খুব কষ্ট লাগে শিক্ষার্থীদের জন্য। নিজেদের ভবিষ্যৎ এবং পড়াশুনা ছেড়ে ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখার কি নিরন্তর প্রয়াশ। এগিয়ে যাও তোমরা। আমাদের দোয়া থাকবে❤💪
বহমান সরকার গঠনের দাবি নিয়ে আসা মানে ভাই এরা আওয়ামী লীগের দালাল। এদের কোন দাবি পূরণ করা হবে না। আগের গুলো ও না। দেশ ১০ বছর মাননীয় উপদেষ্টা গন হাতে থাকলে বাংলাদেশ সিংগাপুর হবে। বাংলাদেশে জনগণ এক সময় সুবিধা পাবেন।
ভাই উস্কানিমূলক কথা বলছেন কেন আনসার এই সমাজেরই একটা আংশ।তারা হয়তো কোনো ষড়যন্ত্রের শিকার।তবে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হবে।আমরা চাই তারা ভুলেও যেনো হাসিনার ফাঁদে পা না দেয়🙏
নতুন করে পঞ্চাশ হাজার পুলিশ আর পঞ্চাশ হাজার আনসার সদস্য ছাত্রদের মধ্যে থেকে নিয়োগ দিয়ে দেন এবং যারা অপরাধ করেছে তাদেরকে ছাটাই করতে থাকেন. সব ঠিক হয়ে যাবে
পুলিশ সেনাবাহিনী কেন কেবল ছাত্ররা আসার পরেই আনসারদেরে বাঁচাতে এগিয়ে আসল? এর আগে, সচিবালয় ও উপদেষ্টাদের প্রটেকশনের বেলা তারা কই বেড়াতে গেছিল? সেনাবাহিনী ও পুলিশকে এর উত্তর দিতে হবে।
*শিক্ষার্থীদের ওপরে হাত তোলার সাহস কে দিল এদেরকে কঠিন স্বাস্থ্যের আয়ত আনতে হবে কিংবা এদের রিমান্ডে নিয়ে আসতে হবে এদেরকে এত সাহস দিলো কে নতুন আনসার নিয়োগ দেয়া দরকার ছাত্র ও প্রতিষ্ঠার কাছে একটাই দাবি আর কখনো কনো মানুষ এমন আর না করতে পারে😡😡* ।।।,,
যে বেতনে আনসার চাকরি করে, এই বেতনে আনসার চাকরি না করলেও কোন সমস্যা নাই তাবে এটা সমাধান হওয়া জরুরি ছিল, তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য ছিল না।এই বাহিনী জাতীয় করন করুন নয়তো বিলুপ্ত করন করুন।।