Тёмный

আন্দামানের জেলখানায় যেভাবে ফাঁসিতে ঝুলানো হতো: The infamous Cellular Jail in Port Blair, Andaman 

Boni Amin
Подписаться 914 тыс.
Просмотров 460 тыс.
50% 1

খোলা হাতে, খোলা কলমে জবাবঃ বনি আমিন
----------------------------------------------------------------------------
সালমা আক্তার@আপনার এই কমেন্টে আমি সরাসরি উত্তর দিচ্ছি, আমার অন্য ৪জন কো অ্যাডমিন ক্ষিপ্ত উত্তর দিতে চেয়েছিল, তাদের দুজনের তাড়নায় এখন আমাকেই আপনার কমেন্টের প্রতিউত্তর দিতে হচ্ছে। আমি দ্বার্থকণ্ঠে ব্যাক্ত করছি যে "পুরো বাংলাদেশের সিংহভাগ এখন অঘোষিত একটি বেশ্যাখানা, দেশের ১টি টানবাজার বন্ধ হয়েছে বটে, পুরো দেশটিই যেন আজ টান বাজারে পরিণত হয়ে গেছে"। অতি ক্ষুদ্র ১টি উদাহরণঃ সাধারণ ১টি স্মার্ট ফোন বা বিদেশী ১টি উপহার দিয়ে অথবা কোনো তারকা খচিত হোটেলে ১বেলা খাইয়ে বাংলাদেশের অনেক ভালো পরিবারের যুবতী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা বা সুন্দরী ছাত্রী, টিভি নিউজ কাস্টার, নারী সাংবাদিক এমনকি কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আর্মি অফিসারের অনুর্ধ ৩০ বয়েসী অতৃপ্ত বা উচ্চাকাঙ্খী সুন্দরী স্ত্রীকেও সহজে একান্তে কাছে পাওয়া যায় এখনকার বাংলাদেশি-যৌন-বাজারে। সামাজিক এই অনাচার ও ব্যাভিচার কাজটি ১৯৬০ থেকে ১৯৯০এর দশকে প্রতিবেশী শহর কলকাতায় বেশ চলেছিলো, ভারতের সেই বারবনিতা ব্যাধি ওরা আমার জন্মদেশে বহু আগে পাচার করে দিয়েছে, ওরা এখোন গা'ঝাড়া। কোলকাতা - শিলিগুঁড়ি সামাজিকভাবে সংশোধন হচ্ছে আর তার বিপরীতে ঢাকা বা চট্টগ্রাম সামাজিকভাবে নিচে নামছে, সবকিছু আল্লাহর খেলা। (দেশের আর্থ সামাজিকঅবস্থা এর জন্যে দায়ী, তার চেয়ে বেশি দায়ী ধর্মান্ধতা এবং নিশিরাত জাগা গগনবিদারী কাফেরীও ওয়াজ।) বারবার বলেছি, বলছি: আমি জ্ঞানী নোই, আমি চোখে দেখা অভিজ্ঞ একজন সাধারণ ব্যাক্তি। আমার এই কমেন্টে আমি যা বলছি তা একটি 'পরীক্ষিত' সত্যবাণী, [Personal Experience, I hope you understand it], আমাকে আশাকরি আর মুখ খুলে নাঙ্গা করতে চেষ্টা করবেন না, আমার ব্যাক্তিগত 'পরীক্ষিত' তথ্য থেকেই এই মন্তব্য করলাম। আমি 'বারো ঘটে'র জল খাওয়া পাবলিক এবং চৌদ্দ ঘাটে নৌকা ভেড়ানো বোহেমিয়ান এক 'দুষ্ট মাঝি'। বাংলাদেশের যৌন-বাজারের অবস্থা এখন পৃথিবীর যেকোন যৌন-পর্যটন শহরের চে অনেক খারাপ। বাংলাদেশের সংসদ ভবনের বিশেষ রুম, বিশাল ভবনের সিঁড়ির আবছা অন্ধকারের বা আড়াল স্থানগুলো এমনকি নির্বাচিত সাংসদদের হোস্টেলগুলো এক একটি 'নির্বাচিত পতিতালয়' (Designated RED LIGHT area)। আমি আবারো বলছি "এগুলো আমার বেশ ভেজে খাওয়া আছে, বয়সতো কম হয়নি। আমার মুখ খোলাবেন না।" মনে রাখবেন বাংলাদেশের সাংসদদের আবাসভবন (M.P Hostels) ঢাকার ন্যাম ভবনগুলো ১৯৮০ দশক থেকেই বেশ্যালয় হিসেবে কাজ করছে। আগে কম ছিলো, কিন্তু গত দুই/তিন দশকে তা বেড়েছে অনেক। কারণ প্রতিবেশী ভারত ওগুলো ছেড়ে দিয়ে এখোন পরিশোধন হচ্ছে আর সেই সিন্দাবাদের বুড়ি এখন বাংলাদেশের কাঁধে ভর করছে। পৃথিবীর আর কোনো দেশের সংসদ ভবন বা সাংসদদের আবাসিক হোস্টেল [MP hostels] বেশ্যালয় নয় এবং সেক্রেটারিয়েট অফিসগুলোতে 'সুন্নি-মুসলিম বেশ্যাদের' অবাধ বিচরণের কথা আমি শুনি নি বা দেখিনি। আবারো বলছি "আমার প্রত্যক্ষ অভিজ্ঞাতার আলোকে" আমি দ্বের্থহীন কণ্ঠে এ কথাগুলো বলছি। মনে রাখবেনঃ প্রচুর বাংলাদেশী মুসলিম যুবতীরা এখন থাইল্যান্ড, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, ভারত এবং পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে এমনকি আমার আবাসী দেশ অস্ট্রেলিয়ার সিডনী/মেলবোর্ন শহরে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী সুন্নি-মুসলিম ছাত্রীরা কলেজ বা ইউনির টিউশন ফী জোগাড় করতে দুর্দান্তভাবে দেহ ব্যবসা করে যাচ্ছে। উল্লেখ্য তাদের প্রায় সকলেই মুসলিম এবং সুন্নি ধারার। অস্ট্রেলিয়াতে এ বিষয়ে 'পতিতাখ্যাত প্রতিবেশী নেপালী প্রবাসী ছাত্রীরাও বাংলাদেশি নারীদের কাছে এক্কেবারে ফেল। কারণ নেপালী প্রবাসী ছাত্রীদের দৈহিক রেট বাংলাদেশিদের চেয়ে একটু বেশী। প্রবাসী বেশিরভাগ বাংলাদেশী দূতাবাস অথবা মিশনগুলো নারী/পতিতা এবং আদম ব্যাবসার সাথে সরাসরি জড়িত। ব্যাক্তিগতভাবে বেশিরভাগ বাংলাদেশী রাষ্ট্রদূত এবং উর্দ্ধতন বৈদেশিক মিশনের কর্মকর্তারা (সুন্নি মুসলিম) 'পার্টটাইম বিজনেস' হিসেবে বিদেশিদের কাছে নারী সাপ্লাই করে বাড়তি পয়সা উপার্জন করে থাকে। আশাকরি আমাকে আর মুখ খুলতে বলবেন না। আপনি শুনলে আরো আশ্চর্য হবেন যে বাংলাদেশী এই সুন্নি-মুসলিম দেহপসারিনীদের বেশিরভাগ হিজাবী লেবাসে চলে। মনে রাখবেন বাংলাদেশ ১টি তথাকথিত মুসলিম প্রধান দেশ (৮৯%)। আমি জগৎ ঘুরে যা দেখছি তা আমি বলছি, আর আপনি ঘরে বসেই তা শুনছেন এবং অতি দেশপ্রেমী হয়ে নাদান বা অবুঝের মত প্রতিবাদ করছেন। মনে রাখবেন প্রতিবেশী দেশ ভারতের ৬লক্ষ ব্যাক্তি (৯০%পুরুষ) বহু বছর ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে কাজ করছে, তারা মাসের পর মাস পড়ে আছে বাংলাদেশে, তাদের বেশিরভাগ কিন্তু পরিবার ছাড়াই বাংলাদেশে মাসের পর মাস কাটাচ্ছে। তারা কিন্তু নপুংশক নয় বা হিজড়া নয়, আশাকরি বাকিটা বুঝে নেবেন। অনুরোধ আপনার কাছে: প্লীজ আমার এই কমেন্টের পিঠে বাজে মন্তব্য করার আগে একটু ভালো করে চোখ মেলে দেখুন, গবেষনা করুন এবং সত্যিকারের 'ইসলাম' কায়েম করুন, অমুসলিমদের গালি দেয়া বন্ধ করুন, তাদের ভালোবাসতে শিখুন, অবশ্যি গলাবাজ ও 'ইউটিউব হুজুর' বা 'ইউটিউব মোল্লা'দের ওয়াজ শোনা বন্ধ করুন, জ্ঞান বিজ্ঞানে মনোযোগী হউন। ধন্যবাদ। Boni Amin, Sydney, Australia

