Тёмный

আবারো হুজুরের চ্যালেঞ্জ- ক্ষমতা থাকলে আমার কথাটা প্রত্যাখ্যান করেন || Allama Mozammel Haque New Waz 

Tahjib Center
Подписаться 1,7 млн
Просмотров 72 тыс.
50% 1

ধারাবাহিক তাফসীর : সূরা আশ শুআ’রা, পর্ব-০৫, আয়াত : ১৭৬-২১৩ || Sura Suyara Tafsir || Ayat : 176-213 || অধ্যক্ষ মাও. মোজাম্মেল হক || Tahjib Center.
#TahjibCenterMozammelHaque
وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ ۝ [26:175]
كَذَّبَ أَصْحَابُ الْأَيْكَةِ الْمُرْسَلِينَ ۝ [26:176]
إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ ۝ [26:177]
إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ ۝ [26:178]
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ ۝ [26:179]
وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى رَبِّ الْعَالَمِينَ ۝ [26:180]
أَوْفُوا الْكَيْلَ وَلَا تَكُونُوا مِنَ الْمُخْسِرِينَ ۝ [26:181]
وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ ۝ [26:182]
وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ ۝ [26:183]
وَاتَّقُوا الَّذِي خَلَقَكُمْ وَالْجِبِلَّةَ الْأَوَّلِينَ ۝ [26:184]
قَالُوا إِنَّمَا أَنتَ مِنَ الْمُسَحَّرِينَ ۝ [26:185]
وَمَا أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ الْكَاذِبِينَ ۝ [26:186]
فَأَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِّنَ السَّمَاء إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ ۝ [26:187]
قَالَ رَبِّي أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ ۝ [26:188]
فَكَذَّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِ إِنَّهُ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ ۝ [26:189]
إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ ۝ [26:190]
وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ ۝ [26:191]
وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ ۝ [26:192]
نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ ۝ [26:193]
عَلَى قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنذِرِينَ ۝ [26:194]
بِلِسَانٍ عَرَبِيٍّ مُّبِينٍ ۝ [26:195]
وَإِنَّهُ لَفِي زُبُرِ الْأَوَّلِينَ ۝ [26:196]
أَوَلَمْ يَكُن لَّهُمْ آيَةً أَن يَعْلَمَهُ عُلَمَاء بَنِي إِسْرَائِيلَ ۝ [26:197]
وَلَوْ نَزَّلْنَاهُ عَلَى بَعْضِ الْأَعْجَمِينَ ۝ [26:198]
فَقَرَأَهُ عَلَيْهِم مَّا كَانُوا بِهِ مُؤْمِنِينَ ۝ [26:199]
كَذَلِكَ سَلَكْنَاهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ ۝ [26:200]
لَا يُؤْمِنُونَ بِهِ حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ ۝ [26:201]
فَيَأْتِيَهُم بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ ۝ [26:202]
فَيَقُولُوا هَلْ نَحْنُ مُنظَرُونَ ۝ [26:203]
أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ ۝ [26:204]
أَفَرَأَيْتَ إِن مَّتَّعْنَاهُمْ سِنِينَ ۝ [26:205]
ثُمَّ جَاءهُم مَّا كَانُوا يُوعَدُونَ ۝ [26:206]
مَا أَغْنَى عَنْهُم مَّا كَانُوا يُمَتَّعُونَ ۝ [26:207]
وَمَا أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ ۝ [26:208]
ذِكْرَى وَمَا كُنَّا ظَالِمِينَ ۝ [26:209]
وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينُ ۝ [26:210]
وَمَا يَنبَغِي لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ ۝ [26:211]
إِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُولُونَ ۝ [26:212]
فَلَا تَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ فَتَكُونَ مِنَ الْمُعَذَّبِينَ ۝ [26:213]

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 125   
@mbrchyjontu4194
@mbrchyjontu4194 2 года назад
মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,,, পবিত্র কোরআন মজিদ এর তাফসির শোনার তৌফিক দান করেছেন,,, হে আল্লাহ মওলানা মোজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়াবা দান করুন,,,, এবং মানব জাতিকে হেদায়েত দান করুন আমিন,,,,
