকে নিয়ে লেখা হিসাবে খুবই সামান্য।আপনি যদি লেখাটা পড়ে থাকেন।দয়াকরে সামান্য একটা রিপ্লাই দিয়েন ভাই।বাচ্চু ভায়ের জন্য খুব কান্না পাচ্ছে।বড় প্রিয় একজন কে হারানোর কষ্ট।😥 আল্লাহ্ বাচ্চু ভাইকে জান্নাতবাসী করুন।আমিন
ভাই আপনি একদম মনের কথা বলেছেন, আয়নার মত সব বললেন। আমাদের বাচ্চু ভাই, এত ভালোবাসা কি কেউ কোনদিন পাবে? তার জন্য ভালোবাসা থেকে যাবে নিরবে, আল্লাহ তাকে ভালো রাখুন।
বাচ্চু ভাই ভাল এক জন মনের মানুষ ছিলেন। যা সব শিল্পী মাজে নেই। আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুন, তার সাথে কোন দিন আমার দেখা বা কথা বলা হয় নাই, তবে ওনার কে জানার চেষ্টা করেছি। সবাই দোয়া করবেন আল্লাহ কাছে।
আইয়ুব বাচ্চু শুধু একজন লিজেন্ড ই ছিলেন না... তিনি ছিলেন একটা চেতনা, তিনি একটা অনুভূতি, তিনি হাজারো তরুনের স্বপ্ন দেখার উতসাহ ❤❤ আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির এই সূর্য সন্তান কে ❤❤ ভালো থাকবেন স্যার!! বাঙালি জাতি আপনাকে আজীবন মনে রাখবে😥
বাচচু ভাইয়ের মত বাংলাদেশে আর একটা হবে না। আমার এক মাএ প্রিয় গায়ক ছিল বাচচু ভাই।জীবনে প্রথম একবার বাচচু ভাইয়ের পা ধরে সালাম করেছিলাম দুবাইতে।ঐটা ছিল আমার মনের আশা।বাচচু ভাই আমাকে হেসে পাগল বলে ছিল।
রুপালী গিটার ছেড়ে চলে গেলেন আইয়ুব বাচ্চু, না ফেরার দেশে। আইয়ুব বাচ্চুকে নিয়ে কিছু স্মৃতি ঃ ১৯৮৬ সনে আমি বরিশাল মেডিকেল কলেজে ডাক্তার হবার স্বপ্ন নিয়ে ভর্তি হই। তখন তরুনদের গানের জগতে সোলসের জয় জয়াকার। ক্যাসেট প্লেয়ারের সেই দিনে আমরা সারাদিন হোস্টেলের রুমে গান শুনতাম। ১৯৮৭ সনের দিকে (সন এক আধ বছরের এদিক ওদিক হতে পারে) আমাদের মেডিকেল কলেজে ১ম সোলসের আগমন। তখন বাংলা গানে তপন চৌধুরী, আর ইংরেজি গানে নাসিম আলির কথা সবার মুখে মুখে। আর আইয়ুব বাচ্চু সোলসের লিড গিটারিস্ট। কিছু নাকি গাইতেও পারে। আমিও এভাবেই জানতাম। সেবার সোলস এল, কিন্তু এ কি - নাসিম আলি আসে নি। কি আর করা, আমরা বাংলা গানই শুনবো। হা, আসলেই তপন চৌধুরীর গান শুনে মুগ্ধ হয়ে গেলাম আমরা। বেশ মনে আছে - সেরাতে কনসার্ট দীর্ঘ সময় ধরে চলেছিল। তপন চৌধুরী আর কত গাইতে পারেন। শেষমেশ ভোকালে চলে এলেন আইয়ুব বাচ্চু। কিন্তু ওর গান কি আমাদের ভালো লাগবে? আমরা চাচ্ছিলাম নাসিম আলিকে। শুরু করলেন আইয়ুব বাচ্চু ইংরেজি গান দিয়ে। প্রথমেই "হোটেল ক্যালিফোর্নিয়া " । যেমনি গলা, তেমনি গিটারের কাজ। উফ্! এক কথায় দারুণ। এরপর আরো কঠিন একটি গান গাইলেন " স্টে ইন আ লাইফ"। কিন্তু বাচ্চু গাইলেন একেবারে নিখুঁত ভাবে। আমি আমরা অবাক। সন্দেহ হোল, আসলে কি নিজে গাচ্ছেন, নাকি রেকর্ড বাজাচ্ছেন। ছুটে গেলাম সামনে! না নিজেই গাচ্ছেন বাচ্চু। তারপর "কেয়ারলেস হুইসপার", " ফাইনাল কাউন্ট ডাউন" সহ আরো কয়েকটি গান। শেষের গানটি ছিল " এনাদার ব্রিক ইন দা ওয়াল"। ততক্ষনে বাচ্চুর গলা, গিটারের সুর আর আমাদের হইচই, এসবে মিলে মিশে সব একাকার। সেদিনই আমি/আমরা জানি আইয়ুব বাচ্চু শীঘ্রই আমাদের দেশের সংগীত জগতে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবেন। এটি আমাদের কাছে ছিল একেবারেই সময়ের ব্যাপার। পরবর্তী দুবছরে আমাদের অডিটোরিয়ামে সোলস দুবার