Опубликовано:

 

16 янв 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 576   
@ahadamin2546
@ahadamin2546 4 года назад
আপনার সব কিছু ভালো লাগলো তাই আপনাকে আমি Subscribed করলাম। শেষে আল্লামা ইকবালের গানটি বাজালেন অনেক ভালো লাগলো এবং হৃদয় দিয়ে শুনলাম। সবশেষে এসে একটি লাইন লিখলেন - "গানটি মুসলিম কবি ইকবালের লেখাঃ বাংলাদেশী 'গরু' মুসলিমরা রাগ করো না" এ জঘন্য শব্দগুলো কেন লিখলেন? এ শব্দগুলো না লিখলে হতো না! কি সুন্দর এক পরিবেশনাকে শেষে এসে কালিমা মেখে দিলেন!!! বাংলাদেশের মুসলমানরা কি জানেনা এ গানটি কার লেখা? বাংলাদেশে কি অশিক্ষিত লোকেরা বাস করে? নাকি বাংলাদেশের মুসলমানরা 'গরু' খায় বলে তাদের গালি দিলেন? ভারতের প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠি 'বিজেপি/আরএসএস' স্ট্যাইলে গালি দিলেন? আমি আশা করবো আপনি আমার এ কমেন্টেস'র জবাব দিবেন।
@BoniAmin
@BoniAmin 4 года назад
আহাদ আমিন@ সালাম, জনাব আমি বনি আমিন সরাসরি আপনার উত্তর দিচ্ছি, যদিও বেশ দেরি হয়ে গেছে, ক্ষমা চাইছি। প্রিয় বন্ধুঃ আমার দৃষ্টিতে বাংলাদেশের ৮০% মুসলিম (দেশে এবং প্রবাসে) অশিক্ষিত এবং বর্বর। বাংলাদেশী যেকোন নুতন ব্যাক্তির সাথে পরিচিত হবার সময় আমার প্রথম প্রশ্ন (১) আপনি কি বাংলাদেশী? (২) আপনি কি মুসলিম? (৩) আপনার বাড়ী কোন জেলায়? এই তিনটি প্রশ্নের উত্তরের পর আমি নিজেই আমার ব্রেইনকে তাৎক্ষণিক টেইলার করে নেই বা সাজিয়ে নেই এবং আন্দাজ করি যে এই ব্যাক্তি কেমন হতে পারে এবং তার সাথে আমার কিভাবে কথা বলতে হবে। আমার ধারণা বাংলাদেশের বেশিরভাগ লোক মনে করে লক্ষীপুর ও রংপুরের মাঝেই হচ্ছে সিঙ্গাপুর, এবং উগান্ডা হচ্ছে সিলেট জেলার পূর্বে গাছোঁয়া একটি দেশ। বেশিরভাগ বাংলাদেশী মুসলিমদের(৮০%) দিক নির্দেশনা জ্ঞান একদম নেই, সাহিত্য বা ইতিহাস তো দূরের কথা। বাংলাদেশে প্রকৃত শিক্ষার হার এখনো ৩০%এর নিচে (শিক্ষা ও শিক্ষিতের সঠিক সংজ্ঞা বোঝার জন্যে আপনাকে হয়ত চীন দেশের বেইজিং এর ফুটপাতে যেতে হবে, সেখানে দেখবেন গণ শিক্ষা বা শিক্ষিত কাকে বলে)। আশাকরি আমাকে বুঝতে চেষ্টা করবেন, (অহেতুক টিপিক্যাল বাংলাদেশি মুসলিমদের মত তর্কের ময়দানে অযৌক্তিক লড়বেন না) যারফলে আমি কখনোই আশাকরি না বাংলাদেশের ২০%এর বেশি লোক আমার চ্যানেল ভিসিট করুক বা আমার ভিডিও দেখুক, বিশ্বাস করুন আমি দিল থেকে বলছি, খোদা কি কসম আমার মন থেকে বলছি কথাগুলো। আমি পরিমানে নয় আমি পরিশীলতায় বিশ্বাসী। চ্যানেলের আয় নয় বরং ভালো দর্শক সংখ্যা বাড়ানোই আমার এবং আমাদের টিমের মূল উদ্দেশ্য। আমি ৯৯ জন শয়তানের বাহবাহ বা আশীর্বাদ চাই না, আমি একজন সাধু বা পবিত্র আত্মার দোয়া চাই। আপনি বুঝতে চেষ্টা করুন তা না হলে আমি কতটুকু বিরক্ত ও তিক্ত অভিজ্ঞ হয়ে আমি 'আন্দামান সেলুলার জেল'এর উপরে করা আমার এমন একটি সুন্দর, একটি রুচিশীল ও দামি ভিডিওর শেষে আমি সেই 'গরু মুসলিম' শব্দটি ব্যবহার করেছি। আমি বুঝিনা বাংলাদেশের প্রায় সকল মুসলিম নিজেকে কেন আমার ঘোষিত সেই ৮০%এর ভেতর খুঁজে বেড়ায়, কেন সে নিজেকে ২০%এর ভেতর দেখে না। বন্ধুঃ দুঃখিত আমার হাতে জেয়াদা সময় নেই, আপনার বাকি প্রশ্নের উত্তর আমার কো অ্যাডমিনরা সময় পেলে দেবে। দীর্ঘ ৪ মাস পর আমার একজন অ্যাডমিন আপনার কমেন্টটি মাত্র গতকাল আমার দৃষ্টিতে এনেছে এবং আপনাকে উত্তর দিতে বলেছি। পুনরায় ক্ষমা চাইছি আমি আপনাকে এতো মাস পরে উত্তর দেয়ার জন্যে। তবে আমি মনে করি আপনি সম্মানিতভাবে সেই ২০%এর অন্তর্ভুক্ত, (আশাকরি আমার সহজ বাঙলা বুঝেছেন) অর্থাৎ আপনাকে আমি সেই ৮০% অন্তর্ভুক্ত মনে করি না। ধন্যবাদ ভালো থাকুন - This is BONI AMIN, Sydney
@mohammedali6267
@mohammedali6267 3 года назад
ইনি একজন ইসলাম বিদ্বেষী
@mdabulkalam3760
@mdabulkalam3760 3 года назад
Ai shala akta islam biddeshi muslim nam dari mallu
@sheaikhopu7718
@sheaikhopu7718 3 года назад
আমি বনি আমিন ভাই কে হাজার কোটি সালাম জানাই,বনি, আমিনের কথায় যুক্তি খুঁজে পাওয়া যায়, বাংলাদেশের মানুষ কষাই তাদের মধ্যে হিংস্রতা ছাড়া কিছুই নেই,
@user-ez4tx4qy9r
@user-ez4tx4qy9r 3 года назад
@@BoniAmin akdom thik bolchen
@ashisbarua9470
@ashisbarua9470 4 года назад
আমি গর্বিত একজন চট্টগ্রাম বাসী হয়ে,বনি আমিন ভাইয়ের মতো একজন মহান মানুষের জন্ম আমার প্রিয় চট্টগ্রামে, আমি গর্বিত বিপ্লবী সূর্যসেন, প্রীতিলতার মতো মহান আত্মত্যাগীদের জন্মস্হানে জন্ম নিয়ে।এগিয়ে যান বনি আমিন ভাই,শুভ কামনা নিরন্তর।
@nasrinsultana3424
@nasrinsultana3424 4 года назад
Tomer durvagyo ze aei bonir Moto ihudir kukur chottograme toiri hoyechhe
@kmahmud3210
@kmahmud3210 4 года назад
Apni proud feel korle korte paren master da surjo Sen ar jonno .. Ai ihudi ki korse je tar jonno Apni proud feel koren ???
