Тёмный

আদর্শ হিন্দু হোটেল ৭ | Adarsha Hindu Hotel | Bibhutibhushan Bandyopadhyay |Bengali Classics by Arnab 

Bengali Classics By Arnab
Подписаться 149 тыс.
Просмотров 156 тыс.
50% 1

Bengali classics by Arnab এর আজকের নিবেদন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস 'আদর্শ হিন্দু হোটেল'- এর সপ্তম তথা অন্তিম পর্ব।
রচনা- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গল্পপাঠে ও বিভিন্ন চরিত্রে- অর্ণব
প্রচ্ছদে- কভারম্যান অভিব্রত

Развлечения

Опубликовано:

 

13 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 618   
@artvibration7517
@artvibration7517 2 года назад
আপনার চ্যানেল আবিষ্কারটি আমার কাছে আশীর্বাদ স্বরূপ। বেশি কিছু বলবো না... তবে একটাই কথা... শুধু আমি না, আমরা সকলেই স্বপ্ন দেখি! আমারও স্বপ্ন ব্যবসা, ছোট্ট ব্যবসা.... আমারও পুঁজি কম, জোগাড় কম, তবু আপনার গলা দিয়েই হাজারী ঠাকুর আমাকে অনেকখানি সাহস আর শিক্ষা দিয়ে গেলো যা আমি ভুলবো না।
@pger9052
@pger9052 2 года назад
Me to
@himadridas4186
@himadridas4186 2 года назад
স্বপ্ন আর ক জন দেখে - আর ক জনেরি তা পূরণের সাধ্য থাকে। আরো এগিয়ে যাও, প্রতিষ্ঠা তো সময়ের অপেক্ষা @ Art Vibration
@artvibration7517
@artvibration7517 2 года назад
@@himadridas4186 তুমি সাথী টাই, স্বপ্ন দেখে যাই।❤️
@mamatabanerjee2492
@mamatabanerjee2492 2 года назад
Tokhon din kal alada chilo.akhon keu uthte chaile tene namabe
@mitalipaul9999
@mitalipaul9999 Год назад
এক সত্যবাদী, আদর্শবাদী, পারিশ্রমি সহজ সরল মানুষ হাজারী ঠাকুর এর অসাধারণ এক স্বপ্ন পুরণ এর গল্প ছিলো, যা প্রত্যেক মানুষ কে তাঁদের স্বপ্ন পুরণ করতে সাহস যোগায়.. 💙😌
@tanushreedeb7310
@tanushreedeb7310 2 года назад
শেষ হলো কিন্তু মনটা খরাপ হয়ে গেল, আরও কিছু শুনতে চাই ছিল মন।একেই বলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
@deepmondal6822
@deepmondal6822 2 года назад
আজ সত্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ এর চাঁদর এ মুড়ে দিতে ইচ্ছে হচ্ছে হাজারির সার্থকতা কে প্রত্যক্ষ করে , আর সারল্যতার এই সাফল্য রূপটিকে দেখে বলতে ইচ্ছা করছে "আমি হাজারি হতে চাই", যে হাজারির সাফল্য অর্থে নয় বরং অপ্রত্যাশিত পদ্মঝির ভক্তিভর প্রনম্মে। অনেক ধন্যবাদ প্রিয় অর্ণব দা একটা জীবন তথা স্বপ্ন কে তোমার কন্ঠস্বর এ প্রাণময় করে তোলার জন্য।❤️❤️
@somnathchattopadhyay8913
@somnathchattopadhyay8913 Месяц назад
অত্যন্ত মনোগ্রাহী এই
@Rj_Suman123
@Rj_Suman123 2 года назад
বলার ভাষা হারিয়ে ফেলেছি দাদা, তোমার আদর্শ হিন্দু হোটেল মনে দাগ কেটে গেল।
@fazlaalahi1405
@fazlaalahi1405 2 года назад
ধন্যবাদ দাদা, টানা পাচঁ দিন উপন্যাস শুনে শেষ করলাম। মীরদা, অগ্নিদা এদের পর প্রথম করো পাঠ এত গভীর ভাবে বুকে এসে লাগলো। এমন আরো বিখ্যত লেখা আপনার কণ্ঠে শুনতে চায়। বাংলাদেশ থেকে শুভেচ্ছা রইল।❣️❣️🌼
@natureslover807
@natureslover807 Год назад
Sunday susnpence er golpo chara Apnar moton amaro atai prothom onno karon konthe sona golpo. Asdharon laaglo. Ami roj bank a bose bose alpo alpo kore suntam golpo ta.
@Tithi261
@Tithi261 Год назад
Oe😊😊mein bhi nhi
@Tithi261
@Tithi261 Год назад
Cucumber
@aninditasadhukhan3991
@aninditasadhukhan3991 2 года назад
আমার আট বছরের ছেলে আপনার গল্প পাঠের বড়ো ভক্ত মন দিয়ে খুব শান্ত হয়ে সে আপনার প্রতিটি গল্প শোনে আপনাকে অসংখ্য ধন্যবাদ🙏ঈশ্বরের কাছে আপনার দ্রুত আরোগ্য কামনা করি
@ranajitdas8910
@ranajitdas8910 2 года назад
শেষ টুকু শুনে সত্যি চোখ দুটি জলে ভোরে গেল নিজের অজান্তেই যখন হাজারি ঠাকুরকে প্রনাম করলো পদ্ম দিদি। হাজারি ঠাকুরের মনের অনুভূতি জানো কোথায় নিজের অনুভূতির সাথে মিশে একাকার হয়ে গেল মনে হল। দাদাভাই সুস্থ হয়ে ওঠো খুব তাড়াতাড়ি এই কামনা করি। তোমাকে আলাদা করে ধন্যবাদ জ্ঞাপন করাটা জানো অনেক ছোটো বলে মনে হয়, তোমায় ছোট ভাই এর অন্তরস্থল হইতে অনেক অনেক ভালোবাসা। তুমি তো আমাদের খুব কাছের লোক হয়ে উঠেছো। আমি কিন্তু তোমার চ্যানেল এ নতুন সদস্য হুগলী জেলার বাসিন্ধা।☺️ অনেক ভালোবাসা রইলো❤️
@mrinmoybhattacharya6601
@mrinmoybhattacharya6601 2 года назад
অসাধারণ লাগলো অর্ণব দা । আশা করি হাজারী ঠাকুরের মতো তোমার জীবনেও প্রচুর উন্নতি হোক । 🥰
@RAJROY-eq1kd
@RAJROY-eq1kd 2 года назад
অসাধারণ....মনটা খুব ভালো হয়ে গেলো 😮😮❤❤ এবার যদি 'পথের পাঁচালি ' ও 'অপরাজিত ' অসে !!!!!
@LearnScienceThroughPhysicist
@LearnScienceThroughPhysicist 2 года назад
এই পর্বটা শোনার সময় অনেকটা Emotional হয়ে গেছিলাম। এমনকি কেঁদেও ফেলেছি অনেকবার। বেশি খারাপ লেগেছে যখন আতশীর স্বামী মারা যাওয়ার কথা জানতে পারি। Thank you so much for this incredible Golpo❣️. Please Viya make video on "The Alchemist". I have no word for your voice. Literally, I love your voice . That's why start listening your all video❣️
@nitianrajeev
@nitianrajeev 2 года назад
অপূর্ব সন্তুষ্ট অনুভব করছি সবকটা পাঠ শুনে। হাজারীর এবং তার তিন জন মেয়ের চরিত্র, চেহেরা এবং সরলতা যেনো চোখের সামনে ছিল। বিভূতভূষণ বাবুর তুলনা নেই। কখনো কখনও মনে হই কারো চোখের সামনে এরকম ঘটনা না ঘটলে সে কি করে এত গভীর হয়ে লিখতে পারে। এমনি গভীরতা পথের পাঁচালি তেও দেখতে পাওয়া যায়।
@ramahalderramahalder4183
@ramahalderramahalder4183 5 месяцев назад
❤ . 😂😂😂 1:47
@shahinarazaman4210
@shahinarazaman4210 2 года назад
খুব ভালো লাগলো। সেই আবেগ সেই উচ্ছ্বাস আর দরদী কন্ঠ এখনো কানে বেজে চলেছে। কষ্ট থাকলেও নতুন করে আবার অন্য কোথাও কারো জীবনীতে খুঁজে পাবো আপনাকে! একমাত্র এই প্রত‍্যাশাটুকুই মন কে প্রবোধ দিতে পারছে। মন থেকে দোয়া করছি, আল্লাহ্ আপনাকে সুস্থ করে তুলুন। বাংলাদেশ থেকে দোয়া, শুভেচ্ছা আর মঙ্গল কামনা করছি
@brittovedi3608
@brittovedi3608 2 года назад
অধীর আগ্রহে অপেক্ষা করছি শেষ পর্বটি শোনার জন্য। “আদর্শ হিন্দু হোটেল” উপন্যাসটি আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।❤️❤️❤️
@sonajhuriful
@sonajhuriful 2 года назад
সহমত পোষণ করছি
@Rj_Suman123
@Rj_Suman123 2 года назад
আমিও একমত।
@arnabroy9307
@arnabroy9307 11 месяцев назад
Right
@piyalidas4408
@piyalidas4408 2 года назад
মন ছুঁয়ে গেলো, ♥️ দিন দিন চ্যানেলটি আমার নেশায় পরিণত হচ্ছে, প্রচন্ড ভালো লাগে ।
@kartikchitrakar6224
@kartikchitrakar6224 Год назад
Hi
@manasidatta1245
@manasidatta1245 2 года назад
অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আমার মা বাবাকে নিয়ে এই উপন্যাস টি আপনার কণ্ঠে শোনার,আরো অনেক গুলো প্রতিদিন শুনেছি ,বেশির ভাগ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ই,আমার অনলাইন class এর ছুটি পেলেই আপনার গল্পপাঠ শুনতে বসি সকলে মিলে ,অসাধারণ লাগে আপনার কণ্ঠে গোল গল্প শুনতে,আরো অনেক উপন্যাস গল্প পাঠ শোনার আশায় রইলাম,ভালো থাকবেন ,আপনার সুস্থতা কামনা করি,নমস্কার ..
