আপনারা যখন যে সিজেন তখন সে সিজনের চারা বিক্রি করেন ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আপনাদের কোন রেসপন্স থাকে না। আর আমি গত বছর নভেম্বর মাসে পেপে চারা নিয়েছি আপনাদের কাছ থেকে ৩৫০ গাছের মধ্যে ২০০ গাছ হয়েছে পুরুষ যেগুলোর ফল গাছে কম আটকে এবং বাঁকা টেরা হয়। আমি হতাশ আশানুরূপ ফলন পেলাম না।
আমার দুই বছরের অভিজ্ঞতা: এক বিঘা জমির খাজনা ২০ হাজার চারা কিনতে খরচ হয় ১০ হাজার গোবর, রাসায়নিক সার ২০ হাজার স্পেস শিডিউল ২৪ হাজার স্প্রি ম্যান ৬ হাজার লেবার ২০ হাজার খুঁটি ২০ হাজার ১ লক্ষ ২০ হাজার টাকার মতো খরচ হবেই। এত পরিমান খরচ করে যদি পুরুষ গাছ বেশি হয়, তবে লস না হলেও লাভের লস হয়।
আসসালামু আলাইকুম সামিউল ভাই কেমন আছেন আপনার এগ্রনের সাবমেরিন জাতের শসা রোপন করেছিলাম গাছের বয়স ৫০ দিন একটা সুসাও ধরে নাই কারণ কি ভাই আমার প্রায় ৩০ হাজার টাকা লস
Agro 1 jei system e jone select kore farmhous kortese and officialy activitis calasse nisondehe number 1,, ar ami ekdin ei system mainten korei poihouse e zone system e cashabad korbo insallah