জনগন সবাই এবার স্পষ্ট উত্তর ভাবুন একটি প্রশ্নের। প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে দুটি দল, স্বাধীনতার পক্ষের ও বিপক্ষের। যারা বিপক্ষের, তারা ইসলাম ধর্মকে পুঁজি করে সুন্দর কথা বলে প্রচার করে; ফলে আমরা সবাই (অশিক্ষিত, আধা শিক্ষিত, কুশিক্ষিত, শিক্ষিত, ধনী, গরীব, ..... ) ধর্মভীরু হওয়ায় তাদের অনেক ইসলামিক কথা/প্রচার পছন্দ করি বা করতে পারি। যদিও এই পক্ষটি ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদে বিশ্বাসী। আর ইসলামে জঙ্গিবাদ বা উগ্রবাদের কোন স্থান নেই। সে জন্য স্বাধীনতার বিপক্ষের এমন দলকে কি আপনি সমর্থন করেন বা করা শুরু করেছেন? তাদের কি সমর্থন করা উচিত? রাজনৈতিক সব দলের গুন দোষ আছেই। কোন দল কি করলো, কি করে নাই, তা বলছি না এখানে। আসল বিষয়টি এটাই যে, দেশের স্বাধীনতার বিষয়ে আমরা কি ভাবি, কি চাই।
জনাব খালেদ মহিউদ্দিন আপনি কি মনে করেন কুমিল্লা এলাকার অধিকাংশ মানুষ দেশ বিরোধী পাকিস্তানি মনস্তত্ত্ব থেকে বের হয়ে আসতে পারছে না। কারণ মানুষ মনে করছে ৭৫ এবং ২০২৪ এর ভায়োলেন্সের কুশীলবদের বাড়ি ঐ এলাকায়। মন্তব্য্য করুন।