গান করতে এসেছিল। প্রথম বারের স্মৃতি সোলসের বেশ ভালই মনে ছিল। ভাল রাধুনি যেমব পেটুক মানুষকে খাইয়ে আনন্দ পান, তেমনি ভাল গাইয়ে মন্ত্রমুগ্ধ শ্রোতা পছন্দ করেন। সোলস আর আমাদের অডিটোরিয়ামের দর্শক এর অবস্থা ছিল অনেকটা সেরকম। দ্বিতীয় বার নাসিম আলি আর মিস করেন নি। তপন এর পর গাইতে এলেন নাসিম আলি। গাইলেনও কয়েকটি গান। তার গানের গলা অবশ্যই ভালো। কিন্তু এভাবে চললে তো আমরা আইয়ুব বাচ্চুর গান মিস করবো। আমরা বসেছিলাম অডিটোরিয়ামের মাঝ থেকে পেছনে। চিতকার করে উঠলাম, We want.. তারপর সমস্বরে Bachchu। We want, Bachchu. বিফলে যায়নি আমাদের চিতকার। একটু পরই চলে এল বাচ্চু ভোকালে। দ্বিতীয় বারের মত আবিষ্কার করলাম অসাধারণ গলার অধিকারী এই শিল্পীকে। পরবর্তীতে ঠিকই বাচ্চু সোলস থেকে বের হয়ে নুতন ব্যান্ড করলেন LRB. অল্প সময়ের মাঝেই তার গলা থেকেই সৃষ্টি হোল কালজয়ী গান " সেই তুমি কেন এত অচেনা হলে", "রুপালী গিটার" সহ আরো কত গান। তারপরেরটুকু তো শুধুই ইতিহাস Rest in peace, Rock Star Ayub Bachchu.....
ঐ দূর আকাশের তারা রে বলে দে না কোনটা আমার মা,,,কাফেলা এলবামটি আমি কিনেছিলাম,,, খুব আল্লাহভীরু একটি জীবন ভিত্তিক এলবাম।উনার বাবা গানটি আমার জীবনের সাথে মিল আছে।শুধু আমার জীবনেরসাথে শতাধিক বাবা হারা বা বাবার আদর বঞ্চিত ছেলে সন্তানদের জীবনের সাথে মিল আছে বা জীবনের কথা বলে।।।উনি বাংলাগানের গীতিকারদের মধ্যে সেরা দশে থাকবে ,,,উনি বলতে গেলে দার্শনিক যে কথার বানী গুলো বলে গানে গানে তা অমূল্য
Pink Floyd has its famous instrumental like "Endless river" , "Marooned" etc. These are great. AB was a world class guitarist ... at par with David Gilmour or Roger waters.. in my eyes.
Amezingggggg Ayub bhai. Amra tomake vulbona. Tumi to chole gele kintu e yuddhoo thambena. Tomar astro Guiter e guiter amra thamte debona. Plss dukkhho korona ke tomake bojheni ke tomake bujheche. Kintu show must go onnnnnnn. Ayub tumi chile tumi acho tumi thakkkkknbee. Kichui dite parlamna kintu amader ashru bifol hobena. Tumi acho ar thaktei hobe kenona tumi to sikhiechile " shoh must go onnnnnn"
Thankyou bai , all the best to u. I feel so down and helpless that ayub bacchu has gone forever. That legend will never be replaced. Watching your video is very emotional for me. Allah swt rest his soul Ameen. I can tell you was very close with him. Thanks for the video 🙏
বাচ্চু ভাই এর একটা কথা আমার কানে বাজে, সেটা হলো, "একজন রক গিটারিস্ট ৫ মিনিটে ১০ টা কর্ড বাজায়, শোনে ১০০০০ জন, কিন্তু একজন মেটাল গিটারিস্ট ৫ মিনিটে ১০০০০ কর্ড বাজায়, কিন্তু শোনে দশজন" আসলেই, মেটাল নিজের দক্ষতা কে বাড়ানোর হাতিয়ার হিসেবে ঠিক আছে, কিন্তু এটা দিয়ে হৃদয় কাড়া যায়না
Amader na Jana onek kotha ajj apañar maddomay janlam .proti ti manush er jibon e onek kosto thakay , kintu amra onake ta jani na . Sotti onek Boro maper akjon manush silen. Ayub bacchu r life ya niya akta move banalay onek sundor hobay