@abdussalam-vd6qt
@abdussalam-vd6qt 2 года назад
আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কাল্লাহ,
@jaharanabegum4162
@jaharanabegum4162 2 года назад
হুজুর আপনার জ্ঞানের পরিধি আমাদের মুগ্ধ করে আল্লাহ্ পাক আপনার নেক হায়াত বাড়িয়ে দিন।আমীন
@TafsirulQuranbangla
@TafsirulQuranbangla 2 года назад
আল্লাহ হুজুরের দীর্ঘায়ু দান করুন
@সুনাম.টিভি
@সুনাম.টিভি 2 года назад
আলহামদুলিল্লাহ আপনার বক্তব্য খুবই স্পষ্ট। আপনি আল্লাহর কাছ থেকে এর উত্তম ফল পাবেন, ইনশাআল্লাহ।
@rafiqulislam8966
@rafiqulislam8966 2 года назад
আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান হুজুরের সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করছি আল্লাহ আপনি কবুল করুন আমিন
@pourno_gaming1959
@pourno_gaming1959 2 года назад
Gh
@FaruqHossain-c1k
@FaruqHossain-c1k Год назад
আলহামদুলিল্লাহ আমি বিগত আট মাস যাবত নিয়মিতবাবে হুজুরের কোরআনের তর্জমা নিয়মিত ভাবে শুনছি এবং ভবীষ্যতে আল্লাহর হুকুমে এভাবে কোরআনের বয়ান সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য একটা মাদ্রাসা নির্মান করছি দোতলার কাজ চলছে যেখানে হুজুরের মত কোরআন শরীফ এর তাফছির চলবে। আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হুজুরের আহবান মতে শুধু মাএ আল্লাহর সাহায্য নিয়ে আমি যেন সফল হতে পারি আমিন।
@sarafatshikder5627
@sarafatshikder5627 Год назад
আললা হুজুরকে আপনি নেক হায়াত দান করুন আমিন ।
@alamgirkazi1037
@alamgirkazi1037 7 месяцев назад
মাশাল্লাহ হুজুরের বক্তব্য absolutely Right, উপদেশ মূলক জাজাকাল্লাহ খায়রান আমিন ।
@sujan790
@sujan790 2 года назад
আলহামদুলিল্লাহ ,হুজুরের কথা যতো শুনি প্রতিদিন যেন আল্লাহ একটু একটু করে সরলপথের দিকে ,হেদায়েত এর পথে আলো দেখাচ্ছেন ,ইসলামের মহান আদর্শ হৃদয়ে গভীরভাবে শান্তি বিরাজ করাচ্ছে !আল্লাহ হুজুরকে উত্তম প্রতিদান দিন
@robiulansari5659
@robiulansari5659 Год назад
À
@rofikmoqul9356
@rofikmoqul9356 2 года назад
আপনার মত বাংলায় ১০জন আলেম থাকত মানুষ ভুল পথে চল না । আল্লাহ যেন আপনাকে হায়াতের তৌওবা দান করুক
@mdlutfurrahman1678
@mdlutfurrahman1678 5 месяцев назад
Alhamdulillah.Allah bless you. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rkvideobd
@rkvideobd 6 месяцев назад
আপনাদের মতো হুজুর থাকলে পৃথিবী আর ও ভয়ানক হয়ে উঠবে।
@eeemamun
@eeemamun 6 месяцев назад
উনি কি কথা বানায় বলে নাকি৷??
@akibhasan3435
@akibhasan3435 Год назад
আলহামদুলিল্লাহ
@mrmerkwizhenry
@mrmerkwizhenry 2 года назад
যাজাকাল্লাহু খইরান কাসিরো। 🌹
@MdSofiqul-s2z
@MdSofiqul-s2z Год назад
May Allah bless you May you be happy Parspar in life
@MdKhalek-g1r
@MdKhalek-g1r 6 месяцев назад
Alhamdulliah/subhanallah/amin.
@masternob8390
@masternob8390 2 года назад
Alhamdulillah
@nahidmiah3969
@nahidmiah3969 7 месяцев назад
আলহামদুলিল্লাহ।
@arvlog3079
@arvlog3079 2 года назад
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান
@TafsirulQuranbangla
@TafsirulQuranbangla 2 года назад
অনেক ধন্যবাদ হুজুরকে,
@rofiqrofiq1770
@rofiqrofiq1770 Год назад
Onek sundor kotha bolen apni
@unusakond4926
@unusakond4926 2 года назад
Amin
@MdIbrahim-dq4oz
@MdIbrahim-dq4oz Год назад
আল্লাহ হুজুরকে হেফাজত করুন।
@FerozFeroz-bh2xc
@FerozFeroz-bh2xc 6 месяцев назад
মহান রব্বুল আলামিন তাকওয়াএবং পরহেজগারিতা পছন্দ করেন আর রাসুল (সঃ)কে পরিপূর্ণভাবে অনুসরণ না করা পর্যন্ত উম্মত বলে স্বীকৃতি দেবেন না,আল্লাহ তৌফিক দিন,আমিন❤❤❤❤❤
@ShahAlam-ps8lr
@ShahAlam-ps8lr 2 года назад
হুজুরের আলোচনা মনোমুগ্ধকর বাট তিলাওয়াতে আরও সুন্দর করলে আরও ভালো লাগবে 🙏🙏
@sujan790
@sujan790 2 года назад
সবকিছু শুধু একজনের উপর চাপিয়ে দেয়ার কি জরুরি
@mohashinuddin4056
@mohashinuddin4056 6 месяцев назад
By lessening your translation I become your fans now when I get time with eagerly I lessen.
