কোনো কথা নেই শুধু দফা এক দাবী এক " মুখ্যমন্ত্রীর পদত্যাগ " আপনারা কে কে একমত জানান লাইক দিয়ে। মুখ্যমত্রী, তার ফেরেপবাজ ভাইপো এবং বিনীত গোয়েল তিনজনকে সিবিআই হেফাজতে নিয়ে পলিগ্রাফ টেস্ট করা হোক।
আসল পয়েন্ট ছেড়ে দুর্নীতির দিকে কেনো ফোকাস করছেন ? সিসি ক্যামেরা টা শুধু সঞ্জয় কে দেখা গেলো বাকিরা কি ইনভিজিবল ওয়াচ পরে ছিল ? কেনো FIR delay করা হয়েছে, কোনো পোস্ট মর্টেম বিকাল ৪ টের পরে করা হয়েছিল ?? কেনো বডি তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল ???
রাষ্ট্রপতি শাসন না হলে অনেক কিছু অধরা ই থেকে যাবে। সবার আগে প্রয়োজন রাষ্ট্রপতি শাসন জারি করে ক্ষমতাচ্যুত করা , তবেই সিবিআই লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে নতুবা রাজ্য প্রশাসন কোনো না কোনো উপায়ে সিবিআই-কে কাজ করতে দেবে না এবং সিবিআই -কে অসফল প্রামাণিত করার যথাসাধ্য চেষ্টা করবে ।
শুদ্ধশিল বাবু R G kar কাণ্ড ঘটার আগে এই রকম ঘটনার পরে মূর্খমন্ত্রির বক্তব্য গুলো নিয়ে একটা ক্লিপিংস করুন,সারা পশ্চিমবঙ্গ বাসি শুনুক, পশ্চিম বঙ্গ বাসি এত দিনে জেগে ছে,আগে জেগে ঘুমাচ্ছিল।
কেন, আখতার আলি তো শুরু থেকেই এই কথা বলে আসছে। নিশ্চয়ই শুনেও শোনেন নি বা আপনাদের 'নিজের মেয়ে' র গদি টলমল করছে বলে খুব মনোকষ্টে আছেন মনে হচ্ছে। আপনাদের সেই 'নিজের মেয়ে' র কুকীর্তি র তো শেষ নেই, তার কুকীর্তি র বলি হোলো আমাদের 'সবাইকার অত্যন্ত মেধাবী মেয়ে' টিকে। এখানকার সুশীল সমাজ ও আপনাদের মতো লোকদের কারনে পুরো রাজ্যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে।