*শিক্ষার্থীদের ওপরে হাত তোলার সাহস কে দিল এদেরকে কঠিন স্বাস্থ্যের আয়ত আনতে হবে কিংবা এদের রিমান্ডে নিয়ে আসতে হবে এদেরকে এত সাহস দিলো কে নতুন আনসার নিয়োগ দেয়া দরকার ছাত্র ও প্রতিষ্ঠার কাছে একটাই দাবি আর কখনো কনো মানুষ এমন আর না করতে পারে😡😡*
কিছু দিন আগে ও আনসার বাহিনীরা ছাত্রদের পাশে থেকে কাজ করেছে তাই হুট করে কোন ভুল সিদ্ধান্ত নেয়া সঠিক হবেনা। আর তার চেয়েও বড় কথা হলো বিলুপ্ত নয় বরং অন্যায়কারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। যদি বরখাস্ত করার হয় করবে।
আল্লাহ যেন আমাদের এই ভাইটিকে দ্রুত সুস্থতা দান করেন! উনার আশেপাশে এত ভির না করে ওনার সুস্থতা কামনা করা উচিত! আমাদের সকল সাহসী আগুয়ানরা ভালো থাকুক সুস্থ থাকুক
হাসনাত তোমার জন্য অন্তর থেকে দোয়া ও শুভকামনা রইলো ❤। আল্লাহ তাআলা তোমাদের সহায় হোন ❤। লাখ লাখ ফ্যাসিস্টদের দোসররা চেষ্টা করছে এবং করে যাবে তোমাদের সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধুলিসাৎ করার জন্য। আমরা দেশ ও জনগণ তোমাদের পাশে আছি সবসময় এদের এই অপ পরিকল্পনা কগনো সফল হবে না ইনশাআল্লাহ ❤।
দাবি একটাই, আনসার বিলুপ্ত চাই। ১৬ বছরে আনসারদের কোন আন্দোলন হয়নি, আর অন্তর্বতীকালীন সরকার ১৫ দিন ক্ষমতায় না আসতেই এতো আন্দোলন কিসের এই আনসারদের কঠোর শাস্তির দাবি জানায় , আনসারদের নিষিদ্ধ করা হোক।
ভাই সবথেকে বড়ো কথা হচ্ছে সমন্বয়করা মানুষের আবেগ নিয়ে খেলতে ভালোবাসে, তার কিচ্ছু হয় নাই, দেখেন তার শরীরে একটু ক্ষত চিহ্ন নেই, অসুস্থতার ভাব নিচ্ছে যাতে করে মানুষ তাদের প্রতি মানুষের অন্ধ বিশ্বাস সৃষ্টি করতে পারে। তারা এমন একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছে তারা ভালো- খারাপ যাই কিছু করুক বাংলাদেশের মানুষ যাতে মেনে নেই। আমরা বাংলাদেশি। আমাদের কথা হচ্ছে যেই কোনো রাজনৈতিক দল এবং যে কোনো অরাজনৈতিক দল বা সংগঠন দেশ ও দেশের মানুষের কল্যাণে যত দিন কাজ করবে বাংলাদেশের জনগণ তাদের পাশে থাকবে। কিন্তু দেশ ও দেশের মানুষের বিরূদ্ধে কেউ যদি কোনো প্রকার কাজ করে তাহলে সে যে-ই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ❤
Subahanallha Subahanallha Subahanallha Masah Allah Masah Allah Masah Allah Allhamduallha Allhamduallha Allhamduallha Laillahaiallha Laillahaiallha Laillahaiallha Allhahuakbar Allhahuakbar Allhahuakbar Amin Amin Amin Summa Amin Summa Amin Summa Amin Allhahuakbar Allhahuakbar Allhahuakbar
আন্দোলনরত আনসাররা দাবি করেছে সরকারের কাছে।আনসারদের দাবি মানবে নাকি মানবেনা সেটা সরকারের বেপার।সেখান এই পাকনা হাসনাত কেন গেছে? সেকি সরকার নাকি কোন উপদেষ্টা? একদম সঠিক কাজেই করেছে আনসাররা।