@raqibislam5486
@raqibislam5486 2 года назад
Perfect Muslim
@MdOmarFaruk-jx7bw
@MdOmarFaruk-jx7bw 2 года назад
আলোচনা খুব ভাল
@belalsonar9979
@belalsonar9979 2 года назад
মাশাল্লাহ
@returntoislam2060
@returntoislam2060 2 года назад
একমাত্র কোরআন ফলো করলেই সে সরল পথ তথা সিরাতুল মুসতাকীমের পথ খুঁজে পাবো, হাদিস দিয়ে এতদিন আমাদেরকে বিভ্রান্ত করেছে কিছু লোক। হাদিস মানবো সেই হাদিস যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হবে না, হুজুরের তাফসির শুনি নিয়মিত, তাই সত্যটা বুঝতে পারছি এখন।
@aslambabukazi5841
@aslambabukazi5841 2 года назад
Thike bolcen
@heromahmud8395
@heromahmud8395 2 года назад
Very nice man, so much intellectual.
@physiosalim8974
@physiosalim8974 2 года назад
Motiur Rahman madanir tafseer bakhya gulo o dekhben.. puro series ase... Akjoner bakhya sunle bhul o hote pare....
@NazrulIslam-f3y
@NazrulIslam-f3y Год назад
Right
@mashuktsc
@mashuktsc 2 года назад
আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের জিন্দেগীতে বিভিন্ন ঘাত-প্রতিঘাত, অবরোধ ও বিজয়ের মাধ্যমে অতিবাহিত হয়েছে। প্রকৃত অবস্থা এই যে আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম দিকে তার সকল সম্পদ অকাতরে ইসলামের তাবলীগের প্রয়োজনে ব্যয় করেছেন, এরপর মক্কি জীবনে ধীরে ধীরে তার ও সাহাবাদের ওপর বিভিন্ন অবরোধ ও অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেতে থাকে তখন পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়েছিল এরপর মদিনায় হিজরত পরবর্তী সময়ে মুসলিমদের অনেক অনাকাঙ্ক্ষিত যুদ্ধ বিগ্রহের সম্মুখীন হতে হয়েছে তখন কিছু সময় এমন গিয়েছে যে প্রিয় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবাদের অর্থনৈতিক চাপে ছিলেন কিন্তু মহান আল্লাহর দয়ায় মুসলিমরা সুস্পষ্ট বিজয়লাভ করতে থাকে ফলে মুসলিমদের অবস্থার উন্নতি হতে থাকে এবং বিনা যুদ্ধলব্ধ সম্পদ যা (ফাই) নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পদভুক্ত হয় যা দ্বারা তিনি তার সাংসারিক প্রয়োজন পুরা ছাড়াও অধিক দান সদকা করতেন। এছাড়াও বিভিন্ন অঞ্চল বিজয় ও সাহাবাদের থেকে নবীর জন্য হাদিয়া আসতো সেগুলো তিনি বন্টন করে দিতেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রিয়নবী কখনো তার কাছে আসা সম্পদ জমা করে রাখতেন না। তাই হাদিস সমূহে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে গরিব অবস্থার কথা এসেছে তা বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে বর্ণনা করা হয়েছে কিন্তু প্রকৃত অবস্থায় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী ছিলেন কিন্তু তিনি ইসলামের জন্য অকাতরে বিলিয়ে দিতেন এবং প্রিয়নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনীদের মত সম্পদ জমা করে জৌলুস প্রদর্শন করতে না। মহান আল্লাহই সর্বাধিক জ্ঞ্যাতো। আল্লাহু আলাম।
@MRFIslamicTV
@MRFIslamicTV 2 года назад
আল হামদুলিল্লাহ্...প্রিয় ভিউয়ার্স আপনাদের ভালবাসায় ইসলামিক চ্যানেলটি এগিয়ে যাচ্ছে।আপনাদের একান্ত সাপোর্ট ও আল্লাহর রহমত নিয়ে অনেক দূর এগিয়ে যাবো ইনশা আল্লাহ্🌹🌹🌹🌴🌴🌴
@rofiqrofiq1770
@rofiqrofiq1770 Год назад
right
@AwladHossenAwladHossen-gn2xp
আল্লাহ সবাইকে ছহি বুঝ দান করুন
@mdsiddik2925
@mdsiddik2925 2 года назад
জখন আলেমরাই জানেনা তখন আমরা কি করবো
@mohammedalikhan5371
@mohammedalikhan5371 Год назад
আলহামদুলিল্লাহ
@abdulkhaleque156
@abdulkhaleque156 2 года назад
জনাব, ডঃ একিউএম মহবুবুল্লাহ যশোরী, রবের কিংডম, ইউ টিউবে কী বলে, শোনা ও মন্তব্য করার অনুরোধ রইল।
@sajidullah8101
@sajidullah8101 2 года назад
Ei loktar onek kotha khub sensetive
@fazlulhoque1010
@fazlulhoque1010 2 года назад
মাওলানা মোজাম্মেল হক সাহেবের কুরআনের তাফসীর খুবই সিষ্টেমেটিক কারণ উনি কুরআনের আয়াত দিয়ে শুরু করেন, তারপর তাফসীর করেন এবং উক্ত আয়াতের সাথে সংগতিপূর্ন বিষয়ের অবতারণা করেন। কিন্তু অনেক মাওলানা কে দেখি বিষয়ভিত্তিক ছাড়া ওয়াজ করেন এবং ওয়াজের প্রয়োজনে কুরআনের যেকোনো আয়াতের রেফারেন্স দিয়ে আলোচনা করেন। "নবীজি( সাঃ) যে হাদিস লিখতে নিষেধ করেছেন "এটি মোজাম্মেল হক সাহেব কোথায় পেয়েছেন, নিশ্চয়ই এটি হাদিসের রেফারেন্স হিসেবে গ্রহণ করেছেন উনি এবং "হাদিস লিখিও না" এমনটি কি কুরআনে আছে, যদি না থাকে তবে হুজুর তো ঠিকই এই হাদিসের অবতারণা করেছেন। কুরআন এবং হাদিসের coordination ই হলো ইসলাম, ইসলামী জিন্দগি, শরিয়ত সর্বোপরি আল্লাহর একত্ববাদ। নবীজির ওফাতের পরে যখনই কোনো বিষয়ে ব্যাখ্যার প্রয়োজন দেখা দিত তখন সাহাবী দের কাছ থেকে রেফারেন্স নেয়া হতো, তখন কিছু কিছু রেফারেন্স হয়তো গ্রহণযোগ্য মনে হতো না তখন নবীজির হুকুম আহকাম গুলো কে একটি সিষ্টেমের মধ্যে নিয়ে আসার নিমিত্তেই হাদিসের লিখিত দলিলের প্রচলন শুরু করা হয়েছিল। সিআসিত্বা বলতে আমরা যেটি জানি, ঐ সব হাদিসগুলোর coordination করলে প্রকৃত আলেমগণের নিকট হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে ঠিকই পরিষ্কার ধারণা ফুটে উঠবে।
@htmdrafiqulislam8328
@htmdrafiqulislam8328 6 месяцев назад
হে ভাই নামাজের পর দোয়া করেছেন একটু খুঁজলেই পেয়ে যাবেন।
@ShahidulIslam-vf2jo
@ShahidulIslam-vf2jo 2 года назад
আছছালামু আলাইকুম হুজুর হযরত মাবিয়া কিভাবে সিরিয়ার ক্ষমতায় বসল অথবা কারা বসাইল এই বিষয়ে একটা ভিডিও দিবেন
@asifiqbal395
@asifiqbal395 Год назад
ইউটিউবে লিখবেন, আলি কেন কুফায় গেলেন। Scientific Tasfir নামে একটা চ্যানেল আছে ওখানে পিওর সত্য ভিডিওটা পাবেন❤
@rofiqrofiq1770
@rofiqrofiq1770 Год назад
Apnake miss kori
@RplFoundation0027
@RplFoundation0027 2 года назад
শ্রদ্ধেয় প্রিয় হুজুর একটি বিষয় আপনাকে বলি তা হলো দর্শন- আপনি বিদায় হজ্বে রসূলের ভাষণ নিয়ে বলছেন যে, মহানবী শুধু কোরআনের কথা বলেছেন; কথাটা হবে নিম্ন রূপঃ দর্শন - শিক্ষা হল দু’ প্রকার ১) তথ্য ও তত্ত্বীয় ২) ব্যবহারিক বা কারিগরি শিক্ষা। শুধু যদি কোরআন মানুষের জন্য যথেষ্ট হতো তাহলে নবী রসূলের দরকার হতো না আল্লাহ ভিন্ন পদ্ধতিতে মানবদের কোরআন জানিয়ে দিতেন কিন্তু না মানুষ বাস্তবিক ব্যবহারিক জ্ঞান ছাড়া মানুষ কেবল তথ্য ও তত্ত্বীয় জ্ঞান দ্বারা প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে না তাই নবী রসূলদের তা বাস্তবে করে দেখাতে হয়। তাই মহানবী বিদায় হজ্বে বলেছেন, আমি দু’টো বিষয় রেখে গেলাম ১) কোরআন ২) সুন্নাহ কথাটা সুন্নাহ বা সিরাত হাদিস না। সমাপ্ত। শফিক জামিল ৭/১৭/২২ রবিবার সকাল, নিউইয়র্ক।
@Habiburrahman-gt4vm
@Habiburrahman-gt4vm 2 года назад
Assalamoalikum wa
@anasmahmudsmibrahim6602
@anasmahmudsmibrahim6602 Год назад
তাফসিরের কিতাব গুলো কোথায় পাইতে পারি ।
@TahjibCenter
@TahjibCenter Год назад
রাজশাহী থেকে কুরিয়ারে নিতে হবে ০১৯৭২০৬৪০৩৩
@nextwebzone7256
@nextwebzone7256 2 года назад
রাসুল সঃ কি হাদীস লিখতে মানা করেছিলেন? হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) বলেন, আমি নবী করিম (সা.) এর হতে শোনা প্রতিটি কথা সংরণের জন্যে লিখে নিতাম। এটি দেখে কুরাইশ সাহাবীগণ আমাকে এ কাজ করতে নিষেধ করেন। আমাকে তাঁরা বলেন- أَتَكْتُبُ كُلَّ شَيْءٍ تَسْمَعُهُ، وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَشَرٌ يَتَكَلَّمُ فِي الْغَضَبِ وَالرِّضَا؟ অর্থ: তুমি রাসূল (সা.) এর মুখে যা শোন তা সবই লিখে রাখ? অথচ রাসূল (সা.) একজন মানুষ। তিনি কখনও সন্তোষ ও কখনও রাগের মধ্যে থেকে কথা বলেন। (আবু দাউদ, কিতাবুল ইল্ম) হজরত আবদুল্লাহ বলেন, অতঃপর আমি হাদীস লেখা বন্ধ করে দেই এবং একদিন রাসূল (সা.) এর নিকট বিষয়টি উপস্থাপন করি এবং বলি, ‘হে আল্লাহর রাসূল! কুরাইশরা বলে তুমি রাসূলের সব কথাই লিখছ? অথচ তিনি একজন মানুষ। সাধারণ মানুষের মত তিনি কখনও কখনও রাগান্বিত হয়ে থাকেন’। রাসূল (সা.) এ কথা শুনার সাথে সাথে নিজের দুই ঠোঁটের দিকে ইশারা করে বললেন- اُكْتُبْ فَوَ الَّذِىْ نَفْسِىْ بِيَدِهِ مَا يَخْرُجُ مِنْهُ اِلاَّ الْحَقّ. অর্থ: তুমি লিখতে থাক। যে আল্লাহর হাতে আমার প্রাণ তাঁর শপথ, আমার এই মুখ হতে প্রকৃত সত্য কথা ছাড়া কিছুই বের হয় না। এ কথা শুনার পর হজরত আবদুল্লাহ (রা.) রাসূল (সা.) কে জিজ্ঞাসা করলেন- يَا رَسُوْلَ اللهِ اَكْتُبُ كُلَّ مَا اَسْمَعُ مِنْكَ. অর্থ: হে রাসূল (সা.) আপনার নিকট থেকে যা কিছু শুনতে পাই তা সবই কি লিখে রাখব? রাসূল (সা.) বললেন,...........(হ্যাঁ)। আবদুল্লাহ (রা.) পুনরায় জিজ্ঞাসা করলেন, ক্রুদ্ধ ও সন্তোষ উভয় অবস্থায় বলা সব কথাই কি লিখব? তখন রাসূল (সা.) চূড়ান্তভাবে বললেন- نَعْمْ فَاِنِّىْ لاَ اَقُوْلُ فِىْ ذَلِكَ كُلِّهِ اِلاَّ حَقًّا. অর্থ: হ্যাঁ এ সকল অবস্থায়ও আমি প্রকৃত সত্য ছাড়া কিছুই বলি না। (দারেমী, আবু-দাউদ, মুসনাদে আহমদ, মুস্তাদরাকে হাকেম, জামে বায়ানুল ইলমে ইবানুল বার)
@habibmia3650
@habibmia3650 Год назад
যত মত তত পথ। এক একেক জনের এক একেক মতের ইসলাম এক একেক রকমের ইসলাম। প্রকৃত ইসলাম না এই হুজুর পেয়েছে না অন্নান্য হুজুরা পেয়েছেন। ভাইরে ভাল কথা সব হুজুরাই বলে তাই ভাল কথাটুকু সুনুন এবং মুহাম্মদ ( সঃ) ও তার সাহাবী(রাঃ) দের ইসলাম এর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করুন। ভাইরে, এত তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নিয়েন না যে এই মুজাম্মেল হুজুরই সঠিক। আশাকরি সবাই জানেন তাড়াহুড়োর ফল ভালো হয় না।
@faruquekhan8352
@faruquekhan8352 2 года назад
উনি বিজ্ঞ আলেম আলহামদুলিল্লাহ। কোনো মানুষ-ই ত্রুটিমুক্ত নয়। আবু জেহেলরাও বলতো-- বাব--দাদারা যা করতো আমরা তাই করব। আবু জাহেলরা বলতো-- ইসলাম আমাদের কাছে নতুন। আমরা তা মানবনা। ৩০-৫০ বছর আগে আমাদের পূর্ব পুরুষরা যা করত আমরা ঐটাই করব। উনি অনেকটা সেরকম বললেন।
@khidmahmedia1294
@khidmahmedia1294 2 года назад
উনি কোন মসজিদের খতিব?
@rofiqrofiq1770
@rofiqrofiq1770 Год назад
Apnar kotha ami bisas kori
@Haorkrishi
@Haorkrishi 2 года назад
কোরআনের আয়াত নিয়ে আলোচনা করেন ঐক্য আসবে। মানুষের বানানো কথা বললে ঐক্য আসবে না।
@matiarrahman8457
@matiarrahman8457 2 года назад
Farj namajer porey imam sb dowa korey.Kaba sharifey korey na. A bisoey jantey chai.
@sufyanchaudhry8875
@sufyanchaudhry8875 6 месяцев назад
হুজুরের তুলনা হয়না
@advocatemuhammadmuhiburrah8046
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর বেয়াদবি নিবেন না আমি আপনার একজন ভক্ত। আল্লাহর জন্যই আমি আপনাকে মহাব্বত করি এবং আপনার বয়ানগুলো আমি শোনার চেষ্টা করি কিন্তু আজকে আপনার বয়ানের মধ্যে স্ববিরোধী কিছু বক্তব্য খুঁজে পেলাম। যেমন আপনি বলেছেন পূর্ববর্তী আলেমরা যে সমস্ত আমল করার কথা বলেছেন সেগুলো আমরা যেন অব্যাহত রাখি। আপনি বলতেছেন পূর্ববর্তী কিছু আলেম রা কিভাবে এই সমস্ত উল্টাপাল্টা কথা হাদিস থেকে লিখলেন যে আল্লাহর রাসূল গরিব ছিলেন ইত্যাদি ইত্যাদি।
@anesurrahman8698
@anesurrahman8698 2 года назад
দয়া করে আল্লাহর আস্তে এত গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য এই বাজে এড বন্ধ করেন প্লিজ
@ahmedarzoo4956
@ahmedarzoo4956 6 месяцев назад
আপনি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না কেন ?
@sayedearali8566
@sayedearali8566 Год назад
নবীর দিদিদের কাছে খাবার চাইলে খাবার নাই একে একে অনেক ঘরে শেষ পর্যন্ত রোজা রাখলেন খাবার না পেয়ে হাদিসে আছে এ ব্যাপারে
@mdmizanurrahman2193
@mdmizanurrahman2193 2 года назад
আল্লাহ্‌র রাসুল ইহুদির কাছ থেকে গম ধার করেছেন, বললে সাহাবায়ে কিরামদের অপমান করা হয়, সাহাবাগন নবীর জন্য জীবন দিয়ে দিতো সেই সাহাবাগন কি ভাবে নবীকে অন্যের কাছে হাত পাততে দিবেন? অনেক সাহাবা ছিলেন খুব ধনী। বাস্তবে হাদিস গ্রন্থে অনেক কথা লিখা আছে যেখানে সুক্ষ ভাবে ইহুদিদের বড় করে দেখানো হয়েছে।
@moshiur2009
@moshiur2009 6 месяцев назад
mdmizanurrahman2193 সাহেব, ধন্যবাদ, যথার্থ কমেন্ট করার জন্য।
@tipusultanhaider4346
@tipusultanhaider4346 2 года назад
Salam sese munajat namajer kono onso noi.
