আটা, ময়দা আর ভাতের মাড় দিয়ে তৈরি হচ্ছে নামী-দামি বিদেশি ক্রিম। কামরাঙ্গী চরে ডিবি অভিযান।
আটা ময়দা ভাতের মাড়, রঙ আর কেমিকেল দিয়ে তৈরি হচ্ছে বিদেশী নামী দামি ব্র্যান্ডের রঙ ফর্সাকারী ক্রিম। ফ্রান্স, আমেরিকা, কোরিয়াসহ বিভিন্ন দেশের ক্রিম তৈরি করে রাজধানীর কামরাঙ্গী চড়ের ছোট্ট দুটি রুমে। এমনই নকল কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করেছে ডিবি লালবাগ । মালিকসহ ৭ জন আটক।
29 окт 2024