@smita4411
@smita4411 2 года назад
এতো সুন্দর, শান্তি লাগে শুনতে। ধন্যবাদ এবং অনুরোধ রইলো এমনি আরও সরল সুন্দর গল্প শুনানোর জন্য। ভালো থাকবেন।
@Infinityrace
@Infinityrace 2 года назад
উচ্চমাধ্যমিক বা কলেজের ফার্স্ট ইয়ারে পড়ার সময় এই গল্পটি এক সপ্তাই শেষ করেছিলাম ,দীর্ঘ 10 বছর পর আবার গল্প শুনে শেষ করলাম দুদিনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ । এরকমই সুন্দর সুন্দর উপস্থাপনার অপেক্ষায় রইলাম।
@kousikmaity3044
@kousikmaity3044 2 года назад
এক কন্ঠে এত চরিত্র ,চোখে জল আনলেন, প্রনাম নেবেন দাদা.
@sumitaghosh7920
@sumitaghosh7920 2 года назад
Apnar prothom golpo path korar thekei apnar fan Arnab babu. Sei theke aj obdi ekti golpo path miss kori ni amar choto chele ti apnar golpo path korar jonno bangla sahitter proti akristo hoeche. Osonkho dhonnobad apnake osadharon golpo path korar jonno.
@soumendey8968
@soumendey8968 2 года назад
অসুস্থ শরীরেও আমাদের কথা ভেবে যেভাবে আদর্শ হিন্দু হোটেলের শেষ পর্ব বইয়ের পাতা থেকে মনের মধ্যে পৌঁছে দিলে, দারুণ খুশি হলাম। এবার এক্সরে করিয়ে নাও ভাই।
@mallikadutta8508
@mallikadutta8508 2 года назад
ভীষণ ভালো লাগলো.... স্বপ্ন পূরণ কখনো শেষ হয়না একটা স্বপ্ন পূরণ হয় তো , আরেকটা স্বপ্ন জন্ম নেয়....
@piyalidey9778
@piyalidey9778 2 года назад
অসম্ভব সুন্দর উপন্যাস।আনন্দেও চোখে জল এলো।মন কানায় কানায় পূর্ণ হয়ে উঠল। সত্যি ই যেন সৎ মানুষের এরকম ই উন্নতি হয়।আর আপনার উপস্থাপনার তুলনা নেই। এবার "দৃষ্টিপ্রদীপ" উপন্যাস শোনার অনুরোধ রইল।🙏🙏
@sumanghoshal5088
@sumanghoshal5088 2 года назад
আহা কি সুন্দর তোমার রান্না দাদা, সত্যি হাজারী দাদাও হয়তো এত ভালো রান্না পারেন না।খুব চাটিয়া পুটিয়া খেলাম
@sarmisthamukherjee1068
@sarmisthamukherjee1068 2 года назад
সত্যি ,,, উপন্যাস টা পড়া ছিল তবে ,আপনার বাচনভঙ্গিতে আবার যেন নতুন করে ভালো লাগলো 🌼🌻
@rajitbhattacharjee9928
@rajitbhattacharjee9928 2 года назад
Na bole parchi na, Bibhuti babur kalam ar tomar kontho r jadu te puro jome gelo bepar ta❤❤
@chandrakantidutta5066
@chandrakantidutta5066 2 года назад
উপন্যাসটা পড়িনি, তবে ছোট্ট বেলায় সিরিয়াল দেখেছিলাম। দেখেছিলাম মনোজ মিত্র আর সাবিত্রী চট্টোপাধ্যায় এর মর্মস্পর্শী অভিনয়। এবার আপনার কথনে সব স্মৃতি আব্বার চাঙ্গা।
@tejashiroy2961
@tejashiroy2961 2 года назад
আদর্শ হিন্দু হোটেল -এর সব পর্ব আপনার কণ্ঠে আধির আগ্রহে শুনেছি। আপনার কণ্ঠ সমস্ত চিন্তা গুলোকে দূরে কোথাও পাঠিয়ে দিয়ে মনকে পুরপুরি আবিষ্ট করে রাখে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনার জন্য।
@sayonisamanta2813
@sayonisamanta2813 2 года назад
সত্যি অসাধারণ সমাপ্তি... অধীর অপেক্ষা সমাপ্ত হল... গল্প পাঠ এমনি যে সব টা যেনো চোখের সামনে ভেসে উঠল ♥️
@prativas3763
