আপনার কথাগুলো ভালো লাগলো. অনেক সুন্দর করে বুঝিয়ে বলেন . আমার ইচ্ছা করছে নতুন একটা হ্যাচারি করি. কিন্তু আমার কোন অভিজ্ঞতা নেই হ্যাচারীর সম্পর্ক নিয়ে. আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনা করার জন্য. আমি বাংলাদেশ থেকে দেখছিলাম আপনার ভিডিও
Sir,আপনার ভিডিও দেখে অনেক অনুপ্রাণিত করেছে আমার, আরো অনেক কিছু শেখার জন্য আগ্রহী। প্রতি নিয়ত ভিডিও আপলোড করুন নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করুন ধন্যবাদ।
স্যার আপনি আমার থেকে বয়সে বড় বা ছোট যাই হোক আপনি আমার সালাম নিবেন 🙏 আমি খুব জেদি এবং ছোটলোক! গত চার বছর ধরে এই শিঙি মাগুর মাছের ব্রিড করতে গিয়ে বারবার ফেল হতে হতে এবং লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি করে গতবছর শেষ সিজনে ৫০% সফলতা অর্জন করলেও পুরোপুরি সফল হতে পারিনি! তাই এবছর আর্লি ব্রিডের পথ পরিত্যাগ করে বর্ষার আগমনের অপেক্ষা করছিলাম। আপনার ভিডিও গুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর আমার বাকি ভুলগুলো ধরতে সক্ষম হয়েছি। আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে গেছে...! সপরিবারে অনেক ভালো থাকবেন স্যার। আমি হুগলি জেলা রাজবলহাট থেকে পশ্চিমবঙ্গ আসাম ঝাড়খণ্ড ওড়িষ্যা ছত্তিশগড় ত্রিপুরার প্রথম ব্ল্যাক সোলজার ফ্লাই খামারি সেখ মকিম। আমার বাড়ি যদি কখনো একটু চরণধূলি দিয়ে যান কৃতজ্ঞ থাকব 🙏❤️🙏
দাদা ট্যাংরা মাছের ব্রিডিং নিয়ে একটা ভিডিও করবেন এবং ফেসবুকে একটি গ্রুপ তৈরী করলে আপনার পরামর্শ গুলো পিডিএফ ফাইল এর মতো ব্যবহার হবে এবং আমাদের সমস্যার সমাধান হবে।
যারা এই বিষয় গুলো থেকে দূরে সরে গিয়েছিল (বারবার অকৃতকার্য হবার পর) বা সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে বা নতুন করে এই sector এ আসার সিদ্ধান্ত নিয়েছে তাদের সবার কাছে আপনার এই ভিডিও টি যথেষ্ট অনুপ্রেরণা যোগাবে, আপনার জ্ঞান ভান্ডার কে উন্মুক্ত করে দেওয়ার জন্য 🙏। ধন্যবাদ জানাবার ভাষা নেই। পাশে আছি। অপেক্ষা পরেরটির জন্য। ভালো থাকবেন।
Sir. আপনার ভিডিও যত দেখছি ততই ভালো লাগছে। এবং ততই আশা জাগছে। তবে ডিম ফোটানোর থেকে মাছ চাষ করবার খুব ইচ্ছা।(ডিম ফোটাতে পারলে তো খুবি ভালো হতো ওটা পরে শিখবো) আমার মনে হয় আগে বড় মাছ কালচার করলে অভিজ্ঞতা হয়তো একটু বেশি হত। (জানি না স্যার আমি সঠিক বললাম না ভুল বললাম) আমার বায়োফ্লক সিস্টেম টা খুব ভালো লেগেছে। যদি বায়োফ্লক এ মাছ চাষ করা সম্ভব হয়। প্লিজ একটা বায়োফ্লক নিয়ে ভিডিও দেবেন। ধন্যবাদ।
Sir ami south 24porogonar Basinda bortoma ami qatar probasi ami niyomito apnar video gulo dekhi khub valo lage amar khub asa ami culture korbo kintu amar bari firte sei Agosto mase oi somoy ami ki shingi &magurer brudar pabo ?kothai kivabe pabo jodi bolen !
নমস্কার স্যার। মাছের ডিম ফোটানোর দশটি পর্ব দেখেছি। এবার ডিম ফোটার পর রেনু পোনা কে কিভাবে পরিচর্যা করতে হবে।( যেমন ফিড বা কোন ভিটামিন) কত দিন পর কি খাওয়াতে হবে এবং কিভাবে। এই পরিচর্যা নিয়ে একটি ভিডিও দেন। আপনার যে অভিজ্ঞতা আমাদেরকে দান করছেন তার জন্য অশেষ ধন্যবাদ। আপনার এই ভিডিওগুলো দেখে অনেক ভরসা পাচ্ছি। আমার মাছ চাষের প্রতি অনেক আকর্ষন। আমার বাড়ি বনগাঁ এলাকায়। যদি অনুমতি দেন তাহলে আপনার ফোন নাম্বারে ফোন করবো। আপনার মূল্যবান সময় যদি দুই মিনিট আমার জন্য ব্যয় করেন খুব খুশি হবো। ধন্যবাদ। ভালো থাকবেন নমস্কার।
Thank you so much for your ... this motivational lesson to all of us . Yes , your are absolutely right that, one has to be very positive and focused on this subject as you said ... Then only one can achieve the success ... Waiting for your next lesson very eagerly ... Regards, Mukul Talukdar , Guwahati , Assam .
