এরশাদ ভাই আপনাকে যে কতটা ভালবাসি বলে বুঝাতে পারবো নাহ আমার এখনো মনে আসে ১৮ তে জয় বাংলা কন্সার্ট এ আপনাকে দেখতে না পেয়ে কাদতে কাদতে বাসায় আসছিলাম ভালবাসি বস....অনেক ভালবাসি
আমরা আপনার কাছে ঋণী এরশাদ ভাই, আর্টসেল আপনার কাছে ঋণী; আপনার বাজায়ে যাওয়া প্লাকিং আর সলোর জন্য। অনেক ভালোবাসি আপনারে ভাই!!নিজের যত্ন নিয়েন ভাই, আর অনেক ভাল থাকবেন!!!!!
Legendary solo guitarist , song writer n composer sir Ershad jaman we r love u so much ...plz come back again together great chemistry for ARTCELL💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
এরশাদ জামান ভাইয়ের মত এত বেশি ট্যালেন্ডেড গিটারিস্ট আমাদের দেশের জন্য দরকার। এভাবে এরশাদ ভাইয়ের ক্যারিয়ার শেষ হবে তা মানতে আমাদের মত ছোট ভক্তবৃন্দের খুব কষ্ট হয়। ফিরে আসেন আপনার চেনা জগতে।
আর্থসেলের জনপ্রিয়তার একটি বড় অংশ এরশাদ ভাই। নিজেদের রাগারাগির চেয়ে ভক্তদের আবেগের ব্যাপারটা চিন্তা করা উচিৎ। এরশাদ ভাই দলে ফিরলে প্রাণ ফিরবে আর্থসেলের।
Ershad bhai, Bhaiiii.....form e band!!!!amra ar partesi na.apnar kaj abr dekhte chai😭 Plzzzzzz.....😍 Onek great musician band theke dure..tader nea..young kawk includ e kore.....plzzzzz.
@manju vai,....thanks a lot onake anar jonno but no thanks for keeping us waiting for the very important part of this interview....btw i like the way you ask the qsn so naturally. thanks again.
কিছু কথা বলতে হয়,অনেকদিন পর এরশাদ ভাইকে গিটার হাতে দেখে অনেক বেশী ভালো লাগছে, সেই চিরচেনা সুর, As A Artcell ফ্যান সবাই চেয়েছিলো এরশাদ ভাই আবার আসুক ফিরে, সেটা এখন অতীত,সবাই ফয়সাল ভাইকে গ্রহন করেছে এবং যারা এখনো করে নি তারা ও হইতো করবে একসময়, সবচেয়ে বড় কথা হলো আমরা আর্টসেল ফ্যানরা খুব আশা করি এরশাদ ভাই নতুন কিছু নিয়ে নতুন উদ্যম ফিরে আসবেন। একটা কথা, এখানে কারো কোন কিছু প্রুভ করার নাই,মানে হলো অনেকেই তুহিন ভাই চলে যাওয়ার পর যখন আভাশ গানটা নিয়ে আসেন তখন কিছু ফ্যান জিনিসটাকে প্রতিযোগিতার দৃষ্টিতে দেখে এবং শিরোনামহীন আর জিয়া ভাইকে নিয়ে বাজে কথা বলে, অবশ্যই আমরা খুশি তুহিন ভাই নতুন কিছু নিয়ে ফিরে এসেছেন,ঠিক সেভাবেই আশা করি এরশাদ ভাই নতুন কিছু নিয়ে আসবেন,এবং উনি সবসময় আর্টসেলের একটা অংশ হয়ে ফ্যানদের মাঝে থাকবেন সবসময় 💜💜💜
এরশাদ ভাই, আপনাকে আবার আর্টসেলে চাই। অন্য কোথাও নয়। আপনারা পাঁচজন একসাথে স্টেজ কাঁপাবেন। আমরা আর্টসেল ফ্যানেরা সবাই এখনো আপনার অপেক্ষায় আছি। অন্তত আমাদের জন্য হলেও আপনার সবাই আবার এক হয়ে কাজ শুরু করেন। প্লিজ ভাইয়া। ভালবাসা আপনার জন্য ❤
Onnosomoy amar artcell er prothom sona song, khub kosto paisi you are not longer with Artcell. Apni artceller jnno nki artcell apnar jnyo eta bolte parbo na. Kintu amra sobai apnar jnyo.. 😍
এরশাদ ভাই খুব ভালো একজন মানুষ,কথা বলতে দেখলে বুঝা যাই! কিন্তু তিনি বললেন যে তিনি প্রতিতি অ্যালবাম এ শেষ মূহুর্তে বাজাইসেন! এই কথা দিয়ে বুঝা যাই তার জন্যেই artcell এর তৃতীয় অ্যালবাম প্রকাশের দেরি হয়েছে! তবুও এরশাদ ভাই লভ ইউ! তার কয়েটা solo অ্যালবাম এর অপেক্ষায়! এখন হয়ত আর আর গিতার career নিয়ে অবহেলা করবেন না!
এরশাদ ভাই আপনাকে দেখলে আমার অনেক মায়া হয়।এই পৃথিবীতে আপনাকে আপনার সব নিকটজনেরা ঠকিয়েছে।আপনার ব্যান্ডমেটরা এমনকি আপনার স্ত্রীও আপনাকে ঠকিয়েছে।কিন্তু ভাইয়া আফসোস করবেন না। কারণ মিউজিক লাভাররা সবসময় আপনাকে ভালোবাসবে এবং মনে রাখবে।আপনার জন্য কোটি কোটি সম্মান।
this interviewer is so much more polite compared to xion or idk. he knows how to give respect to the legends of bangladesh. please ask him to interview them because he is good not xion