@prativas3763 2 года назад
অনেক অপেক্ষায় ছিলাম।অসাধারণ শেষ টা মন ছুঁয়ে গেল ❤️❤️
@gulsunahmedmari8495
@gulsunahmedmari8495 2 года назад
অসুস্থতার মধ্যে যে লাস্ট সিরিজ টি পাবো , ভাবিনি । অনেক ধন্যবাদ । আর আপনার সুস্থতা কামনা করি । অপেক্ষায় রইলাম ।
@RAKESHDAS-be2iv
@RAKESHDAS-be2iv 2 года назад
অর্ণব...মন ভরে গেল।এভাবেই এনাদের গল্পঃ গুলি শোনার অপেক্ষায় রইলাম। Get well soon ❤️
@mrinmoybanerjee9643
@mrinmoybanerjee9643 2 года назад
একেই বলে " গল্পঃ শেষ হয়েও যেনো হইলো না শেষ । " অসাধারন দীর্ঘ একটা যাত্রা আজ আমরা শেষ করলাম কিন্তু ; তৃষ্ণা মিটলো না ! যেন আরো হলে কতই না ভালো হতো । অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে; নিজের অসুস্থতার মাঝেও আমাদের এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য । পরবর্তী 'রসের হাঁড়ি' এর অপেক্ষায় রইলাম ❤️।।
@__ankizzz__8431
@__ankizzz__8431 2 года назад
তোমার গলায় উপন্যাস টি শুনতে শুনতে এটাই মনে হচ্ছিল যে উপন্যাস টা যেনো শেষ না হয় ,,, এভাবেই যেনো হাজারী ঠাকুরের হোটেল খুব জনপ্রিয় হয়ে ওঠে সবার কাছে ,,, কিন্তু সব কিছুরই একটি শেষ আছে ,,, খুব ভালো লাগলো অন্তিম পর্ব শুনে😊😊😊😊 নিজের খেয়াল রেখো দাদা☺️ ঠিক ঠাক মেডিসিন নিও 😊☺️take care yourself ☺️
@pratipsil8600
@pratipsil8600 2 года назад
অসংখ্য ধন্যবাদ সব কটি পর্বের জন্য। আরণ্যক সোনালে খুবই খুশি হব 🥰
@user-pk7dk6in8o
@user-pk7dk6in8o 2 года назад
শুরুর থেকে শেষ পুরোটাই অসাধারণ ।ধন্যবাদ 🙇
@shrutipaul400
@shrutipaul400 2 года назад
সতি বলছি অর্নব দা তোমার কাজের প্রতি পবিত্রতা দেখে আমরা আপ্লুত তোমার শারিরীক সমস্যা বাঁধা হতে পারেনি অনেক ভালোবাসা ❤️ কিন্তুু সত্যি বলছি মনটা ভার হয়ে গেল শেষ পর্ব
@joymamonosa123
@joymamonosa123 2 года назад
জীবন প্রদীপ এর মতো লেখনী ❤️ অপূর্ব পাঠ ❤️
@pujabit8475
@pujabit8475 2 года назад
আমার প্রাণের গল্প। মন ছুঁয়ে যায় প্রতি পাতায় পাতায়। আপনার জন্য অনেক শুভকামনা ❤️।
@pronaymridha3234
@pronaymridha3234 2 года назад
আমিও একজন বিভূতি প্রেমী , এই উপন্যাস টা পুরোটা শুনলাম এতদিনে যাত্রা শেষ মন খারাপ ও করছে কিন্তু তাও খুব খুশি হয়েছি শুনতে পেয়ে , অসাধারণ উপস্থাপনা দাদা💓
@shawonsaha7056
@shawonsaha7056 2 года назад
চোখ বন্ধ করলেই যেন চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠে। ধন্যবাদ আপনাকে আমাদের এতো সুন্দর একটি উপন্যাস পাঠ করে শুনানোর জন্য।সত্যিই অসাধারণ হয়েছে।
@mitalibanerjee9370
@mitalibanerjee9370 2 года назад
Classic, masterpiece, incredible__ আদর্শ হিন্দু হোটেল__ অসাধারত্ত্বের মধ্যে এক সাধারণ গল্প_ এক স্বপ্ন পূরণের গল্প।অনেক বার পড়া আরও একবার শুনলাম।আপনার গল্পপাঠ ভালো লাগে। ধন্যবাদ ,থামবেন না....
@anishamaji2703
@anishamaji2703 2 года назад
অপূর্ব... ধন্যবাদ এত সুন্দর লেখা এত সুন্দর করে পাঠ করে শোনানোর জন্য... আবার ও একবার ধন্যবাদ...