@rjbro1940
@rjbro1940 4 года назад
আজকের ভিডিওটার অাবেদন সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রেজেন্টেশন আর ভিডিও পরিচালনা এক কথায় অসাধারণ। কোয়ালিটি পূর্ণ একটা কাজ দেখলাম। ধন্যবাদ, বনি আমিন।👌
@BikramSingh-mw9hx
@BikramSingh-mw9hx 4 года назад
স্যার... ছোট বেলায় শুধু পড়েছিলাম এই জায়গাটার বিষয়ে আর ভুলেও গেছিলাম । কিন্তু আজ আপনি যেটা দেখালেন সত্যিই খানিকক্ষণের জন্য স্তব্ধ হোয়ে গেছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর ভাবে দেখানোর জন্য। আর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় রইলাম। Love from India♥️♥️
@sobujbangla9491
@sobujbangla9491 4 года назад
আপনি না দেখালে হয়তো কোন দিন দেখা হতো না ......আপনাকে অশেষ ধন্যবাদ স্যার .
@showkatali4675
@showkatali4675 2 года назад
স্যার আপনি খাটি দেশ প্রেমিক..। আমি আপনার ভক্ত। যার যার স্বার্থে পরে দেশটা ভাগ করে নিয়েছে। সকল দেশ প্রেমিকদের প্রতি শ্রদ্ধা।
@tapaskarmakar1078
@tapaskarmakar1078 4 года назад
সত্যিই অনবদ্য।আপনি এত সুন্দর করে ঘুরিয়ে দেখালেন আগে কেউই দেখায়নি।অনেক কিছু অজানা তথ্য জানলাম।ধন্যবাদ বনি বাবু।
@sahinurbhuiyan3548
@sahinurbhuiyan3548 4 года назад
আমার দেখা সবচেয়ে ভালো ভিডিও এইটা প্রতিটা কথার সাথে যেন অতীতের সত্যতা বাস্তবতা ফুটে উঠেছে ধন্যবাদ স্যার ❤
@ashisdas5635
@ashisdas5635 4 года назад
> আন্দামানের সেলুলার জেল সম্পর্কে জানা ছিল। আপনার কভারেজের ফলে নতুন করে জানলাম​। এক কথায় রিনিঊ করলাম​। সুন্দর কভারেজ​, ভাল লেগেছে খুব​। ধন্যবাদ​। ভাল থাকবেন​।
@goutambhattacharya5075
@goutambhattacharya5075 4 года назад
প্রতিবেদনটি দেখে চোখের জল ধরে রাখতে পারলামনা, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকুন
@pal152001
@pal152001 4 года назад
চোখে জল এসে গেল দাদা। খুব ভালো হয়েছে ডকুমেন্টরি টা। দ্বিতীয় ভাগের জন্য ওয়েট করা শুরু হলো।
@renu......
@renu...... 4 года назад
আমার একটা কথা ই শুধুমাত্র মনে হচ্ছে।আসুন আমরা সবাই বিপ্লবী দের নামে সপথ করি ভাগ হয়ে জাওয়াদেশগুলো কে ভারতের মধ্যে ফেরত নিয়ে আসি।ভারত মাতা র জয়।
@kaushikdutta37
@kaushikdutta37 3 года назад
এক কথায় অসাধারণ। আমি ভারতীয় নাগরিক এবং আমি খুব কম লোকেরই ভিডিও এ কমেন্ট করি। আপনার ভিডিও দেখে আমি এই কমেন্ট করতে বাধ্য হলাম। জয় হিন্দ।
@abdulriad597
@abdulriad597 4 года назад
আজকের ভিডিও দেখে কি বলবো আমি বুঝতেছি না শুধু একটা কথা বলবো আপনি এবং আন্টি আমাদের মাঝে বেঁচে থাকেন সুস্থ ভাবে এই কামনা করি .
@pampabachar6118
@pampabachar6118 4 года назад
রিয়াদ ভাই এই কাঁটা তারের বেড়া টা কি তুলে দেওয়া যায় না , যেমন পূর্বে ছিল ??? আবার তিনটি ভূখণ্ড এক হওয়া যায় না ধর্ম বেড়া টপকে ???
@abdulhalim-dr3ko
@abdulhalim-dr3ko 4 года назад
পুরোটা দেখতে পারলাম না, অসুস্থ লাগছে। বিপ্লবীরা কতই-না যন্ত্রনা সহ্য করে গিয়েছেন! যদি স্বর্গ থেকে থাকে ওঁরা স্বর্গবাসী হোন।
@habib19746
@habib19746 4 года назад
ঢাকা কেন্দ্রীয় কারাগারে ২১ দিন বন্দী জীবন পার করে এসেছি। গোটা জেলখানাটি খুটিয়ে খুটিয়ে দেখেছি। খারাপ লেগেছিল, তবে এভাবে গা শিউরে উঠেনি বনি আমিন ভাই। চমৎকার উপস্থাপনা আর দৃশ্যে সত্যিই ভয় পেয়েছি। সাথে রয়েছি। দেখছি আপনার চোখ দিয়ে। ভাল থাকবেন।
@Prakriti2022
@Prakriti2022 4 года назад
এই বিডিও টি ধারন এবং মূল্যবান বক্তব্য তুলে ধরে বাংলা ইউটিউব বিশ্ববাসীকে জাগ্রত করার জন্য বনি ভাই কে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে হাজার হাজার সালাম জানাচ্ছি 👍👍👍💐💐💐। তৎসঙ্গে একটি কথা আর না বলে পারছিনা বনি ভাই......আজকে ভারতবর্ষের যেই মানচিত্রটা অবশিষ্ট রয়েছেন সেটার সাথে সেই পরম বৈভবশালী সনাতন ধর্মের সাংস্কৃতিক বৈচিত্রের পিঠস্থান বলতে কিছুই নেই......!.....এর অবক্ষয় অবশ্য এক দুই-দিনে সংগঠিত হয়নি.....! দীর্ঘকাল ধরে ঘরের মধ্যেই এক শ্রেণীর বিষাক্ত "মীরজাফর" দের ব্যক্তিস্বার্থ রক্ষার তাগিদে তিলে তিলে এই উপমহাদেশের জন্ম হয়েছে......অথচ সিন্ধু সভ্যতার সৃষ্টির আদি কাল থেকেই ক্রম পর্যায়ে এই ভারত ভূমির সনাতন সভ্যতাই সারা বিশ্বের মানব জাতির কৃষ্টি সংস্কৃতির ধারক এবং বাহক হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন.....!..কিন্তু আজকে দুঃখের বিষয় সেই ভারত আজ এই সমস্ত মীরজাফরদের কারনে কয়েকটি ভারতে বিভক্ত...! যার অভ্যন্তরে মানুষে মানুষের মধ্যে বিভেদ, ধর্মের নামে অধর্মঃ, হিংসা, প্রতি হিংসার আগুনে সমাজ ব্যবস্থা আজ দুর্বিষহ.....! তবে ভারতের বর্তমান সরকার বা সমর্থিত দল হিসেবে যারা দেশে সংখ্যাগরিষ্ঠ তারা আপ্রাণ চেষ্টা করছেন সেই আদি সনাতন ধর্মের ভাব ধারা ফিরিয়ে আনতে.....এক কথায় "অখন্ড ভারতবর্ষ".......আগরতলা, ত্রিপুরা, ভারত।
@paritoshsarkar5381
@paritoshsarkar5381 3 года назад
অনে,অনেক,ধন‍্যবাদ,জানাই,দাদা,আপনাকে।আপনি,যে,চলে,যাবেন।বাংলার,একটা,সম্পদ,ক্ষুন্ন,হবে।আমরা,চাইনা।আমাদের,কোন,সম্পদ,ক্ষয়ে,যাক।ভগোবান,আপনাকে,দিরঘায়ু,করুক।।।নকশাল,বাড়ি।ভারত
@hasnabegum2197
@hasnabegum2197 2 года назад
অনেক আগের করা ভিডিও টা আজকে দেখলাম। মাতৃভূমির স্বাধীনতার জন্য না জানি কত তাজা প্র্রাণ এই দড়িতে ঝুলেছে। মনে পরছে কবি মোহিনী মোহন চৌধুরীর বিখ্যাত সেই গান "" মুক্তির মন্দির সুপান তলে, কত প্রাণ হলো বলিদান, লিখা আছে অশ্রুু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রীয় মাতৃভূমি ""। এত এত ত্যাগের বিনিময়ে পাওয়া আমার জন্মভূমিতে আজ ধর্ম নিয়ে ব্যবসা করে!!! দু,পা ওয়ালা জন্তুুু গলো কবে মানুষ হবে?? অনেক ধন্যবাদ "অমানুষ " বনি আমিন কে।
@monpori6745
@monpori6745 4 года назад
Nice ওখানে আমি ছয়মাস ছিলাম,, ওই সব মুহুর্ত গুলো আমি কখনো ভুলতে পারিনি,, thanks video টি পোস্ট করার জন্য,, আমি আবার দেখতে পাবো কখনো ভাবিনি,,
@somnathdutta2012
@somnathdutta2012 4 года назад
🇮🇳🇮🇳🇮🇳আমার ভালোবাসা। আমার অহংকার আমার গর্ব আমি ভারতবাসী💪 আপনি শেষে 🇮🇳গান টা শুনিয়ে আমার চোখে জল এনে দিয়েছেন। 🙏🙏 ধন্যবাদ দাদা
@KnirobOfficial-ec5vp
@KnirobOfficial-ec5vp Год назад
এটা আমাদের বাংলাদেশর কবির লেখা গান 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩💯💓 বনি একটা গরু জানোয়ার সয়তান কুওার বাচ্চা গোলাম ভারতীয় গোলাম দালাল কুলাঙ্গারের বাচ্চা গেনি মানুষদের ইজ্জত ও সম্মান দিতে জানে না লুচ্চামির মারে চোদি বনি ইসরাইলের বংশদরের মারে চোদি বনি হিন্দুর মারে চোদি 😠😠😠😠😠😠😠😠👺🙃🤔🙄🧐🖕🤫 খানকি মাগির পোলা তোর মায় করে দেহ ব্যবসা 💯
@sghosh4662
@sghosh4662 4 года назад
Thank you so much dada. From West bengal state. India 👍👍👌👌🙋🙌🙎❤😊
@rovershamim8103
@rovershamim8103 4 года назад
সত্যিই আপনি চলে এভাবে কেউ আর দেখাবে না।❤❤❤❤❤ আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক। ❤❤❤❤❤❤❤❤ মুমিন হিসেবে কবুল করুক। আমিন.......❤❤❤❤❤❤❤
@abhijitpal5305
@abhijitpal5305 4 года назад
Salute Mr Boni Amin. Only you can present such a exceptional video. Love and respect from Kolkata
@postman108
@postman108 4 года назад
অনেক অনেক ধন্যবাদ এই প্রতিবেদনের জন্য। দ্বিতীয় ভাগের অপেক্ষায় রইলাম। - পার্থ সারথি পাল, কলকাতা।
@sayedtofazzalhossain1058
@sayedtofazzalhossain1058 4 года назад
স্যার খুব ভাল লাগল। সুন্দর ঐতিহাসিক ভিডিও। আশা করি আপনার এই পরিশ্রম গুলো একদিন সফল এবং সার্থক হবে।
@TourWithShamim
@TourWithShamim 4 года назад
খুবই হৃদয়বিদারক আর মর্মান্তিক কাহিনী জেনে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। আমি তাদের থেকে কত ভাল আছি।
@mdanawarhossain9306
@mdanawarhossain9306 2 года назад
শ্রেষ্ঠ ভিডিও। আপনার করুন কন্ঠে উপস্থাপনা আর ছবিগুলো দেখে চোখে পানি এসে গেল।
@user-kc6kt7qi6r
@user-kc6kt7qi6r 4 года назад
সত্যিই বনিভাই আপনি চলে গেলে আর কেউ এমনভাবে দেখাবে না। আপনি আমাদের মুর্শিদাবাদের (পঃ বঃ) নবাব প্লেস হাজারদুয়ারির একটা ভিডিও বানান।
@jayantaghosh2307
@jayantaghosh2307 4 года назад
অসাধারণ তথ্য সমৃদ্ধ বিশ্লেষণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।
@mohammadfarok4882
@mohammadfarok4882 4 года назад
অনেক সুন্দর হয়েছে ধন্য বাদ
@farukahmed1728
@farukahmed1728 4 года назад
ধন্যবাদ বনি আমিন ভাই,অজানাকে জানানোর জন্য। তবে আন্দামানের সেলুলার জেলের নাম শুনেছিলাম বাট আপনার মাধ্যমে দেখলাম ও ইতিহাস জানলাম। বেঁচে থাকুন প্রিয় বনি আমিন ভাই।
@Babli5214
@Babli5214 3 года назад
কোটি কোটি প্রনাম ওদের যারা আমাদের স্বাধীনতার জন্য এত নির্যাতন ,মৃত্যু পর্যন্ত সহ্য করেছেন 😭😥😔 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏........................
@anupammitra4791
@anupammitra4791 4 года назад
নিচেরটা আমার লেখা নয়, আমি জাস্ট quote করছি, অন্যের লেখা। একটা ধারণায় হয়তো কিছু ভুল বোঝা আছে। নিচের under quote লেখাটা factual। Boni ভাই কে ধন্যবাদ ওই ইতিহাস কে দেখাবার জন্য। " পরাধীন যুক্ত বাংলায় ৫৪% মুসলিম আর ৪৬% হিন্দু ছিল। বঙ্গপ্রদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিন্দু সংখ্যালঘু প্রদেশ ছিল। তাহলে স্বাধীনতা সংগ্রামে উভয়ে অংশগ্রহণ করলে শহীদ হওয়া এবং জেলে যাওয়ার ক্ষেত্রে মুসলিম বেশি, হিন্দু কম হওয়া উচিত ছিল। ক্ষুদিরাম প্রফুল চাকী থেকে বাংলায় শহীদ হওয়ার যে পরম্পরা শুরু হয়েছিল তাতে কতজন মুসলিম স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়ে ব্রিটিশের গুলিতে বা ফাঁসিতে শহীদ হয়েছিল? মোট শহীদ সংখ্যার ৫৪ শতাংশ ? আন্দামানে সেলুলার জেলে কতজন মুসলিম গিয়েছিল? মোট কারাবাসীদের ৫৪ শতাংশ? সুতরাং মোট শহীদের মধ্যে ওদের সংখ্যা ৫৪ শতাংশ হবে না। কিছুটা কম হবে। অর্ধেক হোক। ২৭% হোক। আচ্ছা, আরো কম করে ধরি। ২০% হোক। ১০% হোক। কই ? একজনও বাংলার মুসলিম শহীদের নাম বলুন। পারবেন না। যুক্তবঙ্গের প্রায় ৩০০ শহীদের মধ্যে একজনও মুসলিম শহীদ নেই। কেন নেই? এ প্রশ্ন উঠবে না ? নিশ্চয় উঠবে। বিশ্ববরেণ্য বিপ্লবী মাস্টারদা সূর্য্য সেন এর বাহিনীতে ১৫০ জন সদস্য ছিল যারা দেশমাতৃকার স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করতে এগিয়ে এসেছিল। সেইসময় ১৯৩০ সালে চট্টগ্রামে হিন্দু ছিল ২০%, আর মুসলিম ছিল ৮০% । অথচ মাস্টারদার বিপ্লবী বাহিনীর ১৫০ জন সদস্যই এসেছিল ওই মাত্র ২০% হিন্দুদের মধ্যে থেকে। ৮০% মুসলিমের মধ্যে থেকে মাস্টারদা একজনও বিপ্লবী যোগাড় করতে পারেননি। কেন? নাকি মাস্টারদা আর এস এসের স্কুলে পড়ে হিন্দু সাম্প্রদায়িক হয়ে গিয়েছিলেন? তাই তিনি ইচ্ছা করে মুসলিমদেরকে দূরে সরিয়ে রেখেছিলেন? এসব প্রশ্নের উত্তর দিতে হবে। পাঞ্জাবেরও একই অবস্থা। পরাধীন ভারতে পাঞ্জাব ও বাংলা - এই দুটি প্রদেশ থেকেই সব থেকে বেশি শহীদ হয়েছিল। আবার এই দুটি প্রদেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল। অথচ এই দুটি প্রদেশেই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মধ্যে থেকে একজনও শহীদ হয়নি ব্রিটিশ বিরোধী সংগ্রামে। সমস্ত শহীদ হয়েছে সংখ্যালঘু হিন্দু ও শিখদের মধ্যে থেকে। বলুন, মাত্র একজন করে বাঙালি মুসলমান অথবা পাঞ্জাবি মুসলমান শহীদের নাম বলুন। কেউ জানে? কেউ জানে না। তাহলে কি প্রমাণিত হল? হিন্দু মুসলমান একসঙ্গে ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই লড়েছে? আর কতদিন এই নগ্ন মিথ্যা নির্লজ্জ মাকুরা চালাবে? আর একটা প্রয়োজনীয় তথ্য মনে রাখা দরকার। মুসলমানরা লেখাপড়ায় পিছিয়ে ছিল ঠিকই। কিন্তু তাই বলে তাদের রাজনৈতিক জ্ঞান বা সচেতনতা কম ছিল? স্বাধীনতার আগে বাংলায় দুবার (১৯৩৭ ও ১৯৪৬) নির্বাচন হয়েছিল এবংমন্ত্রীসভা গঠিত হয়েছিল। মোট ৩ জন মুখ্যমন্ত্রী হয়েছিল। তা হিন্দুরা শিক্ষায় এত এগিয়ে ছিল, এত ডাক্তার উকিল ব্যারিস্টার শিল্পী সাহিত্যিক জমিদার রায়বাহাদুর নেতা - সব হিন্দুরা ছিল, কিন্তু তিন তিনজন মুখ্যমন্ত্রীর মধ্যে একজনও হিন্দু মুখ্যমন্ত্রী হল না কেন? পাঞ্জাবেও তাই। বাংলায় তিনজন মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন, ফজলুল হক এবং সুরাবর্দী। শিক্ষায় যতই পিছিয়ে থাক, স্বাধীনতা আন্দোলন থেকে যতই দূরে সরে থাক, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে কোনো অ-মুসলমানকে মুখ্যমন্ত্রী তারা মেনে নেবে না। তাহলে রাজনৈতিক সচেতনতার কোনো ঘাটতি ছিল? ও, শুধু শহীদ হওয়ার সময়, জেলে যাওয়ার সময়, আন্দামানে জেলে যাওয়ার সময় ওদের সচেতনতার অভাব নজরে পড়ে? মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার সময় সচেতনতার অভাব হয় না? মাকুদের এই ছেঁদো যুক্তি আর কতদিন চলবে? স্বাধীনতার জন্য ওরা লড়াই করল না, প্রাণ দিল না, রক্ত দিল না, জেল খাটল না। কিন্তু হিন্দুর প্রাণ ও রক্তের মূল্যে স্বাধীনতা যখন আসন্ন, তখন ওরা ময়দানে ঝাঁপিয়ে পড়ল ভাগ আদায় করার জন্য। হিস্যা বুঝে নেওয়ার জন্য। তখন সচেতনতার অভাব হল না। তারা স্লোগান দিল, আগে পাকিস্তান দিতে হবে তবেই ভারত স্বাধীন হবে; লড়কে লেঙ্গে পাকিস্তান, নাড়ায়ে তকবীর আল্লাহু আকবর। শুধু স্লোগান দিল না। ছুরি বের করল, পিস্তল বের করল, সারা দেশে দাঙ্গা করল। হিন্দু গণহত্যা করল। পাকিস্তানের দাবীতে। শেষ পর্যন্ত পাকিস্তান আদায় করে নিল। স্বাধীনতা আন্দোলনে এক বিন্দু রক্ত ঝরালো না। কিন্তু পাকিস্তান আদায় করার জন্য রক্তের নদী বইয়ে দিল। হিন্দুর, শিখের ও নিজেদের। তাহলে স্বাধীনতা আন্দোলনে হিন্দু মুসলমানের একসঙ্গে লড়াইয়ের চিত্রটা পরিষ্কার হল?............. রবীন্দ্রনাথের ভাষায় বলতে ইচ্ছা করে, অয়ি ইতিবৃত্তকথা ক্ষান্ত কর মুখর ভাষণ। ওগো মিথ্যাময়ী তোমার লিখন -'পরে বিধাতার অব্যর্থ লিখন হবে আজি জয়ী। লেখক~ #তপন_ঘোষ. " মাকু - মানে ভারতের 'মারক্সসবাদী কমিউনিস্ট পার্টি।
@taherakhatun3571
@taherakhatun3571 2 года назад
অনুপম মিত্র তুমি ইতিহাসের কিছু ই জানো না মোরতোজা আহমেদের চেপে রাখা ইতিহাস পড়ে দেখো তাতে কি লেখা আছে। মুসলমান কতো বেশি জীবন দিয়েছে বুঝতে পারবা। তোমাদের মিথ্যুক ইতিহাসবিদেরা মুসলমান শহীদদের নামগুলো বাদ দিয়ে ইতিহাস লিখেছে কতোটা ছোটো মনের হলে মানুশ ইতিহাসকে বিক্রিত করে ।
@ratankumar-ob2fg
@ratankumar-ob2fg Год назад
কি অসাধারণ আপনার উপস্থাপনা, আপনার কাছে সবকিছু হার মানবে
@surfeasyeasy5092
@surfeasyeasy5092 4 года назад
যদি একটু সময় পাই বা মনটা বেশী খারাপ থাকে তখন প্রকৃতি দেখার জন্য ঢুকি তোমার চ্যানেলটাতে কত কি যে জানার আছে এখানটায় আর বাহিরের নানান দৃশ্য তো আছেই। আজেকে এই ২৪ মিঃ সময় কখন যে কেটে গেল বুঝতেই পারলামনা তোমাকে অনেক ধন্যবাদ বনি-দাদা, দাদা বলাতে তুমি আবার মাইন্ড কইরনা, বয়সে তুমি আমার অনেক বড়, আমার বাড়ী বরিশালে-তো বরিশালে রড় ভাইদের দাদা বলে আর তুমি তো ---- তোমাকে ভালবেসেই বলে ফেল্লাম। আল্লাহ তোমার ও তোমার পরিবারের সবাইকে ফোজত করুন এবং ভাল রাখুন-আমিন। ধন্যবাদ তোমাকে .......
