বিএনপি'র ৪৯ লাখ ২৬ হাজার ৪৯৬ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল , তাছারাও এই দলের অসংখ্য নেতাকর্মী সাজাপ্রাপ্ত অবস্থায় কারাগারে ছিল, আবার অনেকে অন্যায় ভাবে যাবত জীবন ও মৃত্যুদণ্ড সাজা দিয়ে আসামী করে জেলে আটকে রেখেছিল, অনেককে আবার গুম করেও রেখে দিয়েছিল, আর যে কয়জনই জেলের বাহিরে ছিল তাদেরকে প্রতিদিনই কোন না কোন মামলায় কোট পাঙ্গনে দৌড়াদৌড়ি করতে হতো, সারাদেশের বিএনপি'র সকল নেতাকর্মীর বাসায় 17 বছর যাবৎ প্রতিদিনই পুলিশ বাহিনী হামলা করত, বিএনপি করা প্রতিটি মানুষের জন্য তাদের পরিবার নিত্যদিন নানাভাবে ক্ষমতাসীল সন্ত্রাসী বাহিনী দ্বারা নির্যাতিত অত্যাচারিত ছিলো,। এত কিছুর পরও বিগত ১৭ বছর যাবত একমাত্র এই দলটি সরকার বিরোধী প্রতিটি আন্দোলন সংগ্রামে মাঠে রাস্তায় বিরাট ভূমিকা পালন করে আসছে , এই কোটা আন্দোলনের কিছুদিন আগ পর্যন্ত সরকারের বিরুদ্ধে কথা বলার মত কোন মানুষ ছিল না, তখন এই দলের মানুষগুলি একমাত্র প্রকাশ্যে এই ফ্যাসিস্ট সরকারের বিরোধিতা করে এসছিল গত ১৭ বছর ধরে ।
@@ahadhalim2796জুলুম না করলে সাজা হয়না তাইতো আজ আওয়ামী লীগের অবস্থা কি হলো কি আপচুচ করবো না হাসবো না কাঁদবো কিছুই বুঝিনা আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক আমীন
ওদের কাছ থেকে সাধারণ সমর্থন যারা তারা ও রেহাই পাই নয়, আমিও কারা নির্যাতিত স্যার আপনার চোখের পানি দিয়ে সারা বাংলাদেশটা ভিজিয়ে দিলেন দোয়া করি আপনি বেঁচে থাকেন বেঁচে থাকেন।
আব্বাস সাহেব, আমার বিশ্বাস আপনি এই ১৫ বছরো যা শিক্ষা পেয়েছেন তার ভিত্তিতে আগামীতে ক্ষমতায় গেলে কোনো অন্যায় করবেন না, কোনো জুলুম করবেন না, কাওকে অন্যায় করতেও দিবেন না। আর যারা প্রকৃত অপরাধী তারা যেনো বিন্দুমাত্র ছাড় না পায়।
মনের অজান্তেই আমার চোখদুটো পানিতে ভিজে গেছে। আহ্ নির্মমতা!!! আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু কখনোই যালিমকে ছেড়ে দেন না। বাংলাদেশের মাটিতেই কঠোর বিচার হবে ইনশাআল্লাহ
আল্লাহ তায়ালা একমাত্র বিচারক মনে রাইখেন।কিন্তু কাউকে বদ্দুয়া দেয়া ঠিক না যারা ক্ষমাকরে দেয় তাদের কে আল্লাহ পছন্দ করেন এবং তার পাপ মাফ করেন,। একজন মুসলিম হিসেবে আমরা মানুষ কে মাফ করেদেব এবং বিশ্বাস রাখতে হবে একমাত্র আল্লাহ তায়ালা ই সঠিক বিচারক
আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমিন মাশাল্লাহ জাজাকাল্লাহ খাইরান আল্লাহ আপনি রহমতে তায়েবা দান করুন আমিন মহান আল্লাহ চার দেন ছেড়ে দেননা তিনি সকল বিষয় অবগত আছেন তিনি সঠিক বিচার করবেন ইনশাআল্লাহ
আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করুন।আর যাদের আত্নত্যাগের বিনিময়ে এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি পেলেন তাদের জন্য দোয়া করুন।ছাত্র জনতার অন্তবর্তী সরকারকে সহযোগিতা করুন।