@jarifafrin3400
@jarifafrin3400 2 года назад
যতক্ষণ এই গল্পের মাঝে ছিলাম মনে হল না দেখা সেই রানাঘাটের চুর্নির ধারে বসে মৃদু মন্দ বাতাসে বসে হাজারি ঠাকুরের জীবনের গল্প শুনছি। জীবনের কোলাহল থেকে এই শান্ত শুভ্র মুক্তির জন্য ধন্যবাদ গল্পকার কে, ধন্যবাদ গল্প কথককে। ঢাকা,বাংলাদেশ থেকে💙
@kartikchitrakar6224
@kartikchitrakar6224 Год назад
Hi
@user-bd7mt1po8k
@user-bd7mt1po8k 7 месяцев назад
গল্প শুনতে শুনতে এক এক বার ভাবি হাজারী ঠাকুর এমন করেন না কেন? কিন্তু পরে ভাবলাম ঠাকুরের এই স্বভাবের জন্যই তার এই সফলতা।❤️❤️
@lakshmisrikaviraj1013
@lakshmisrikaviraj1013 2 года назад
অসম্ভব সুন্দর আপনার কণ্ঠস্বর আর আপনার বাচন ভঙ্গী।আপনার গল্প পাঠ শোনা আমার নেশা হয়ে গেছে।
@parnachakraborty2717
@parnachakraborty2717 2 года назад
আমার মনের মধ্যে থাকা সবথেকে প্রিয় বিভূতি বাবুর লেখা ' পথের পাঁচালী ' উপন্যাসটি একদিন প্লিজ শুনিও 🙏🙏
@jddip7440
@jddip7440 2 года назад
Thik
@sulekhadalui8800
@sulekhadalui8800 2 года назад
Akdom
@theartofkunal47
@theartofkunal47 2 года назад
Hmm ata thik kotha
@basudevpal4557
@basudevpal4557 2 года назад
Amader patho boi te chilo rapid reading a. Amio sunte chai
@parnachakraborty2717
@parnachakraborty2717 2 года назад
@@basudevpal4557 Hmm amader o chilo
@debikasingha5428
@debikasingha5428 2 года назад
তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো..আর আমাদের আরও সাধারণ গল্প কে অসাধারণ করে শোনাও ♥️♥️🥰🥰
@sweetibala7399
@sweetibala7399 2 года назад
প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে, অনেক অপেক্ষায় ছিলাম। আগেই পড়েছি গোটা উপন্যাস টি তবে আপনার গল্প পাঠের ভঙ্গি সত্যি অসাধারণ।
@jhumurboyalmaji2458
@jhumurboyalmaji2458 2 года назад
দাদা আপনার কন্ঠে এই আদর্শ হিন্দু হোটেল গল্পটি অসাধারন।মনে হয় সব কাজ ফেলে শুধু আপনার কন্ঠে গল্প শুনি। ভগবান আপনাকে ভালো রাখুন সবসময় যাতে আপনি সবাইকে গল্প শোনাতে পারেন ।ধন্যবাদ 💐
@somnathchattopadhyay8913
@somnathchattopadhyay8913 2 месяца назад
হৃদয় স্পর্শ করা এই উপন্যাস যেন মন্ত্রমুগ্ধ করে রাখলো। পরিবেশে নাও খুব চমৎকার।
@tanusreedas8454
@tanusreedas8454 2 года назад
Love the story....Ek kothai osadharon.... Thank you Arnab da for this lovely presentation....Lekhoker jonno roilo amr 🙏🙏
@sandipchowdhury5912
@sandipchowdhury5912 2 года назад
চোখের জল ফেলিয়া ছাড়া হইল তবে,,,,দাদা তোমার সুস্থতা কামনা করি 🙏
@shubhashishthakur56
@shubhashishthakur56 3 месяца назад
অসম্ভব সুন্দর একটা উপন্যাস, পাঠক এর পাঠ যেন ভালো লাগার আলাদা মাত্রা যোগ করেছে। অহংকার যে মানুষের কতটা ক্ষতি করে পদ্ম আর বেচু চরিত্রটি তার প্রমান। আর মানুষের কিছু করার সদিচ্ছা থাকলে তার পূর্ণ হবেই। জয় রাধাবল্লভ 🙏🙏🙏
@dipankarmahato5662
@dipankarmahato5662 2 года назад
গল্পটা আনার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই এগিয়ে চলুন
@asha8012
@asha8012 2 года назад
অনবদ্য। মন ছুঁয়ে গেলো,,, এই দীর্ঘ যাত্রায় অবসান ঘটায় মন একটু খারাপ,তবে অপেক্ষায় রইলাম এক নতুন যাত্রার জন্য❣️
@susmitasaha7
@susmitasaha7 Год назад
মাত্রই শেষ করলাম,,,আপনার অসামান্য গলায় ,সাধারণের মধ্যে এক অসাধারণ উপন্যাসের স্বাধ নিতে পেরে ধন্য হলাম, ধন্যবাদ আপনাকে 🙏,, এভাবেই শোনাবেন আমাদের,,, 🙏❤
@kartikchitrakar6224
@kartikchitrakar6224 Год назад
Hi
@satyakimandal3793
@satyakimandal3793 2 года назад
দাদার দ্রুত আরোগ্য কামনা করি। লোভ ক্রমেই বাড়ছে আমাদের, অত্যন্ত সুন্দর ভাবে উপন্যাস টি শুনলাম। দাদার কাছে অনুরোধ পরবর্তী পদক্ষেপ হোক বিভূতিভূষণ বাবুর " কেদার রাজা"। 🙏🤘
@bidisharay6694
@bidisharay6694 2 года назад
খুব ভাল লাগল প্রতিটা পর্ব
@tapasroy39
@tapasroy39 2 года назад
খুব ভালো লাগলো পুরো "আদৰ্শ হিন্দু হোটেল" সিরিজটা. আশা করি এর পরেও এমন অসাধারণ উপস্থাপনা শুনতে পাবো.