@tapanmahata6933
@tapanmahata6933 4 года назад
অসাধারণ উপস্থাপনা।বছর দুই আগে ঘুরে এসেছি। সেই স্মৃতি আবার উসকে দিলেন। ধন্যবাদ ।
@abdulmonaf5051
@abdulmonaf5051 3 года назад
এখানে ভ্রমনে গেলে খরচ কেমন পরবে দাদা?বাংলাদেশ থেকে।
@shahadathossainmolla8954
@shahadathossainmolla8954 4 года назад
দাদা আপনার মাধ্যমে দেখতে পেলাম কুখ্যাত সেলুলার জেল । যেখানে বন্দী ছিল বিখ্যাত স্বাধীনতাকামী শ্রদ্ধার মানুষেরা । ধন্য আপনার উপস্থাপনা । আপনি ভালো থাকুন দোয়া করি আপনার জন্য,শুভ কামনা রইল ।
@user-er4pi7np8k
@user-er4pi7np8k 4 года назад
যেটি জীবনে দেখতামনা সেটি আপনি দশ মিনিটের ভিডিওতে দেখিয়ে দিলেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার দীর্ঘায়ু কামনা করি
@Kuhus_Craft
@Kuhus_Craft 4 года назад
আপনাকে ধন্যবাদ এই পোস্ট টি করার জন্য । আমার বাবার তিন মামা এই আন্দামানের সেলুলার জেলে বন্দী ছিলেন । যথাক্রমে ৫, ৭ এবং ৩ বছরের জন্য । তারপর ভারতের স্বাধীনতার ঘোষণার পর তাঁরা মুক্তি পান । আমার কাছে এই জায়গার মূল্য অনেক ।
@sujit5kumartarafdar283
@sujit5kumartarafdar283 3 года назад
বনি দাদা এক অসাধারণ উপস্থাপনা । সেলুলার জেল আমাদের চোখে জল এনে দেয়।
@nabakumarrabha56
@nabakumarrabha56 4 года назад
It is very much informative, thank you Boni Amin.
@abdurrazzak4833
@abdurrazzak4833 4 года назад
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও প্রতিবেদন পেয়ে থাকি।
@md.arifhossainkhan3909
@md.arifhossainkhan3909 4 года назад
ধন্যবাদ। এমন সুন্দর ভিডিও উপস্থাপনের জন্য। এই জেলের কথা আগে বইতেই পড়েছিলাম আজ দেখলাম।
@noakhailladidon9330
@noakhailladidon9330 4 года назад
সত্যি বাকরুদ্ধ হয়ে গেছি। চোখে জল এসে গেল। কতো কষ্টের ইতিহাস। আজ আমরা সুফল ভোগ করছি। দাদা আজ যদি আমাদের আপনি না দেখাতেন তাহলে কোন দিন দেখতে পেতাম না। আপনি আসাধারন একজন মানুষ। বনি আমিনের তুলনা বনি আমিন নিজেই। 2য় খন্ড দেখার অপেক্ষায় রইলাম।
@bimalsaha6617
@bimalsaha6617 4 года назад
অত্যন্ত মর্মস্পর্শী! অনেক ধন্যবাদ তুলে ধরার জন্য!
@jkjahidrahman5553
@jkjahidrahman5553 3 года назад
Amin vhai ami apnak bondi dekte chaina. Apni bondi thakle amra amon sundor sundor jinis gulo dekbo kmon kore. Love u vhai valo thakben sob somoy.
@abulkalam4488
@abulkalam4488 4 года назад
দেশ স্বাধীন করে কারা,আর দেশ চালায় কারা?কি জন্য স্বাধীন করা হয়েছিল?! যারা জীবন দিয়েছিল, তারা যদি জানতো দেশটা এই ভাবে দুর্নীতিবাজদের সম্পত্তিতে পরিণত হবে,তাহলে তারা কি জীবন দিতেন?! 😥
@biswajitpaul6110
@biswajitpaul6110 4 года назад
ঠিক, দেশটাকে শেষ করে দিয়েছে রাজনৈতিক নেতারা.
@indranisengupta2576
@indranisengupta2576 4 года назад
Thik bolchhen bhai.
@raselahmmed4085
@raselahmmed4085 4 года назад
একটা জিনিস শিখে গেছি ভাই। দেশের জন্য কখনো জীবন দেব না৷ শহীদদের মর্যাদায় ন্যায় নিষ্ঠার সাথে যেখানে দেশ শাসন হয় না। সেখানে জীবন দেয়া বৃথা।
@rajonraj3760
@rajonraj3760 4 года назад
jemon dada aj hindura bangladese r rohingaa
@piyalighosal9457
@piyalighosal9457 3 года назад
Ekjon biplobi ba ekjan soinik desher jonyo jibon dey nisharthabhabe agra pashchat chinta na kore karon desher seba karai tara ekmatro dharmo Mone kare. Ar aj desher ja abostha tar jonyo amra ei prajanmoi dayi. Purbopurushder dosharop kore labh nei. Chele bakhate hole bapke bolbe amay janmo diyechile Kano ? Setar mato shonay amra Jodi prasno kori biplobira desher swadhinatar jonyo jibon dilen Kano ..
@biswajitpaul6110
@biswajitpaul6110 4 года назад
মন টা ভারাক্রান্ত হয়ে গেলো. সত্যি স্বাধীনতা লাভের এদের আত্মত্যাগ কখনোই ভোলার নয়.
@jabirhussainmazumder4853
@jabirhussainmazumder4853 4 года назад
Sara jahacha aicha hindustan hamara...konsar ta mon bora galo boni bhi tnx assm..salamualikum...
@pranabmandal4408
@pranabmandal4408 4 года назад
Anek Dhonnobaad aar Bhalobasa aar Priti oo Subheccha roilo Dada aapnar jonno !!!...aamon video kore dekhanor jonno!!!...sotteeyy unique and aakmattrroo aasadharon informative aakta video!!!....dekhey mon ta bhalo hoye gelo!!!... Ericsson...frisson.....thrill and horripilation hocchilo!!!....love from Kolkata...India!!!
