বরফ তো নয় লাগছে দেখে ছড়ানো ভেজা তুলো, স্বপ্নরাজ্যে বিচরন করাতে আপনিই পারেন ভালো.... স্নো পরুক বা তুষার ঝড় হোক কাজ থাকে না বন্ধ, প্রতিবেশীদের খেলার আনন্দ মুহুর্ত লাগেনি দেখতে মন্দ.... ওয়েদার যাই থাকুক তাতে কিছুই আসে যায় না, অল্পতেই কাতর হলে তো ভাইয়া বিন্দাস থাকা যায় না... পাইকারির বাজারের আজ অন্য স্বরুপ দেখলাম, স্যাম্পল খাবার খেলেন কিন্তু "মজা" বলেন নাই ,বেশ অবাক হলাম.... ফ্রেশ ফুলের সমারোহ করল আবার আমায় মুগ্ধ... অর্কিড এর রুপ দেখে বলছি তাকে "এই তুমি বেশ স্নিগ্ধ "... যাত্রী চাউনীতে যাত্রী নাই সব বরফ ঢাকা চাদরে, ঝিমায় পথ, ঘুমায় সবাই ভাই ভাবী গেলেন বাজারে.... নীরব নির্জন হিমতুষার শহরে আপনার ঘরবসতি, সুস্থ থাকেন ভাবীকে নিয়ে প্রভুর কাছে এই মিনতি....
Adventure Tube21 Adventure Tube21 আসসালামু আলাইকুম ভাইয়া... কেও কেও বলে আমি নাকি আউল ফাউল লিখি, আমার মতন ফাউলের লিখা সবাই পড়তে বাধ্য নাকি...? লেজ এ গোবর তো এমনিতে না চাইতেও লাগে, আপনারা নিখুঁত সাহিত্য লিখুন কম পড়বে না আমার ভাগে... 😁😁😁😁😁😁😁😁
আমি বাংলাদেশেই থাকি। পেশায় ডাক্তার। একদিন বিরানীর রেসিপি দেখতে গিয়ে আপনার ভিডিও দেখলাম। আপনার কথা বলার সাবলীল ভাব আমি আর আমার স্ত্রী উভয়কেই মুগ্ধ করেছে। অনেকটা ছোট বেলার ভ্রমন কাহিনী পড়ার মত। আমেরিকা দেখতে বেশ লাগছে। আপনার VLOG আমেরিকা ঘুরতে যাবার ইচ্ছা বহুগুন্ বাড়িয়ে দিয়েছে।
Arekti chomotkar videor jonno thnx uncle.asole video gulo dekte dekte jano hariya jai dream land a.r background music gulo sotti osadharon.jodi kokhono usa te ashi,tahole apnr sathe akta din spend korbo.valo thkben uncle :)
I have spend 10 years at fort Lauderdale city at FLORIDA. Remind me all those memories when I see your video. 2001 to 2010 ten years ten days live there missing so much can't explain you but feel good when see your video at home town Narayangonj.
দাদা নমস্কার, আপনার ভিডিও গুলো খুব মনোযোগ দিয়ে দেখি এরং আপনাকে ভালোবাসি,আমার একটা বিষয় জানতে চাচ্ছিলাম।আমেরিকাতে সাধারন জনশক্তি নিয়োগ করা মতে ব্যাবস্থা আছে কি ? সাধারণ জনশক্তি যেমনঃ কৃষি কাজ, মার্কেট কাজ, cleaners Clinic Dixon এমন ইত্যাদি।....….... ধন্যবাদ।
Your background music collection is really outstanding. Really enjoy your videos. Your efforts to entertain as well as educate us are really admirable.
Remembering those days in Sydney (Australia) when every weekend we went to the Wholesale Fllemington market for our monthly shopping. Life is so hard in abroad. Study, work and everything all have to done by your self. Here in BD everything is so easy but we never realize. Thanks you to show your everyday life style that many people doesn't have the courage.
আমার মনে হয়েছে আপনার আরো সময় নিয়ে ভিডিও টা করা দরকার ছিল। কারন যেহেতু বাজার এ গিয়েছেন তাই প্রতিটা জিনিসের দাম সম্পর্কে হালকা ধারনা দিলে ভিডিও টা আরো ভাল হত। Anyway we will be waiting to see your next video .Thanks
আসসালামু আলাইকুম ফারুক ভাই। আল্লাহর রহমতে ভাল আছেন। অনেক সুন্দর একটা ভিডিও দেখলাম খুব ভাল লাগল। আর ভাল লাগবেনা কেন আমেরিকা নামটা যেমন বড় তেমনি এখানকার রাস্তাঘাট থেকে শুরুকরে মার্কেট, রেস্তোরা, খাবারদাবার, গাড়ী, বিল্ডিং সবকিছুই বিশাল বিশাল আর বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প ও বিশাল দেহের অধিকারী, তার কাজকারবারও বিশাল বিশাল চোখে লাগার মত হা হা হা....। খুব ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
Sam's club এর একটাই খুব বড় মজা যেটা হচ্ছে আপনি ফ্রী স্যাম্পল খেতে পারেন। যতবারই যাওয়া হয়েছে ততবারই কিছু না কিছু ফ্রি স্যাম্পল খেতেই ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে বিষয়টা দেখাবার জন্য।
Salam uncle, ami jodio Amerika te thaki ar ai shob kichui experience kori regularly. Still apnar video guli amr khub e valo lagey, mone hoy ami nijei experience korchi amr familyr shathey maybe because ami eka thaki as a student. Apnar video guli amake khub motivate korey to work and study hard, so one day I can have a beautiful life and family like yours, In Sha Allah. Please keep them coming and maybe one day I will meet you and your family. Thanks
আমিও একজন প্রবাসী আমরা কি একটা অভিশপ্ত দেশে বসবাস করতেছি শুধু মানুষ আর মেধাহীন মানুষ যেদিকে যাই শুধু মানুষ দুর্নীতি আর ভেজাল ঘুষ চাঁদাবাজি অপরিষ্কার আফ্রিকার মত। আপনার অনেক ভিডিও আমি দেখছি অনেক ভালো লাগল । আমেরিকাতে বাইরে কোন মানুষ নাই অনেক সবুজ গাছপালা আছে নিয়ম শৃঙ্খলা ভদ্রতা । আমাদের দেশের খাবার কিনতে যাবেন ভয় লাগে পচা বাসি অথবা পরিষ্কার কসমেটিক কিনতে যাবেন তাও মনে সন্দেহ জাগে নকল মনে হয় মেড ইন জিঞ্জিরা আর হসপিটালে যাইলে তো কোন কথাই নেই সরকারি হাসপাতালে সিট নাই অপরিষ্কার প্রাইভেটে গেলে তো জমিজমা ভিটা মাটি বিক্রি করে যাইতে হয়