@somennag2899
@somennag2899 2 года назад
খুব প্রিও একটি উপন্যাস, আর আপনার উপস্থাপনায় সত্যিই গল্প শোনার আনন্দ আবার নতুন করে উপভোগ করলাম, এগিয়ে যান, শরৎ চন্দ্রের বড়দি করার অনুরোধ রইলো, আগামীর শুভ কামনা রইলো
@binaypatra8286
@binaypatra8286 2 года назад
সময়ের অভাবে বই পড়া থেকে এখন অনেক টাই দূরে। ধন্যবাদ আপনাকে,বাংলা সাহিত্যকে আবার নতুভাবে ভালোবাসতে শেখানোর জন্য
@debjanighosh2146
@debjanighosh2146 2 года назад
খুবই খুশি হলাম উপন্যাস টা শুনে। পুরো মন ছুঁয়ে গেল। আর অর্নব দা তোমার বলার ভঙ্গি তো অসাধারণ ❤❤👌👌
@shardhyaslearning2972
@shardhyaslearning2972 2 года назад
Darun akta uponnyash.. It's indeed an inspiration. R onek thanks apnake dada... Eta amader upohar deoar jonno... Take care of yourself 😃😃😃
@faisalahamed3912
@faisalahamed3912 2 года назад
আহ অসাধারণ দীর্ঘ এই যাত্রার নিজেকে শামিল করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।কত কথা মনে আসতেছে বলতে পারছি না। বেচে থাকুন ভালবাসা🙏
@pupusarkar2147
@pupusarkar2147 2 года назад
দাদা কাল শেষ করলাম এই উপন্যাস আর যাত্রা পথ, কি যে ভালো লাগে কি বলবো। সত্যি কথা বলতে গল্প তো ভালো থাকেই আর ও সুন্দর হয়ে ওঠে তোমার কণ্ঠে, খুব ভালো লাগলো ধন্যবাদ দাদা, দাদা তোমাকে দেখার খুব ইচ্ছে গো দাদা😒।
@Tanjir_Shuvo
@Tanjir_Shuvo Год назад
পড়বো পড়বো করেও কিছুতেই যেনো হয়ে উঠছিলো না। আপনার গল্পপাঠ অনেক দিন ধরেই শুনছি, গতোকাল সাজেশনে পেয়ে আনমনেই ট্যাপ করেছিলুম মাত্র, তারপর কীভাবে করে যে শেষ পর্বে চলে এলুম জানি নে। যান্ত্রিকতা থেকে একটু বেরিয়ে খুব ভালো কিছু উপলব্ধি নিতে এবং কিছু বাস্তবিক চিত্র চোখের সামনে এমন সুন্দর পাঠদানে তুলে ধরে- পুরনায় আপনাকে ভীষণ ভাগ্যবান মনে করিয়ে দেয়ার হেতু কৃতজ্ঞতা!💞
@sumonabiswas7545
@sumonabiswas7545 2 года назад
অসাধারণ উপস্থাপনা।💐💐💐💐💗💗💗💗💗 মানিক বন্দ‍্যোপাধ‍্যায়ের "পদ্মা নদীর মাঝি" শোনাবেন আপনার এমন সুন্দর উপস্থাপনার দ্বারা।অপেক্ষায় রইলাম।
@easyenglishschool1010
@easyenglishschool1010 9 месяцев назад
সত্যি অসাধারণ। আমি পুরো সিরিজ টায় শুনেছি। জীবনটাকে অন্যভাবে আবিষ্কার করলাম। আপনার সুন্দর কণ্ঠে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যে অসাধারণ।
@lovegreens9207
@lovegreens9207 2 года назад
বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না দাদা। অসাধারণ।❤️🙌🙂 নতুন উপন্যাস নিয়ে তাড়াতাড়ি ফিরবে। অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন রইলো তোমার জন্য...💐
@kalponablogs7368
@kalponablogs7368 2 года назад
অসম্ভব সুন্দর লাগলো দাদা কি বলবো মাঝে মাঝে মনে হয় যেন হাজির ঠাকুরের কাছে রান্না শিখতে যাই বা একবার যদি দেখা হতো কি খুশি যে হতাম সে আর বলার নয় আর দাদা আপনার গল্প বলার ধরন যে কি ভালো লাগে তা আর বলার নয় তা দাদা ডা: দেখাও আর তাড়াতাড়ি সুস্থ হয়ে নূতন কিছু নিয়ে এসো।
@mistiartgallery1135
@mistiartgallery1135 2 года назад
Congratulations for 50k subscribers 7 টা পর্বই অসাধারণ আর তুমি অসুস্থ হওয়া সত্তেও এতো সুন্দর করে গল্পটা পরিবেশন করেছো যে বলার মতো কোনো শব্দ নেই । তুমি আরো অনেক দূর এগিয়ে যাও।
@adrijamukherjee5712
@adrijamukherjee5712 2 года назад
বড় ভালো লাগলো দাদা ❤️ অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে গল্প পরিবেশন করার জন্য 😇🙏🏻❤️
@sumanadhar4877
@sumanadhar4877 Год назад
এমন একটি গল্প পাঠের চেনেল আমি খুঁজে বের করার জন‍্য নিজেকে ধন‍্য বলে মনে করছি। পাঠকের এত সুন্দর বাচন ভঙ্গি মন ভরে যায় পাঠ শুনে 🙏
@piyalisamanta4824
@piyalisamanta4824 2 года назад
Khub khub sundor akta uponyas ei rokom e aro uponyas sunte chai dada ....
