সবকিছুতেই দুর্নীতি পরীক্ষার প্রশ্নপত্র লিক, রেশন দুর্নীতি, ঔষধ দুর্নীতি , শিক্ষার মান তলানিতে গিয়ে ঠেকেছে, শিল্পে দুর্নীতি। বিকাশ বাবু একদম ঠিক বলেছেন। আমরা সহমত।
বাংলায় দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, রেশন দুর্নীতি, চাকরি বিক্রি, বালি, কয়লা,পাথর, গরূ পাচার, মেয়ে পাচার সবকিছুর মূলেই এই পিসি ভাইপো, এছাড়া ও হাজার রকমের দুর্নীতির সঙ্গে যুক্ত এই পিসি ভাইপোর টাকা মারা কোম্পানি ।
ওকে থার্ড ডিগ্রি দিয়ে জিজ্ঞেস করা হোক কে পোড়াতে বলল । কার্ড ডিরেকশনে হয়েছে। পুলিশ কমিশনার বিনিট গোয়েলকে CBI জেরা করুক কার নির্দেশে লাশ পোড়ানো হলো । তাহলে আসল দোষী বেরিয়ে যাবে ।