@moha.alamin3258
@moha.alamin3258 Год назад
আসসালামু আলাইকুম বনি আমিন ভাই, ধন্যবাদ আপনার প্রতি
@princedishary
@princedishary 4 года назад
আজকের শো টা চলার শেষের দিকে আমি বাহিরের থেকে এসে পেয়ে গেলাম ভাল লাগল খুবই, আজকের ভিডিও তে যা দেখলাম সে গুলি ছিল দূর্লভ চিত্র,এর আগে কেউ এভাবে অন্তরালে গিয়ে দেখায়নি এই সব চিত্র,সেটাও আবার বাংলায় বুঝিয়ে দিলেন।আমরা ছোট বেলা থেকে শুনে আসছি কালা পানির দেশ !
@mosarafhossain5728
@mosarafhossain5728 4 года назад
কাকু, খুব কষ্টদায়ক, মনটা খুব খারাপ হয়ে গেল। আর তার সঙ্গে ব্যাকগ্ৰাউন্ড মিউজিকটি ও অনবরত যন্ত্রনা দিয়ে গেল। কষ্ট পেলাম, অনেক কিছু অনুভব করতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে দেখালেন। ভালো থাকবেন
@nma3624
@nma3624 4 года назад
বাংলায় এভাবে কেউ দেখায়নি এবং দেখাবেনাও।।বনি দার জন্য সবসময় শুভকামনা রইল।।
@asokmandal2487
@asokmandal2487 4 года назад
2015 তে আমি আন্দামান ঘুরে এসেছি। আর আজ ভিডিওটি দেখে মনে হচ্ছে, আজ আমি আমার দাদার সাথে নতুন করে কুখ্যাত সেলুলার জেল পরিদর্শণ করছি। দাদা আপনার তথ্য সম্বলিত ব্যাখা আমার খুব খুব ভালো লাগে। দাদা এবং বৌদি আপনারা খুব খুব ভালো। থাকুন।
@geekyr4455
@geekyr4455 4 года назад
খুব খুব খুব ভালো লাগলো। এত সুন্দর উপস্থাপনা, আর কেউ পারবে৷ কিনা জানিনা। আমরা ৮থেকে ৮০পরিবারের সকলে tvতে সব বনি এপিসোড দেখি আলোচনা করি কিন্তু netএ কমেন্ট যারা দেন,অনুরোধ যুক্তি দিয়ে প্রতিবাদ করুন, , গালাগালি নয়।বনি তুমি বাঙালি মহা মানুষ, কিন্তু উঃপঃ এ হিন্দু মৌলবাদ নিয়ে বলা দরকার।
@kaziarif6891
@kaziarif6891 Год назад
ধন্যবাদ Exclusive ঐতিহাসিক যায়গা দেখানোর জন্য।
@mdrafique7079
@mdrafique7079 2 года назад
Dear boni Amin amar jibon er sesh eccha apnake Dakar. Patiya ctg.
@musicmindbangladesh5018
@musicmindbangladesh5018 4 года назад
Beautiful Presentation. Thank you.
@shyamadas8651
@shyamadas8651 4 года назад
আমার বহুদিনের ইচ্ছা ছিল আন্দামান কে দেখার এবং জানার। আপনি সেই স্বপ্ন পূরণ করলেন। তার জন্য আপনাকে প্রণাম জানাই। আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই।
@abdussalam5046
@abdussalam5046 4 года назад
excellent explanaions. thanks to Mr. Boni Amin
@samolchakma9245
@samolchakma9245 3 года назад
সবাই তো বুজে না কি দেখাবে,,,, তাই তো আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে ,, মন থেকে দোয়া যাথে আমাদের মাজে অনেক দিন বেছে থাকেন,,,,, love you boni Amin
@gautammondall4877
@gautammondall4877 4 года назад
My deepest respect and salute to Netaji Subhash Chandra Bose, the man, who gave India freedom!
@nassirnassir1879
@nassirnassir1879 3 года назад
ধন্যবাদ ভাই ইতিহাসে পরেছিলাম কিন্তু দেখার সৌবাগ‍্য হয়নি কিছুটা হলেও আপনার ভিডিওতে দেখলাম।
@ayshachowdhury280
@ayshachowdhury280 4 года назад
খুব ভালো লাগল
@ashrafulalam1699
@ashrafulalam1699 4 года назад
gruesome but very informative. Thanks boni.
@srsutube
@srsutube 4 года назад
So Nice Demonstration.Thank You so much.
@birajdebnath8238
@birajdebnath8238 4 года назад
কাকু ,,, নমস্কার নিবেন গো আমার???? আপনার ভিডিও দেখতে দেখতে আমার মনে হল আমি শুয়ে শুয়ে ইতিহাস সংস্কৃতির বই পড়ছি,,, খুব খুব ভালো লাগল।।। আপনার মঙল হোক সব সময়।।।।
@samanthadaskm6974
@samanthadaskm6974 4 года назад
ভীষণ দূঃখের ইতিহাস।I love my India.Thank you so much bonikaku.
@BoniAmin
@BoniAmin 4 года назад
Samantha das@I really loved it to hear from you. Please love your country the way I do my country of birth BANGLADESH
@samanthadaskm6974
@samanthadaskm6974 4 года назад
@@BoniAmin আমার মতো সামান্য একজন কে Replay দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
@BoniAmin
@BoniAmin 4 года назад
@@samanthadaskm6974 @তুমি আমার ভাই, প্রাণের বাঙ্গালী ভাই। আমি বাংলার জন্যে জীবন বাজি রাখতে পারি। সবার আগে আমার বাঙ্লা তারপরে সব। ভালো থেকো ভাই
@anubhavsaha2416
@anubhavsaha2416 4 года назад
@@BoniAmin Hello Sir, namoskar!! Sir can i ask questions it is very urgent.....
@cristinatazz8115
@cristinatazz8115 4 года назад
How many lives had been sacrificed to avail the taste of freedom! We are living in the free air...so, we don't feel the taste of it. Think! Think!!Think!!! Mankind uphold the positivity. 😢
@newsbanglalive
@newsbanglalive 4 года назад
বরিশাল থেকে দেখছি অনেক কিছু জানতে পারলাম এবং বুঝতে পারলাম............... আপনাকে অশেষ ধন্যবাদ স্যার।
@anjanrakshit1264
@anjanrakshit1264 4 года назад
বাংলাদেশ সরকারকে বলুন মাষ্টারদা সূর্য সেনের নামে একটা এয়ারপোর্ট বা রেলষ্টেশন তৈরি করতে।
@catlovers991
@catlovers991 4 года назад
Bivinno university te student hostel.er name ase master.da surjo sen hall name
@sayedmashiur8427
@sayedmashiur8427 4 года назад
বাইনচোদ মালুর বাচ্চা। বাংলাদেশে কেনো তোর বাবাদের নামে এয়ারপোর্টে করবে
@rakeshnag7538
@rakeshnag7538 4 года назад
@@sayedmashiur8427 মাদারচোদ মাদ্রাসা ছাপ কাটা মুল্লার বাচ্ছা হা এটা আমাদের বাবাদের দেশ ই ছিলো.. আর তোরা ছিলি হিন্দু জমিদার দের কামলা.. কুত্তা
@PallabDutt
@PallabDutt 4 года назад
@@sayedmashiur8427 tora holi bessa der gorvosrab
@masudurrahman3995
@masudurrahman3995 4 года назад
taile ki tor 14 gustir atta santi pabe
@pavelrome4162
@pavelrome4162 4 года назад
চট্টগ্রাম জেলার আনুমানিক চার হাজার বছরের প্রাচীন দ্বীপ ,কমরেড মুজাফফর আহমেদের জম্মস্হান সন্দীপ ।এ দ্বীপের অতীত বর্তমান নিয়ে গবেষনাধমী দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করার জন্য আপনার নিকট জোর দাবী জানাচ্ছি ।জ্বনাব বনি আমিন ভাই আপনার প্রতিটি প্রতিবেদনই অ:সাধারণ ।প্রমিত বাংলা উচ্চারন ও ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ন নায় মনটা কখনও প্রশান্ত কখনও ভারাক্রান্ত হয়ে যায়।
@rabindranathdas7269
@rabindranathdas7269 4 года назад
History is related to true incidents; but this one is equally thrilling too - really , much thrilling.