@user-rl8yj6uh1b
@user-rl8yj6uh1b 2 месяца назад
সব পর্বগুলো শুনলাম,,এতো সুন্দর আপনার বলার ভঙ্গিমা!ভগবান আপনকে হাজার বছরের আয়ু দিক!🖤🙏
@RajuRoy-qe9fp
@RajuRoy-qe9fp 2 года назад
মন্ত্র মুগ্ধ আমি এই গল্প শুনে, প্রশংসার ভাষা খুঁজে পাই না,, আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপনের জন্য..
@pritimondal5103
@pritimondal5103 2 года назад
সত্যি আপনার কণ্ঠে গল্পটি শুনে অসাধারণ লাগলো। যতই শুনছি ততই আশা বেড়ে যাচ্ছে গল্পের প্রতি যেনো আর একটু হলে ক্ষতি কি ছিল।। অপেক্ষায় রইলাম আরো নতুন কিছুর আসায়।। 😌❤️ শুভ রাত্রি।
@kartikchitrakar6224
@kartikchitrakar6224 Год назад
Hi kemon achen
@ranjitpaul257
@ranjitpaul257 2 года назад
এক এক করে সাতটি পর্ব শুনলুম। এককথায় অসাধারণ লাগলো। ধন্যবাদ আপনাকে।
@peaceheart7
@peaceheart7 11 месяцев назад
হয়তো আপনার এই অডিও স্টোরি চ্যানেলটি না থাকিলে বিভূতি স্যার এর এই উপন্যাস টি কোনোদিন বই পরে জানিতে পারিতাম না। অসাধারন হয়েছে আপনি একাই একশো।। অসংখ্য ধন্যবাদ এই সম্পূর্ণ উপস্থাপনার জন্য।।
@himadribanerjee1908
@himadribanerjee1908 2 года назад
গল্প থেকে একটা শিক্ষা পেলাম অহঙ্কার থাকলে সবই শেষ হয় শুধু সময়ের অপেক্ষা।
@soumyajitsaren8227
@soumyajitsaren8227 2 года назад
প্রথম যখন শুরু করেছিলাম ভেবেছিলাম কত বড় উপন্যাস কিন্তু আপনার কণ্ঠে শোনা শুরু করতে আর শেষ না করে থাকতে পারলাম না💖
@sogirsikder5757
@sogirsikder5757 2 года назад
আপনাকে ধন্যবাদ দিলে অনেক ছোট করা হবে। অসাধারণ উপস্থাপনা। নিয়মিত শ্রোতা হয়ে গেলাম। সাথে বিভূতিভূষণের ভক্ত হয়ে গেলাম।
@diyachakrabarty6313
@diyachakrabarty6313 2 года назад
আমরা অনেকেই syllabus এর বাইরে বিশেষ কিছুই পড়ি না, আসলে খুব অলস তো, তবে এরকম সুন্দর করে কেউ গল্প বললে মনে হয় যে পড়াশোনাও হলো আবার আনন্দও হলো। খুব সুন্দর পাঠ করেছেন উপন্যাসটি। ❤ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু উপন্যাসের অপেক্ষায় রইলাম।
@indianboyshimul7724
@indianboyshimul7724 2 года назад
গল্পের দুটি চরিত্রে খুব ভালো লাগলো এক অতসী দুই পদ্ম দিদি। সত্যি গল্প টা অসাধারন লাগলো।
@aninditadutta6792
@aninditadutta6792 2 года назад
সত্যি অসাধারণ,,,,,সহজ সরল নিরীহ একটি মানুষ কি ভাবে নিজো গুনে শূন্য থেকে সাফল্যের চূড়ায় উঠেও সেই একই রকম অহংকার শূন্য সংবেদনশীল রয়ে গেলো,,, তা হাজারী ঠাকুরের কাছ থেকে শিখতে হয়।অনেকদিন আগে গল্পটি পড়েছিলাম,,,,আজ তোমার কণ্ঠে সব চরিত্র গুলো যেন জীবন্ত হয়ে উঠলো।
@pinakiwb
@pinakiwb 2 года назад
খুব......... ভালো লেগেছে...... 🙏 আপনিও ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ❤️👍
@subhasreedeb1002
@subhasreedeb1002 9 месяцев назад
সত্যি রাধাবল্লভ জাগ্রত 🙏🙏🙏 এটা অনেকের কাছে গল্প বলে মনে হতে পারে কিন্তু আমি জানি এমন হাজারি অনেক বাজারে দেখা যায়।
@tinapatra2925
@tinapatra2925 Год назад
আহা! কী তৃপ্তি শুনে ও যে এমন তৃপ্তি পাওয়া যায় তা আগে জানতেম না আজ জানলাম
@riyadaspaul4589
@riyadaspaul4589 2 года назад
ভীষন ভালো একটি গল্পঃ যেটা আমাদের শেখায় তুমি কারোর চাইতে ছোটো নয় যদি বড় হওয়ার ইচ্ছা থাকে।ভীষন সুন্দর পাঠ।পুরো টা শুনলাম এবং একবারও কোথাও একঘ্যে মনে হলো না। মনে হলো গল্পের প্রত্যেকটি চরিত্র এমনকি হাজারী ঠাকুরের বাড়ি টাও যেনো চোখের সামনে ভাসছে। প্রত্যেকটা চরিত্র জীবন্ত লাগলো। এর থেকে বেশি বলার ভাষা জানা নেই আমার। অনেক অনেক এগিয়ে যাও❤️