@syedalkaium6224
@syedalkaium6224 2 года назад
হুজুর নিজ প্রয়োজনে হাদিস গ্রহণ করেন, তখন বলেন না যালিকাল কিতাবু লারইবা ফিহ।
@TofazzalHasan-um8so
@TofazzalHasan-um8so Год назад
আসসালামু আলাইকুম হুজুর আমি শুনেছি মেহেদী আবির্ভাব হবেন সরকারের আন্ডারে পড়ে আপনি কি এই ব্যাপারে কিছু জানেন কোন এক মুসলিম দেশ হতে
@f.msharifulislam5665
@f.msharifulislam5665 2 года назад
হাদিসে অাছে টাকনুর নিচে কাপড় পরা যাবে না। এটা কুরানে নেই, তাহলে কোনটার অামল করবো?
@TahjibCenter
@TahjibCenter 2 года назад
উক্ত হাদীস কি কুরআনের কোনো আয়াতের সাথে সাংঘর্ষিক? হুজুরের কথাগুলো সঠিকভাবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, ভালভাবে বুঝুন, তাহলে নিশ্চিতভাবে এমন মতামত দিতে পারবেন না।
@Smartcooking24
@Smartcooking24 2 года назад
@@TahjibCenter it is not applicable for all over the world specially cold area. Islamic law is same for all over the world. All examples exit in the Quran. See the following ayat: Az-Zumar 39:27 وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِى هَٰذَا ٱلْقُرْءَانِ مِن كُلِّ مَثَلٍ لَّعَلَّهُمْ يَتَذَكَّرُونَ আর নিশ্চয় আমি এই কুরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি, যাতে তারা শিক্ষা গ্রহণ করে। English - Sahih International And We have certainly presented for the people in this Quran from every [kind of] example - that they might remember.
@f.msharifulislam5665
@f.msharifulislam5665 2 года назад
@@TahjibCenter অামি অামার প্রশ্নের উত্তর পাইনী। অামার কথা হচ্ছে কুরানে টাকনুর নিচে কাপড় পড়ার কোন বিধান দেয়া নেই। অথচ হাদিসে বলা অাছে টাকনুর নিচের অংশ জাহান্নামে যাবে। এখন অামি কোনটার অামল করবো?
@nhagromoheshkhali8642
@nhagromoheshkhali8642 2 года назад
যে সকল হাদীস কুরআনের সাথে সাংঘর্ষিক নয়,সে সকল হাদীস সম্পর্কে কোন সন্দেহ থাকার কথা নয়। হুজুর ও সেকথাই বলেছেন। হাদিসে আছে টাকনুর নিচে কাপড় পরা হারাম, তো , এখানে কুরআনের সাথে হাদিস সংঘর্ষ কোথায়। হুজুর তো বলেননি কুরআনে যে কথাগুলো আছে সেই সম্পর্কিত হাদীস গুলোই শুধু মানতে হবে বরং তিনি বলেছেন কুরআনে নাই কিন্তু উক্ত হাদিস কুরআনের কোন আয়াত এর সাথে সাংঘর্ষিক নয় সে হাদিস জাল,জইফ হলে ও সহি। সুতরাং টাকনুর নিচে কাপড় পরা সম্পর্কিত হাদীস টি সহি। আমরা শ্রোতারা অধৈর্য হয়ে হুজুরের সাথে খারাপ আচরন করছি তা মোটেই কাম্য নয়। আমাদের উচিত হবে কোন বক্তার বক্তব্যের সমালোচনা করতে হলে ,আগে বক্তব্যে ভাল ভাবে বুঝতে হবে।
@f.msharifulislam5665
@f.msharifulislam5665 2 года назад
অামি সমালোচনা করছি না। অামি জানার জন্য বলছি। এই হাদিসটা কুরানের সাথে সংঘর্ষিক। কারন, কুরান ই বলছে যে আল্লাহ যেসব কাজ থেকে নিষেধ করছেন সেগুলো কাজ না করলে তিনি অন্য বিষয় মাফ করে দিবেন। কুরানে যেহেতু টাকনুর নিচে কাপড় পড়ার কথা নেই, সেহেতু কুরান অনুযায়ী কেউ টাকনুর নিচে কাপড় পরলে সেটা মাফ যোগ্য। অথচ হাদিস বলছে যে, টাকনুর নিচের অংশ জাহান্নামে জাবে। তাহলে এটা কি সংঘর্ষিক নয়? ভালো ই বললেন। তাছাড়া, অনেক সহীহ হাদিসে বলা অাছে কুরান ছাড়া অন্য কিছু মানা যাবে না। বিষয়টা ভেবে দেখুন।
@sayedearali8566
@sayedearali8566 Год назад
স্ত্রীদের কাছে
@nextwebzone7256
@nextwebzone7256 2 года назад
আপনার কাছে যদি ৫ কোটি টাকা থাকে এবং তা যদি দান করে দেন তাহলে আপনি কিভাবে ধনী থাকেন?