@jayedsheikh2234
@jayedsheikh2234 4 года назад
অনেক ভালো লাগলো ইতিহাসের সেই নির্মম দিন গুলি যারা বরন করছে। স্বাধীন তার জন্য গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের আত্তোত্যাগ কে
@DhakaKeranigong-do4kc
@DhakaKeranigong-do4kc 4 месяца назад
Dear boni amin bhai, thankyou very much for this valuable video.
@mohammadfaridi3816
@mohammadfaridi3816 3 года назад
কালজয়ি চিত্রায়ন, যেন ঐখানে আমরা ঘুরে এলাম, যা হয়ত আদৌ আমাদের পক্ষে সম্ভব নয়।
@saikatkarmakar5776
@saikatkarmakar5776 2 года назад
আমি বহুবার গেছি.... লাইট অ্যান্ড সাউন্ড দেখার পর ভিষন রাগ লাগে আর কান্না পায়
@ALLINDIA-rl7fn
@ALLINDIA-rl7fn 3 года назад
SO Beautiful video
@kalikumarchatterjee7333
@kalikumarchatterjee7333 4 года назад
বনি দা আপনাকে অনেক ধন্যবাদ ।এই ভাবে সেলুলার জেল কে নিয়ে বাংলায় কেউ ভিডিও ফুটেজ করেছে বলে মনে হয় না । দেখতে দেখতে চোখে জল এসে যায় ।
@abusaeidnoakhali6148
@abusaeidnoakhali6148 4 года назад
আসলে আমরা অনেক কিছুই জানি না । কিন্তু যখন দেখি বনি আমিন স্যার আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসে তখন দেখি আর ভাবি আসলেই পৃথিবীটা কত অদ্ভুত! আর পৃথিবীর মানুষ গুলো ছিল কতো জঘন্য আর নিষ্ঠুর ? 😥😥😥😥
@Suvashpaul
@Suvashpaul Год назад
স্যালুট স্যার, চোখে জল এসে গেছে।
@omorfaruq872
@omorfaruq872 Год назад
সারে জাহাছে আচ্ছা। হিন্দোছিতা হামারা হামারা। সারে জাহাছে আচ্ছা। গান টি আমি ছোট বেলা থেকে শুনি। এছাড়া বাংলাদেশের দেশাত্মবোধক গান শুনি স্যার, ভালো লাগে।
@aidonchakma6269
@aidonchakma6269 4 года назад
Today, I understand why your videos are more relevant, historical and learning tonic? Go ahead brother
@meshtarua
@meshtarua 4 года назад
উপস্থাপনা খুব সুন্দর হয়েছে।
@farukahamed6854
@farukahamed6854 3 года назад
আপনি দেখালেন হয়তো আমি ওখানে গিয়ে দেখতে পারতাম না,, শুনেছি কালা পানি আর আজকে দেখলাম,, আপনাকে অনেক অনেক ধন্যবাদ,,
@user-wp4qt2ee5c
@user-wp4qt2ee5c 4 года назад
মনে থাকব সৃষ্টি-১৮৯৬ নির্মাণা কাল ১০ বছর (১৯০৬ ) বিস্তারিত চিত্রাকাল ২০২০ কেবলই বনি আমিন আংঙ্গেল!
@sonjitxx4372
@sonjitxx4372 3 года назад
ধন্যবাদ সার,,,,ভুব ভাল লাগল বাংলাদেশিরা অান্দামান এ থাকে
@globalforce9075
@globalforce9075 3 года назад
Brother for you we now know many things!! May ALLHA give you & your family members long life Amin Stay safe all of you Thanks a lot
@rajibnath954
@rajibnath954 4 года назад
স্যার খুব ভাল লাগল। সুন্দর ঐতিহাসিক ভিডিও। আশা করি আপনার এই পরিশ্রম গুলো একদিন সফল এবং সার্থক হবে।সবাই আপনার কথাগুলোর মুল্য দেবে।
@mozammelhossain5322
@mozammelhossain5322 4 года назад
বনি আমিন , আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ভিডিও র জন্য । সত্যিই এতো সুন্দর করে আর কে দেখাবে ? অসম্ভব সুন্দর এবং তথ্য বহুল ভিডিও । আপনাকে আবারও অনেক ধন্যবাদ । আল্লাহ আপনাকে সুন্দর এবং সুস্থ জীবন দান করুন আমিন ।
@prokshdas7423
@prokshdas7423 2 года назад
এগিয়ে যান দাদা আপনার ভিডিও দেখতে আমাদের অনেক ভালো লাগে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ 🥰🥰🥰🥰🥰🥰🥰
@bablubaidya3499
@bablubaidya3499 4 года назад
Excellent nice video sir. I salute to you. আমি আপনার কিছু কিছু ভিডিও দেখেছি। ভীষন ভালো লাগে। আপনি দয়াকরে নিন্দুকদের কথায় কান দেবেন না। কারণ আমি দেখেছি, যারা বোঝার তারা ঠিকই বুঝবে কিন্তু যারা বুঝে ও না বোঝার শিক্ষাগত যোগ্যতার কি যে মহিমা দেখাতে চায় একমাত্র তারাই জানে। ঈশ্বর সবাই কে খুব ভালো ও সুন্দর রাখুন এই প্রার্থনা করি এবং চিরকাল করবো। ভালো থাকবেন 🕉🙏🌷2️⃣
@subratamohanto6746
@subratamohanto6746 4 года назад
এই রকম ভিডিও আরো চাই কাকু। আর দ্বিতীয় ভাগের জন্য অপেক্ষায় থাকলাম...
@drbdRoy
@drbdRoy 4 года назад
Very nice presentation and narration, nobody never shown , shown only by boni amin bhaiya.longlive ,god bless you , be healthy ,take care of yourself
@dipanshuattaria9614
@dipanshuattaria9614 4 года назад
Apurbo video. Asankhya dhanyabad janai apnake.
@sachinhaldar3421
@sachinhaldar3421 3 года назад
আপনার ভিডিও গুলা দেখার ইচ্ছে হয় বার বার
@anjumrahman857
@anjumrahman857 2 года назад
হৃদয় স্পর্শী এমন একটা ভিডিও দেখতে পেয়ে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষা আজ জানা নাই... 🙏🙏🙏
@robishilkumar3258
@robishilkumar3258 4 года назад
এক সময় তারা খুব বর্বর ছিল , আজ তারা মানবাধিকার নিয়ে সোচ্চার। ধন্যবাদ দাদা আপনি না দেখালে দেখা সম্ভব হত না।
@raselahmmed4085
@raselahmmed4085 4 года назад
তারা শুধু নিজের দেশের জন্য মানবিক বহিঃ বিশ্বের জন্য নয়
Далее