@bidisharoy7669
@bidisharoy7669 2 года назад
Sabdhane thakben dada ❤️ Get well soon 🌼 R onek onek dhonyobad ei puro uponyas tar jonyo...age theke pora thakleo puro ta sunlam abar...khub khub bhalo laglo...Maa Baba ami sobai mile sunechi puro taa ❤️ Eivabei egiye jao...Amra sobai pase achi 😊
@arpanabhattacharya6628
@arpanabhattacharya6628 2 года назад
খুব ভালো লাগলো ভাই। Wish you a speedy recovery.. Stay safe. 💐
@piyads2694
@piyads2694 2 года назад
এই গল্পটা শোনার ইচ্ছা ছিল বহুদিনের। RU-vid এর আরো অনেক চ্যানেলে আছেও এই গল্পটা। কিন্ত শুনতে অতটা ভালো লাগতোনা কখনো। তাই তুমি যখন এর প্রথম পর্বটা নিয়ে এলে তবে থেকে অপেক্ষা করছি কবে তুমি শেষ পর্বটা upload করবে আর আমি পুরো গল্পটা একবারে শুনবো। সত্যিই অসাধারণ। গল্পের প্রতিটা চরিত্র তোমার বলার গুণে জীবন্ত হয়ে উঠেছে। তোমার এক গুণমুগ্ধ শ্রোতার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন অসাধারণ এই গল্পটা এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। এভাবেই আরো ভালো ভালো গল্প শুনিয়ে যাও আমাদের। ❤️❤️❤️
@murchhanabanerjee862
@murchhanabanerjee862 Год назад
জীবনের শ্রেষ্ঠ উপহার আপনার এই চ্যানেল। কেমন যেনো নেশা হয়ে গেছে গল্প শোনার। আপনার ভয়েস এ অদ্ভুত নিবিড়তা রয়েছে,মন ছুঁয়ে যায়
@user-qd3hn6sx7g
@user-qd3hn6sx7g 4 месяца назад
আন্তরিক ধন্যবাদ জানাই. মন প্রসন্নতায় ভরে গেলো 🙏
@Aniruddhaadass
@Aniruddhaadass 2 года назад
আমার ভাষা নাই,, কি বলিব,, প্রণাম জানাই লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয় কে,, ধন্যবাদ জানাই অর্নব বাবু কে এত সুন্দর ভাবে উপস্থাপনার জন্য, ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🙏🙏
@shyamalkarmakar4563
@shyamalkarmakar4563 Год назад
খুব ভালো লাগলো , সব কটি পর্বই অসাধারণ ! অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
@sujanpal7168
@sujanpal7168 2 года назад
গল্পের চরিত্রের সঙ্গে বলার ধরন যে কি ভীষণ মিল রেখেছেন তা বলে বোঝানো যায়না। অসাধারণ। তারাশঙ্কর বাবুর "কবি" পড়তে পড়তে, "আদর্শ হিন্দু হোটেল" এর কথা বারে বারে মনে হয়। উপসংহার ভিন্ন হলেও দুই গল্পের সুর আমার অনেকখানি অভিন্ন মনে হয়েছে। "কবি" গল্পটিও আপনার কন্ঠে অসাধারণ শুনতে হবে বলেই আমার ধারণা।
@shrabanibegam8799
@shrabanibegam8799 7 месяцев назад
দারুণ লাগলো । হাজার কাজ এর মধ্যে সময় খুঁজে গল্প টি শুনলাম. তোমার কন্ঠ অসাধারণ।
@anishamazumder1497
@anishamazumder1497 Месяц назад
কি তৃপ্তি দাদা আপনার কন্ঠে এই অসাধারণ উপন্যাসটি শুনে মন আনন্দে আত্মহারা হয়ে গেলো ❤
@ourfilmitopic1051
@ourfilmitopic1051 2 года назад
সত্যিই অসাধারণ হয়েছে ।তোমাকে কিছু বলার নেই।তোমার কন্ঠে জাদু আছে যা যেকোনো মানুষকে এক অন্য জগতের কোনো এক হাজারি ঠাকুর কে আমাদের মনের মধ্যে এভাবে জায়গা করে নিতে বাধ্য করায়।হাজারি ঠাকুর কে অন্য জগতের বলার কারণ হলো আমার জানা নেই এরকম কোনো হাজারি ঠাকুরকে যে এত সৎ এত সুন্দর মনের অধিকারী।যায় হোক এর পরে আশাপূর্না দেবীর কোনো এক উপন্যাস শোনার ইচ্ছা রইল🙏
@tdsmusicworld7956
@tdsmusicworld7956 2 года назад
অবশেষে অপেক্ষার সমাপ্তি হইল!!!🙏❤️❤️❤️❤️❤️🌼🌻🌼🌼🌻🌻🌻🌻
Далее
Каха бизнес-класс
0:48
Просмотров 1,7 млн
Good job hero. #shorts #fyp
0:20
Просмотров 11 млн
Приятного аппетита 🤣
0:15
Просмотров 6 млн