খুবই দুঃখজনক ব্যাপার ভাইয়া এত কষ্ট করে নিয়ে গেলেন তারপর অফ বার্সেলোনা 😭😭 আমার রেজালটা অনেক অসুস্থ আজকে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু শুক্রবার কি খোলা থাকে জানিনা
26 জানুয়ারি আমি আমার বিড়াল কে নিয়ে যায় অনেক অসুস্থ ছিল ওর ক্যাট ফ্লু হয়েছিলো আমি বুঝতে পারছিলাম কিন্তু আমার বাসার লোকরা বলছিলো ওর নাকি কির্মি হইছে তাই ফার্মেসি থেকে ওষুধ এনে খাইয়ে দেই 6 দিন না খাওয়া ছিল 😭😭 আমার অনেক আদরের ছিলো অবস্থা খারাপের দিকে গেছে পরে পশু হসপিটাল নিয়ে গেছি ইনজেকশন দেই সেলাইন দেই ও একটুও নড়ে নাই 😭 হসপিটাল পর্যন্ত বেঁচে ছিল বাসায় আমার পর 2 মিনিট ও বাঁচলো না 😭😭😭
আমার বিড়ালটা ছেলে বিড়াল। বয়স দুই বছর শেষ। ওজন চার পাঁচ কেজি হবে আনুমানিক। ওর সমস্যা কালকে গরুর মাংস একটু খেয়ে ফেলছে। তখন নরমালি ছিল। সকালে ঘুম থেকে ওঠার পর আমার ছোট বোন ওকে কোলে নিয়েছিল । তখন হলুদ বমি করে দিয়েছিল। তারপর দুপুর পর্যন্ত শুয়েছিল। গরমের মধ্যে বেশিরভাগ সময় দুপুর পর্যন্ত শুয়ে থাকে। দুপুর বেলা খাবার খেতে দিয়েছি খাই নাই। সন্ধ্যার সময় আবার খাবার দিছি তখনও খায় না । হলুদ বমি করে দিয়েছিল। ও চিকেন অনেক বেশি পছন্দ করে। আজকে চিকেন মাছ যায় দিলাম খায় নাই । মোট আমাদের সামনে তিনবার বমি করছে। এখন এটা কি গ্যাস হয়েছে নাকি flu বুঝতে পারছি না। ওকে নরমাল পানি খাওয়াইছিলাম ড্রবে করে । নিস্তেজ হয়ে শুয়ে থাকে। ওর চার মাস থাকাকালীন একবার এরকম অসুস্থ হয়ে গিয়েছে তারপর থেকে ওর গলা ভাঙ্গা থাকে। আওয়াজ আস্তে আস্তে করে মনে হয় বোবা। মাঝেমধ্যে ওর কাশি হয়।
Assalamu Alaikum Bhaiya...Ami amar Biral ke ei Veterenary Hospital e niye Rabies er Vaccine dite chacchilam....Kintu Google e giye dekhlam oneke Negative review dicche bolche je ekhane naki Doctor bhul medicine prescribe kore...Bhaiya Apni to giyechen...is it safe ?? Plz..Amake janaben
এরা আসলে ভাই ভিডিও দেখতে আসে না কোন ব্লগার-রা কোন ভুলটা করেছে তা👉 পাতর সরিয়ে পাহার কেটে বিশাল কোপ/কুয়ো খুরে অনেক কষ্ট করে 👉 সেই ভুল গোলি আবার 👉 বেচারা আংগুল গুলিকে বুদ্ধি করে কাজে লাগিয়ে তার পরে মানুষের সামনে উন্মুছোন করেন। মানে 👉 প্রিতিবিতে তারাই একমাত্র শিক্ষিত আবাল ক্ষেত মার্কা ছাগল জাতির প্রাণী এদেরকে ভাই,আপনি শুধুই এই রকম টাইপের কমেন্ট করতে দেখতে পারবেন __________________________ তো ভাই-জান ভালো থাকবেন। সুস্থ থাকবেন ❤❤❤❤❤❤❤❤ আসসালামু আলাইকুম ❤❤❤❤❤❤❤
ভাই আমার বিড়ালটা আজকে পাঁচ তিন চার পাঁচ দিনের মতো কিছুই খাচ্ছেন এখন কি করবো কোথায় নিয়ে যাবো আমি চিনিও না কিছু আলতাছি ঠিকই কিন্তু কিভাবে কি করতে হয় তাও জানিনা এদিকে হাজব্যান্ড আবার রাগে ও আবার হয়তো ওদিকে দিক যাইতে দেয় না যার কারণে কিছু করতে পারতেছি না
বিড়াল ফালতু ঠিকই কিন্তু কিভাবে কি করতে হয় আমি জানিনা এটা হচ্ছে সাধারন বিড়াল এটা যে কি না বিড়াল না বুঝছেন এজন্য আর কি আমি কিছু বলতে পারতেছি না কি করব হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিছে