যুক্তরাষ্ট্রের সেই যুদ্ধবিরতির প্রস্তাব কে স্বাগতম জানাই। সেই যুদ্ধবিরতির জন্য স্থায়ীভাবে করা হয় আর যেন একটি প্রাণাও না জরে আমরা চাই না কোন মায়ের বুক খালি হোক সে যে ধর্মেরই হোক না কেন সর্বোপরি সে তো মানুষ। ঈশ্বর যেন সকলের প্রতি সহায় হন সকলকে সঠিক পথে চলার পথ সুগম করেন। আমি ফিলিস্তিনি নেবালন গাঁজা হিজবুল্লাহ সহ সকল প্রতি উদাত্ত আহ্বান জানাবো উনারা যেন সংঘাতের পথ পরিহার করে সেই কূটনীতিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করে ওনাদের নিজ দেশের নাগরিকদের রক্ষা করেন আর যেন একটি প্রাণো না ঝরে।
আল্লাহু আকবার মালিক আমার মা বাবা ওস্তাদকে সহ আমাদের সকল মুসলিম কে মাপ করে দিন আল্লাহু আকবার মালিক আপনার খুশির পখখে কেয়ামত পর্যন্ত কবুল করুন আমিন আমিন আমিন
সাংবাদিক একটা চরম ভুল কথা বলেছেন সেটা হল আমেরিকাকে মহা পরাক্রমশালী বলা হয়েছে কিন্তু না মহা পরাক্রমশালী একমাত্র আল্লাহকে বলা যায় এবং আল্লাহই হচ্ছে মহা পরাক্রমশালী