সেনাবাহিনী ভাইদের কে অনেক ধন্যবাদ ছাত্র ভাইদের সাথে মিলেমিশে দেশের জনগণের আকাঙ্ক্ষা রক্ষা করার জন্য এগুলা স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই এদেরকে শাস্তির আওতায় আনা হোক
সেনাবাহিনী ভাইদের কে অনেক অনেক ধন্যবাদ ছাএ জনতার সামনে এগিয়ে আসার জন্য স্যালুট জানাই এইভাবে সব সময় আপনারা ছাত্র জনতার পাশে থাকবেন আল্লাহ ছাএ জনতার সহায় হন ❤❤❤❤❤❤❤
দেশদ্রোহী গোপালী আনসার। এবার মজা বুঝ। সেনাবাহিনী ছাত্র জনতাকে সম্মান জানায়। আর গোপালি আনসাররা বেয়াদবির চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। চাচারা, ছাত্রলীগ ও যুবলীগ থেকে এসে আনসারে ঢুকেছো। এবার চোরের মত ধরা পড়লে কেন, একেবারে হাত বাধা অবস্থায়। চাচারা কেমন মজা লাগে?
আনসার কে তিনভাগে ভাগ করা হয় ১) সাধারন আনসার, ২) ব্যাটালিয়ন আনসার ৩) ভিডিপি। যেই আনসার এইসব দফা দাবীর ছাত্র আক্রমনের সাথে যুক্ত তারা সাধারন আনসার। কিন্তু আমরা যেনো ব্যাটালিয়ন আনসারের সাথে এগুলো গুলিয়ে না ফেলি,সেখানে তাদের কোনো সম্পৃক্ততা ছিলো না কারন তারা এইসব থেকে বিরত ছিলো এবং ব্যাটালিয়ন আনসার দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে পাহাড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রামে শান্তিরক্ষায় সেনাবাহিনীর সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।
যারা সচিবালয় ঘেরাও করেছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার পূর্ব দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এবং এদের উস্কানিদাতা কে আদর্শ খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। অপরাধী আনসারদের বহিষ্কার করার জোর দাবি জানাচ্ছি উপদেষ্টাদের সরকারের কাছে।
লোভে পাপ পাপে বিনাশ। দাবি দাওয়া এখুনি করার ছিল , সুষ্ঠু ভাবে করতে পারতে সরকারের সচিবালয় ঘেরাও করলে কেন। এদের মদত দাদা কে তার সন্ধান করতে হবে। ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীক।
দাবি আদায়ের নামে দেশের এই নাজুক সময়ে দেশটাকে যারা অস্থিতিশীল করতে চেয়েছিল এদের সব-কয়টাকে চাকরি থেকে বরখাস্ত করা হোক! ভাই জন্য দোয়া রইল তাড়াতাড়ি সুস্থতা হোক
ধন্যবাদ দেশ প্রেমিক সেনা প্রধানের ও সেনাবাহিনীর সকল স্তরের সদস্য দের এবং ছাএ জনতা দের। ওরা আনসার ভিডিপি নয় ,এরা পতিত সরকারের প্রেতাত্মা ওগুলো কয়েক দিন আগে শাহবাগে সংখ্যালঘু সেজে ছিল এদের কে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করুন প্রকৃত তথ্য বেরিয়ে আসব। ধন্যবাদ ভাইকে
আলহামদুলিল্লাহ। খুব ভালো হয়েছে।এদের দাঁড়ায় কখনোই কোন উপকার আসবে না। তাই সব আনসার কে চাকরিজীত্ব করে নতুন ভাবে নিয়োগ দেওয়া হোক অনেক মানুষ আছে চাকরি করার জন্য
উপদেষ্টা হাসনাত আব্দুল্লার কথা শুনে মনে হচ্ছে ,হাসনাত আবদুল্লাহ জামাত বিএনপির সঙ্গে সরাসরি জড়িতl আপনারা খবর নিয়ে দেখেন কোন রাজনৈতিক দলের লোকl হাসনাত আব্দুল্লাহ আনসার ভিডিপিকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দিয়েছেন প্রশাসনের কাছে জোর দাবি আপনারা আব্দুল্লাহকে আইনের আওতায় আনা হোক এবং কঠিন বিচার দাবি
হাজারো ছ্যালুট জানাই আমার সেনা সদস্য ভাই ও ছাত্র ভাই দের দোয়া ও ভালো বাসা করছি পোবাসিরা আছি আপনাদের সাথে ইনসাললা আল্লাহ ছাড় দায় ছেড়ে দেয় না আয় লাভ উই বাংলাদেশ
সেনাবাহিনী ভাইদের কাজটা ঠিক আছে। আপনারা এগিয়ে যান আমরা ছাত্ররা আপনাদের সাথে আছি। যে কোনো পরিস্থিতে। আল্লাহ তায়ালা আমাদের সকলের নেক হায়াত দান করুন। আমিন।