Sir Amio nijer chara nijei kore nite chai sir Ektu bolben Oxygen setup ta kivabe korbo R Injection ta kivabe kakhon debo katota debo Please🙏🙏 sir ektu bolben
আমি দীর্ঘ দিন হাইব্রিড মাগূরমাছের ব্লিডিং এর সঙ্গে যুক্ত। দেশি মাগুর, শিং মাছের ব্লিডিং এর জন্য হাতে কলমে শেখানোর ব্যবস্থা থাকলে দয়া করে জানাবেন । ভালো থাকবেন।
আমি উওর২৪ পরগনা থেকে সত্য বিশ্বাস বলছি ।আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চায় ।আমি বেকার বাড়িতে। বসে আছি । মাগুর ও শিঙগি মাছের ডিম পোনা উৎপাদন করতে ইচ্ছুক ।
sir gamla te koto rakte parbo chara ....ar 0 to 30 day ....day by day water treatment and tank kmon hobe seta nea please eakta video din ....pronam naben
Sir,আমি রবি বারে মাগুরের বিড করি,বাচ্চা হবার এক দিন পর থেকেই মরা শুরু হয়,দু দিনের মধ্যেই ছয় সাত হাজার মারা যায় আমি প্রথম বিডিং করি,অভিগতা নেই,সব সময় পুকুরের জল বেবহার করেছিলাম,এখন একশো পিস বেচেছে, আমার ভুল টা কী বুঝতে পারলাম না,একটু বলবেন,আবার বিডিং করবো
সর্বদা পরিচ্ছন্ন পরিবেশ রাখতে হবে। মন দিয়ে ভিডিও গুলো দেখুন ও নিজেই কোন কোন জায়গা আলাদা করেছেন খুঁজে বের করুন। চেষ্টা করুন নিশ্চয় হবে। আমার 11 বছর লেগেছে। ধৈর্য্য ধরুন ।
আমি আপনার ফার্ম থেকে বিগত তিন বছর মাছ আনছি ۔ কিন্তু বাজার সেরকম পাচ্ছি না ۔ আড়ৎদার বলছে এগুলো চাষ করা মাছ ۔ কেউ নিচ্ছে না ও দাম পাচ্ছি না ۔ ভাবছি আগামী সপ্তাহে আবার একবার সিঙ্গির চারা আনবো ۔۔ লাস্ট দেখি কি হয় ۔۔ তবে এবার ট্যাঙ্কির তলায় মাটি দিয়েছি ۔۔ ভালো থাকবেন ( আপনার সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে ও চারা এনেছি )
লিটারে জল মেপে কখনো মা মাছের সংখ্যা ঠিক করা উচিৎ নয় কারণ শিং, মাগুর এরা মাটিতে বা মেঝেতে শুয়ে থাকা মাছ।এরা পোনা মাছের মত সারা জলে ভেসে থাকে না।জলের উচ্চতা এক ফুটের জায়গায় দুফুট/তিন ফুট/চার ফুট করলে জলের পরিমাণ বাড়বে, মাছের থাকার জায়গা বাড়বে না। আগের ভিডিও তে মা মাছের ব্যাপারগুলি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেছি।দয়াকরে ঐ ভিডিও টি দেখে নিন।
স্যার, আমি বাড়ির ছাদে ট্যাংক করে কিছু সিং-এর পোনা ছাড়তে চাই, ট্যাংক এর সাইজ(৪৫০০-৫০০০) লিটার, স্যার পোনা ছাড়ার আগে জল কিভাবে তৈরী করবো এবং কতো পিস পোনা ছাড়তে পারবো সেটা জানালে খুবই উপকৃত হব স্যার 🙏🙏🙏
প্রথমেই একরাশ ভালোবাসা ও শুভকামনা নেবেন। আগামী শনিবার (11.5.24) একটি ট্রেনিং হবে। বিস্তারিত জানতে ও সিট বুকিং করার জন্য যোগাযোগ করুন; বিশ্বনাথ দে, ফার্ম ম্যানেজার, 97497 91985 🙏🙏
স্যার আমাকে একটু হেল্প করুন প্লিজ আমি খুব গরিব বাড়ির ছেলে।। আমার সিঙ্গি মাছের বাচ্চা বাঁচাতে পারছিনা মরে গেছে সব প্লিজ স্যার একটু যেকোনো ভাবে হেল্প করুন 🙏🙏🙏 😭😭
হ্যাচারীর কাজে ধনী দরিদ্র কোন বিষয় নয়। বাচ্ছার যা দরকার তা না দিতে পারলে সব শূন্য। তুমি পালন করতে পারবে 500,আবেগে করে ফেললে 5000 তারপর নাস্তা নাবুদ। শেষে নীট রেজাল্ট = 0