@sujan790
@sujan790 2 года назад
নবী রাসুলদের সম্পদের কোন উত্তরাধিকার হয়না ,,সঠিকভাবে বুঝার জন্য দোয়া রইলো
@jakirhossain-td7ro
@jakirhossain-td7ro Год назад
হুজুর আপনি কি আহলে কুরআন নাকি?
@dr.md.abdulwadud8333
@dr.md.abdulwadud8333 2 года назад
আসসালামু আলাইকুম। আপনাকে জিজ্ঞেস করি রাসুল সঃ কি ফরজ নামাজ শেষে কখনও হাত তুলে সম্মিলিত ভাবে মোনাজাত করেছেন? প্রমান দিন। আপনি মোনাজাতের পক্ষে। এটা অবশ্যই বিদাত। পরিনাম জাহান্নাম।
@ওবাইদুলহক-95
@ওবাইদুলহক-95 2 года назад
হাত তুলে মোনাজাত করলে জাহান্নাম,, কোরআনের কোন আয়াতে আছে,,, দয়াকরে উত্তর দিবেন,, যদি সত্যবাদী হয়ে থাকেন ।।।
@abuahmedazam3922
@abuahmedazam3922 2 года назад
Unjust occupation, as Gonimot .robbery
@drmdmostafizurrahman2325
@drmdmostafizurrahman2325 2 года назад
We only follow Tafsir of Alquran as narrated by Prophet(sm), Ashab and Solfe Saleheen. We should not follow explanation of any other so called Moulana.
@nurlaskar1034
@nurlaskar1034 2 года назад
Bhoyankar(dangerous) sesh Zomana so Alimder ei muhurte to die (more jowa) behtor (best). Muslimder Keyamoter bhoy , Dujoker bhoy , Kabarer bhoy dekhano chada other kuno Waz nei . So reaction hisabe Muslims corrupted , Imanless hochhe . Tradition chalche chalbe . But society chalche Sudh , Ghush , Nesha niye er ganya Alimder Zihad ghushona kora ekanto kamya but they are soundless .
@mdzilani6420
@mdzilani6420 2 года назад
Lok ilo Kim kkokkkkkokk
@saumhs
@saumhs 2 года назад
আপনি একবার হাদিস মানতে না করেন আবার নিজে ও হাদিস থেকে আলোচনা করছেন
@MDMasud-ew8lq
@MDMasud-ew8lq 2 года назад
মাথা নষ্ট কেন,
@mansursikder8547
@mansursikder8547 Год назад
হাদিস মানতে সে কোথায় নিষেধ করেছে?? আপনি ভালো ভাবে তার কথা শুনেছেন?? নাকি সমালোচনা করা আপনার স্বভাব?? সে বারবার বলে যে হাদিস কোরআন এর সাথে সাংগর্ষিক নয় সেগুলো অবশ্যই মানবো!! আমলের নিয়োতে শুনোন!! আল্লাহ সঠিক পথ দেখাবে
@simgroup6137
@simgroup6137 Год назад
আসসালামু আলাইকুম। আপনাকে জিজ্ঞেস করি রাসুল সঃ কি ফরজ নামাজ শেষে কখনও হাত তুলে সম্মিলিত ভাবে মোনাজাত করেছেন? প্রমান দিন। আপনার মোনাজাতের পক্ষে মতামত সঠিক নয়।৩০-৫০ বছর আগে আমাদের হুজুরা কুরআন এবং হাদিসের সব বিষয় জানা ছিল না।
@eleiasmozumder3891
@eleiasmozumder3891 2 года назад
Alhamdulillah
@Md.RokibUddin-ru4wg
@Md.RokibUddin-ru4wg 5 месяцев назад
আলহামদুলিল্লাহ
@mdmm815
@mdmm815 2 года назад
আলহামদুলিল্লাহ্
@rafikulislam3880
@rafikulislam3880 2 года назад
আলহামদুলিল্লাহ্‌
@mdshahidulhoque7476
@mdshahidulhoque7476 2 года назад
আলহামদুলিল্লাহ
Далее