৮০০ থেকে ৯০০. শিক্ষার্থীরা মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে, আওয়ামী লীগ ছাত্রলীগ এ মেরেছে প্রায় 200 ও বেশি 😢 আর আপনি এখানে বসে আওয়ামী লীগের প্রশংসা করছেন, পিনাকি ভট্টাচার্য আপনাকে নিয়োগ দেওয়ার আগেই বলেছিল আপনি মানুষ সুবিধার নন
উনি যেখানেই যাচ্ছেন সেখানে আওয়ামী লীগের চাটুকারি কথা বলতেছেন আওয়ামী লীগ গঠনের কথা বলতেছেন আগে আপনি বিচার করবেন বিচারের মাধ্যমে দেয়া হবে সেটাই জনগণ মেনে নেবে 😊
আমি একজন স্টুডেন্ট। বাংলাদেশ এর স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব সাখাওয়াত হোসেন এই কাজ থেকে উনাকে অব্যাহত দেয়া হোক কারণ উনি পক্ষ পাতিত্য কথা বলতেছেন। উপদেষ্টার উচিত উপদেষ্টার মত কথা বলা কোন রাজনৈতিক দল কে হাইলাইট করা না।সুতরাং আমরা চাই উনাকে এই কাজ থেকে অব্যাহত দেয়া হোক!!!😡
এমএ শাখাওয়াত হোসেন উনি অনেক বেশি কথা বলেন - ওনাকে নিরপেক্ষভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বানানো হয়েছে - আওয়ামী লীগের গুনো গান গাওয়ার জন্য বসানো হয়নি - আমি আগেই বলেছিলাম এই লোকটি সুবিধার নয় - উনাকে অতি দ্রুত এ পথ থেকে সরানো হোক 🇧🇩🇧🇩
বিচারের আওতায় এনে জেলখানায় গুছিয়ে রাখার কথা বলবে, তা না উল্টো নির্ভয়ে রাজনীতি করার সুযোগ করে দেয়ার গল্প শুনাচ্ছে। আমরা মানিনা এই বিতর্কিত স্বরাষ্ট্রমন্ত্রীকে।
কেন করা হবে না নিষিদ্ধ। এত অত্যাচার এর পর আবারও আসবে? সাফাই বন্ধ করে অত্যাচারীদের গ্রেফতার করেন। ভয় পাইতাছেন মনে হয়,তাইলে পদত্যাগ করেন যাতে এত কষ্টের স্বাধীনতা নষ্ট না হয়
স্বরাষ্ট্র উপদেষ্টা দেখছি পুরাটাই আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের সাপোর্ট করছে ওনাকে রাখলে উপদেষ্টা পরিচালনা ভালো হবে না তাহলে পুলিশ তো নাকি অনুসরণ করবে
আগামী কাল 13/আগস্ট মঙ্গলবার ছাত্র ছাত্রীরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে উপদেষ্টা কে পদত্যাগ করতে হবে সবাই মিলে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি প্রবাস থেকে